ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বচালিত গাড়িতে গুগলের ‘উন্নততর’ প্রযুক্তি

প্রকাশিত: ০৬:০৩, ১৪ জানুয়ারি ২০১৭

স্বচালিত গাড়িতে গুগলের ‘উন্নততর’ প্রযুক্তি

স্বচালিত গাড়িকে আরেক ধাপ এগিয়ে নিতে নতুন প্রযুক্তি উন্মোচন করেছে মার্কিন সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। এই বছরের প্রথম মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ক্রাইসলার-এর প্যাসিফিকা মডেলের একটি মিনিভ্যানে এই প্রযুক্তি প্রদর্শন করেছে গুগলের স্বচালিত গাড়ির প্রতিষ্ঠান ওয়েইমো। আসছে ডেট্রয়েট অটো শোতে গাড়িটি দেখাবে ওয়েইমো। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয়েছে এই প্রযুক্তি আরও বেশি নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী মূল্যের, জানিয়েছে রয়টার্স। গাড়িতে গুগলের স্বচালিত প্রযুক্তি ব্যবহার করতে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারিত্বের চেষ্টা করছে ওয়েইমো। এর আগে বলা হয়েছিল জাপানী অটেমেকার হোন্ডা মোটর কর্পোরেশনের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে ওয়েইমো। আপাতত ওই চুক্তি বাদ রাখা হয়েছে বলে জানানো হয়। গাড়িতে গুগলের নতুন এই প্রযুক্তির ঘোষণা দেন ওয়েইমো প্রধান জন ক্রাফসিক। তিনি জানান, স্বচালিত গাড়ির জন্য ওয়েইমো’র নতুন হার্ডওয়্যার এবং সফটওয়্যার সিস্টেম যার মধ্যে উন্নত দৃষ্টি, উন্নত রেডার এবং লেজারভিত্তিক ‘লিডার’ রয়েছে সবই নিজেদের তৈরি। তিনি আরও জানান, তারা প্রতিটি লিডার-এর মূল্য ৯০ শতাংশ কমিয়ে ৭৫০০ মার্কিন ডলারে নিয়ে এসেছে। এদিকে ভেলোডাইন লিডার এবং কোয়ানার্জি সিস্টেমসের মতো ভিন্ন প্রতিষ্ঠানটিগুলো একই ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করছে। এই প্রতিষ্ঠানগুলো দাবি করছে তাদের তৈরি প্রতিটি ছোট লিডার সিস্টেমের মূল্য হবে ২০০ ডলার বা তারও কম। এর আগে গুগলের বর্তমান স্বচালিত গাড়ির প্রযুক্তি পরীক্ষা করা হচ্ছিল আরেক জাপানী গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার লেক্সাস গাড়িতে। আট বছরের কম সময়ে ‘ফায়ারফ্লাই’ নামের এই প্রটোটাইপ গাড়িগুলো ২৫ লাখ মাইল পথ পাড়ি দিয়েছে বলে জানানো হয়েছে। ক্রাফসিক জানিয়েছেন চলতি মাসেই ক্যালিফোর্নিয়া এবং অ্যারিজনা’র রাস্তায় প্যাসিফিকা গাড়িগুলো পরীক্ষার পরিকল্পনা রয়েছে।
×