ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাগনার জরিমানা

প্রকাশিত: ০৪:০৯, ২০ জানুয়ারি ২০১৭

সাগনার জরিমানা

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্সটাগ্রামে রেফারি লী ম্যাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে পোস্ট দিয়েছিলেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার বাকারি সাগনা। সেটিই কাল হলো তার। কেননা সেই পোস্টের জন্যই যে সাগনাকে ৪০ হাজার পাউন্ড জরিমানা করেছে ফুটবল এসোসিয়েশন (এফএ)। সেইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকা- থেকে বিরত থাকার জন্য তাকে সতর্কও করে দিয়েছে এফএ। ঘটনা গত ২ জানুয়ারির। বার্নলির বিপক্ষে ২-১ গোলে জয় পাবার পর ৩২ বছর বয়সী এই তারকা সামাজিক ওই যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে লিখেন, ‘১২ জনের বিপক্ষে ১০ জন’, তারপরও দলবদ্ধ হয়ে লড়াই করে যাচ্ছি।’ পরে তিনি ওই পোস্টটি সংশোধন করে লিখেছেন, ‘এখনও লড়াই করে দলবদ্ধভাবে জয়লাভ করছি। ম্যাচে সিটি মিডফিল্ডার ফার্নানদিনহোকে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করার পর যোগাযোগ মাধ্যমে এই মন্তব্য তুলে ধরেছিলেন তিনি। চীনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তোরে স্পোর্টস রিপোর্টার ॥ চীনা সুপার লীগের ক্লাবগুলোর দেয়া মোটা অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ইয়াইয়া তোরে। মঙ্গলবার এক প্রতিবেদনে ঠিক এমনটাই বলা হয়েছে। আইভরিকোস্টের এই ফুটবল তারকাকে প্রতি সপ্তাহে পারিশ্রমিক বাবদ প্রায় ৪ লাখ ৩০ হাজার পাউন্ড করে দেয়ার প্রস্তাব করেছিল চীনা ক্লাবগুলো। চলতি মৌসুমের শেষে সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে ৩৩ বছর বয়সী এই ফুটবলারের। যে কারণেই তাকে দলে ভেড়ানোর লড়াইয়ে নেমেছে চীনা ক্লাবগুলো। ২০১০ সালে বার্সিলোনা থেকে দলভুক্ত করা তোরেকে সিটি নতুন কোন প্রস্তাব দিয়েছে কি-না তা এখনও পরিষ্কার নয়। ক্লাবে নিজের ভবিষ্যত নিয়ে টানাপোড়েনের পর বিগত দুইমাস যাবত সিটির মধ্যমাঠের প্রাণভোমরা হয়ে উঠেছেন তোরে। তার প্রতিনিধি দিমিত্রি সেলুক অভিযোগ করেছিলেন যে কোচ পেপ গার্ডিওলা সিটির চ্যাম্পিয়ন্স লীগের স্কোয়াডের বাইরে রেখে তাকে অপদস্থ করেছেন। পরে গত নবেম্বরে এ ঘটনার জন্য ক্ষমা চেয়ে তেতে ওঠা পরিস্থিতি সামাল দেন তোরে। সন্ত্রাসী তালিকায় সাবেক ফুটবলার স্পোর্টস রিপোর্টার ॥ মিসরের সাবেক ফুটবল তারকা মোহাম্মদ আবুতরিকার নাম কর্তৃপক্ষের সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করেছে সে দেশের একটি আদালত। তার আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন। নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুডকে আর্থিক সহায়তা দেয়ার অপরাধে তাকে ওই তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। খেলোয়াড়ী জীবন থেকে অবসরগ্রহণের পর ২০১৫ সালে সরকারের একটি কমিটি জাতীয় দল এবং কায়রো ভিত্তিক ক্লাব আল আহলের এই তারকা ফুটবলারের সম্পদ জব্দ করে। মুসলিম ব্রাদারহুডকে আর্থিকভাবে সহায়তা করার জন্য সরকার তাকে অভিযুক্ত করে।
×