ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওয়ানডে র‌্যাঙ্কিং

পাকিস্তান জিতলেই আটে নেমে যাবে বাংলাদেশ

প্রকাশিত: ০৬:০৪, ১৮ জানুয়ারি ২০১৭

পাকিস্তান জিতলেই আটে নেমে যাবে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ রঙিন পোশাকে স্বপ্নের মৌসুম কাটানোর পর ছন্দপতন হয়েছে বাংলাদেশের। ঘরের মাটিতে ইংল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজে হার, এবার নিউজিল্যান্ড সফরে ‘হোয়াইটওয়াশ’ হয়েছে মাশরাফি বিন মর্তুজার দল। অন্যদিকে র‌্যাঙ্কিংয়ে যাদের সঙ্গে প্রতিদ্বন্দিতা সেই পাকিস্তান দীর্ঘ ১২ বছর পর অস্ট্রেলিয়াকে হারিয়েছে তাদেরই মাটিতে। পাঁচ ওয়ানডের সিরিজ এখন ১-১এ সমতা। ফল কি হবে, সেটি সিরিজ শেষে জানা যাবে। তবে বৃহস্পতিবার তৃতীয় ওয়ানডে জিতলেই বাংলাদেশকে আটে নামিয়ে দিয়ে সাত নম্বরে উঠে যাবে পাকিস্তান। বাংলাদেশ ও পাকিস্তানের রেটিং পয়েন্ট এখন ৯১ ও ৯০। তৃতীয় ওয়ানডে জিতলে পাকিস্তানের পয়েন্ট হবে ৯২। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের সঙ্গে রেটিং ব্যবধান কমিয়ে এনেছে পাকিস্তান। সেটি ছিল ১২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে পাকিদের প্রথম জয়। অস্ট্রেলিয়া (১১৯) পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে (প্রথম) থাকায় পাকিস্তানের সুবিধা হলো, জিতলে পয়েন্ট বেশ বাড়ে, হারলে ততটা কমে না। তাই সিরিজের তৃতীয় ওয়ানডেতে তারা হেরে গেলেও যেমন রেটিং পয়েন্ট থাকবে ৯০-ই। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ৩-০তে হারার ফলে ৪ রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। উল্লেখ্য, এ বছর ৩০ সেপ্টেম্বর তারিখে র‌্যাঙ্কিংয়ের আটে থাকা দলগুলো সরাসরি ২০১৯ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। নিচের দলগুলোকে বাছাইয়ে অংশ নিতে হবে। দুই থেকে ছয়ে থাকা অপর দলগুলো হচ্ছেÑ দক্ষিণ আফ্রিকা (১১৬), ভারত (১১২), নিউজিল্যান্ড (১১১), ইংল্যান্ড (১০৭) ও শ্রীলঙ্কা (১০১)। বিবেচিত সময়ের মধ্যে বাংলাদেশ-শ্রীলঙ্কা ও পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজে অংশ নেবে। ৮৬ পয়েন্ট নিয়ে ক্যারিবীয়রা বর্তমানে নয় নম্বরে, দশে আফগানিস্তান (৫২)। করফাঁকির কথা স্বীকার সানচেজের স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগের দল আর্সেনালে ২০১৪ থেকে খেলছেন এ্যালেক্সিস সানচেজ। ২৮ বছর বয়সী এ চিলির ফরোয়ার্ডের বিরুদ্ধে স্প্যানিশ কর্তৃপক্ষ করফাঁকির মামলা করেছে ১ মিলিয়ন মার্কিন ডলারের। সেটা স্বীকার করেছেন সানচেজ। ফলে তিনি এখন জরিমানাসহ কারাদ-ে দ-িত হতে পারেন। তবে স্পেনের আইন অনুসারে ২ বছরের কম সাজা হলে সেটা কারাভ্যন্তরে কাটাতে হয় না।
×