ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নতুন ধারাবাহিক নাটক ‘রাজু-৪২০’

প্রকাশিত: ০৪:০০, ১৪ জানুয়ারি ২০১৭

নতুন ধারাবাহিক নাটক ‘রাজু-৪২০’

সংস্কৃতি ডেস্ক ॥ এটিএন বাংলায় আজ থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘রাজু ৪২০’। জাকির হোসেন উজ্জ্বলের রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন জাহিদ হাসান। ধারাবাহিকটিতে অভিনয় করেছেন অর্ষা, তারেক স্বপন, রাশেদ মামুন অপু, আলী রাজ, শবনম পারভীন, লুৎফর রহমান জর্জ, আনিসুর রহমান, শামীম হোসেন, মমিন বাবু এবং জাহিদ হাসান। এ ছাড়াও প্রতিটা অভিযানে যুক্ত হবেন ভিন্ন ভিন্ন শিল্পী। নাটকটি আজ থেকে সপ্তাহে প্রতি শনি থেকে সোমবার রাত ১০-৫৫ মিনিটে প্রচার হবে। ‘রাজু ৪২০’ নাটকে দেখা যাবে রাজু একজন দুর্ধর্ষ প্রতারক। বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে ঠকিয়ে তাদের কাছ থেকে টাকা আত্মসাত করাই ওর লক্ষ্য। রাজু নামের পাশাপাশি সাইদুল ইসলাম, আরেফিন আহমেদ, ইশতিয়াক আহমেদ, আবুল কাশেম ইত্যাদি নাম বিভিন্ন সময়ে ব্যবহার করে সে। এমনকি এসব নামের ভিজিটিং কার্ড এবং আইডি কার্ডও সে সংগ্রহ করে রেখেছে। নিজের কাজের সুবিধার জন্য সে কখনও পুলিশ, কখনও উকিল, কখনও ডাক্তার, কখনও ভিক্ষুক, কখনও রিক্সাওয়ালা, কখনও সচিব, কখনও মন্ত্রীর পিএস আবার কখনও ম্যাজিস্ট্রেটের রূপ ধরে। সব ধরনের পোশাক আষাকই আছে তার স্টকে। পোশাকের সঙ্গে সামঞ্জস্য বিভিন্ন গেটআপ নেয়ায়ও পারদর্শী সে। জানে বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষা। সময় এবং সুযোগ বুঝে যা ব্যবহার করে। কখনও অতি বোকা কখনও অতি চালাক এবং কখনও সিজনাল পাগল সাজে। কখনও গোঁফওয়ালা, কখনও গোঁফ ছাড়া, চুল-দাড়ি পরিবর্তনসহ বিভিন্ন গেটাফে দেখা যায় তাকে। এমনকি কানা খোঁড়া বা প্রতিবন্ধীও সাজতে হয় প্রয়োজনমতো। প্রচ- বুদ্ধিমান একজন প্রতারক হওয়ায় আজ পর্যন্ত বড় ধরনের কোন বিপদে পড়তে হয়নি। দু-একবার পুলিশের হাতে ধরা পড়লেও বুদ্ধির কারণে কৌশলে ঠিকই পার পেয়ে যায়। রাজুর প্রতারণার একটা ধরন বা বিশেষত্ব আছে। আর তা হলো সে কখনও কোন সৎ লোকের সঙ্গে প্রতারণা করে না। সহকারীদের সহযোগিতায় খুঁজে খুঁজে সমাজের অসৎ এবং অন্যায়ভাবে প্রতিষ্ঠিত লোকদের তথ্য যোগার করে তাদের অবৈধ টাকা হাতিয়ে নেয়াই ওর লক্ষ্য।
×