ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্প্যানিশ লা লিগা, রাউলের রেকর্ডে ভাগ মেসির, ঘাম ঝরানো জয় এ্যাটলেটিকোর, বার্সিলোনা ৫-০ লাস পালমাস

মেসি-সুয়ারেজের নৈপুণ্যে বড় জয় বার্সিলোনার

প্রকাশিত: ০৬:০৭, ১৬ জানুয়ারি ২০১৭

মেসি-সুয়ারেজের নৈপুণ্যে  বড় জয় বার্সিলোনার

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন বছরে স্প্যানিশ লা লিগায় প্রথম জয়ের দেখা পেয়েছে বার্সিলোনা। শনিবার রাতে কাতালানরা ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে লাস পালমাসকে। ন্যুক্যাম্পে স্বাগতিকদের হয়ে জোড়া গোল করেন উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। একটি করে গোল করেন প্রাণভোমরা লিওনেল মেসি, আরডা টুরান ও এ্যালেক্স ভিদাল। এরআগে গত ৮ জানুয়ারি নতুন বছরে নিজেদের প্রথম ম্যাচে ভিয়ারিয়ালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। এই জয়েও পয়েন্ট তালিকার শীর্ষে উঠতে পারেনি বার্সিলোনা। গত রাতের ম্যাচে আগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে দুই ম্যাচ বেশি খেলেছে কাতালানরা। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ৩৮। অবস্থান দুইয়ে। ১৬ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই আছে রিয়াল। রিয়াল বেটিসকে কোনরকমে ১-০ গোলে হারানো এ্যাটলেটিকো মাদ্রিদ ৩৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান করছে। মেসির নতুন চুক্তি নিয়ে আবারও কথা হচ্ছে। বিষয়টি নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করায় বরখাস্ত হয়েছেন বার্সিলোনার এক পরিচালক। এমন অবস্থার মধ্যে ফের আলো ছড়িয়েছেন মেসি। এ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে কোপা ডেল রে’র ম্যাচে পুরো শক্তির দল নিয়ে মাঠে নেমেছিল বার্সা। এ কারণে পালমাসের বিরুদ্ধে বেশ কয়েজনকে বিশ্রাম দেন কাতালান কোচ লুইস এনরিকে। এদের মধ্যে ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার ও অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা। তবে ম্যাচটিতে মেসি-সুয়ারেজ জুটি দুর্দান্ত ফুটবল উপহার দেন। ঘরের মাঠে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি বার্সা। গোমেজের ক্রস পেয়ে আচমকা শটে ১৪ মিনিটে বার্সাকে প্রথম গোল উপহার দেন সুয়ারেজ। প্রথমার্ধে আর গোল পায়নি চ্যাম্পিয়নরা। বিরতির পর বার্সার আক্রমণে দিশেহারা হয়ে যায় অতিথিরা। প্রথমার্ধে অল্পের জন্য গোল না পাওয়া মেসি লক্ষ্যভেদ করেন ৫২ মিনিটে। চলতি মৌসুমে লা লিগায় এটি আর্জেন্টাইন অধিনায়াকের ১৪তম গোল। এরপর ৫৭ মিনিটে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করে মেসিকে ছুঁয়ে ফেলেন সুয়ারেজ। ১৪ গোল নিয়ে মেসির সঙ্গে যৌথভাবে চলতি মৌসুমে এখন পর্যন্ত লীগের সর্বোচ্চ গোলদাতা উরুগুয়ের স্ট্রাইকার। মেসি-সুয়ারেজ ছাড়া গোল পেয়েছেন টুরান ও ভিদাল। টুরান ৫৯ মিনিটে ও ভিদাল গোল করেন ৮০ মিনিটে। ম্যাচে একটি গোল করে রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ফরোয়ার্ড রাউল গঞ্জালেসের রেকর্ডে ভাগ বসিয়েছেন মেসি। লা লিগায় খেলা ৩৫টি ক্লাবের জালে গোলের রেকর্ড এতদিন রাউলের একার ছিল। বার্সিলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড এখন তার রেকর্ডে ভাগ বসালেন। লা লিগায় পালমাসের জালে পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসি এবারই প্রথম গোল পেয়েছেন। স্পেনের শীর্ষ লীগে খেলা তিনটি ক্লাবের বিরুদ্ধে মেসির এখনও কোন গোল নেই। ক্লাবগুলো হচ্ছেÑ কাডিস, মুরসিয়া ও জেরেস। অবশ্য এই তিনটি ক্লাব এখন আর সর্বোচ্চ লীগে নেই। এদিকে মেসিকে নিয়ে বিরূপ মন্তব্য করায় বার্সিলোনার এক পরিচালককে বরখাস্ত করা হয়েছে। কোপা ডেল রে ফুটবলের শেষ ষোলোর প্রথম লেগে হারলেও ফিরতি লেগের ম্যাচে গত বুধবার ঘরের মাঠে ৩-১ গোলে জয় পায় কাতালানরা। ম্যাচটিতে ফ্রিকিক থেকে একটি গোল করে দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে থেকে বার্সার শেষ আট নিশ্চিত করেন মেসি। এই জয়ের পর বার্সিলোনার অনুশীলন ও শিক্ষা বিষয়ক পরিচালক পেরে গ্রাটাকোস বলেছিলেন, একা মেসি বার্সিলোনাকে শেষ আটে তোলেননি। তিনি বলেন, আন্দ্রেস ইনিয়েস্তা অথবা নেইমার ছাড়া মেসি এমন ভাল করতে পারত না। তিনি আরও বলেন, এটা ঠিক যে, লিও দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কিন্তু সুয়ারেজ ও পিকেসহ পুরো দলই গুরুত্বপূর্ণ যারা আমাদের শেষ আটে তুলেছে। গ্রাটাকোস মেসিকে নিয়ে এমন সময় এসব মন্তব্য করেন, যখন আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে বার্সিলোনার নতুন চুক্তির কথা চলছে। বিতর্কিত সব মন্তব্য করায় পরিচালকের পদ হারালেও একেবারে বার্সিলোনা ছাড়তে হচ্ছে না গ্রাটাকোসকে। ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে, কাতালান ক্লাবটির যুব একাডেমির একটি দায়িত্ব আগের মতোই পালন করে যাবেন তিনি।
×