ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ করবে সাভার রিফ্র্যাক্টরিজ

প্রকাশিত: ০৪:১৯, ১৫ জানুয়ারি ২০১৭

ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ করবে সাভার রিফ্র্যাক্টরিজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাভার রিফ্র্যাক্টরিজ লিমিটেড তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের জন্য বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সাফি মোদ্দাসির খান। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে সুন্দরবন হোটেলে কোম্পানির ৩৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি এ কথা জানান। তিনি বলেন, গ্যাস সঙ্কটসহ অন্যান্য কাঁচামালের সঙ্কট থাকায় খরচ বেড়ে গেছে। ফলে বিগত কয়েক বছর ধরে কোম্পানিটি খারাপ অবস্থার মধ্য দিয়ে সময় পার করছে। সে কারণে আমরা এবার কাক্সিক্ষত লভ্যাংশ দিতে পারিনি। সাফি মোদ্দাসির খান বলেন, তবে ভবিষ্যতে আমাদের লক্ষ্য রয়েছে কোম্পানিটিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করব। সে লক্ষ্যে ব্যয় সংকোচন, উৎপাদন বৃদ্ধি ও বাজার সম্প্রসারণসহ বেশকিছু বাস্তভিত্তিক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কোম্পানিটি জুন, ১৬ হিসাব বছরের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি। প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন (জুলাই-সেপ্টেম্বর, ১৬) অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ৩১ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ২৭ পয়সা। সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানিটির চেয়ারপার্সন লুৎফুল তাহমিনা খান, পরিচালক তাসনিম খান, স্বতন্ত্র পরিচালক আবু তাহের, নিলুফা আক্তার, কোম্পানি সচিব সৈয়দ মোঃ জাকারিয়া প্রমুখ। এলপিজি সিলিন্ডার আমদানিতে কর অব্যাহতি পেল বেক্সিমকো অর্থনৈতিক রিপোর্টার ॥ লিকুইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার আমদানির ওপর বেক্সিমকো গ্রুপের ভ্যাট অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সনাতন সিলিন্ডারের চেয়ে অনেকাংশে টেকসই এবং পরিবেশ বান্ধব এলপিজি গ্যাস সিলিন্ডার আমদানির ভ্যাটে ছাড় চাইলে এনবিআরের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। গত ৮ জানুয়ারি রাজস্ব বোর্ড পণ্য আমদানিকারকদের ১৫ শতাংশ হারে ভ্যাট পরিশোধের এক সংবিধিবদ্ধ আদেশ দেন। তবে উল্লিখিত অব্যাহতি আদেশ শুধু ৫০০ লিটারের কম যৌগিক এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত প্রযোজ্য। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান কর্তৃক এসআরও চুক্তিসই করে এনবিআর। সূত্র জানায়, ১৫ শতাংশ ভ্যাটের মধ্যে ১০ শতাংশ শুল্ক, ৫ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) এবং অতিরিক্ত ৪ শতাংশ ভ্যাট, আমদানিকৃত এলপিজি সিলিন্ডারে এবং ইন্ডাস্ট্রিতে ব্যাপক হারে ব্যবহৃত লোহা ও স্টিলের কনটেইনারে ভ্যাট প্রদানে এনবিআর কোন ধরনের ছাড় দিবে না। বিভিন্ন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, গত বছরের নবেম্বরে বেক্সিমকো নরওয়ের কোম্পানি হেক্সাজন র‌্যাগাসকোন সঙ্গে গ্যাস সিলিন্ডার আমদানির ব্যাপারে একটি চুক্তি সই করে। ৪ বছর মেয়াদী এ চুক্তি স্বাক্ষরে উভয় কোম্পানির বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে ১ দশমিক ৪ মিলিয়ন সিলিন্ডার।
×