ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নওগাঁয় ২ মাস ধরে ওএমএসের আটা বিক্রি বন্ধ

প্রকাশিত: ০৩:৪৩, ১৩ জানুয়ারি ২০১৭

নওগাঁয় ২ মাস ধরে ওএমএসের আটা বিক্রি বন্ধ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁ শহরে গত দুই মাস ধরে খোলা বাজারে (ওএমএস) আটা বিক্রি বন্ধ রয়েছে। এলাকার দরিদ্রদের সুবিধার্থে সরকারী খাদ্য বিভাগ থেকে পৌর শহরের ১২ জন ডিলারের প্রত্যেককে প্রতিদিন সাড়ে ৭শ’ কেজি করে আটা ১৭ টাকা কেজি দরে জনপ্রতি তিন কেজি করে বিক্রির জন্য সরবরাহ করা হয়। এতে শহরের নিম্ন আয়ের মানুষ এসব আটা কিনে রুটি তৈরি করে খেয়ে জীবিকা নির্বাহ করত। কিন্তু হঠাৎ করেই ডিসেম্বরের শুরু থেকে খোলা বাজারের আটা বিক্রি বন্ধ করে দেয়ায় প্রতিদিন অন্তত তিন হাজার মানুষ ন্যায্যমূল্যে আটা না পেয়ে বাজার থেকে বেশি দামে আটা বা চাল কিনতে গিয়ে বিপাকে পড়ছে। শুধু ভোক্তারাই নয়, খাদ্য বিভাগ নিয়োজিত ডিলাররাও পড়েছেন বেকায়দায়। প্রতিদিন ওএমএসের আটা নিতে এসে ভোক্তারা নানা প্রশ্নবাণে জর্জরিত করছে ডিলারদের। দরিদ্র এসব ভোক্তার দাবি, অবিলম্বে এখানে আগের মতোই ওএমএসের আটা ন্যায্যমূল্যে সরবরাহ করা হোক। এ ব্যাপারে নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুস সালাম জানান, ইতোমধ্যেই বিভাগীয় শহরগুলোতে ওএমএসের আটা বিক্রি শুরু হয়েছে। হেইমটেক্সটাইল ফ্রাঙ্কফুর্ট আজ শেষ হচ্ছে অর্থনৈতিক রিপোর্টার ॥ গৃহস্থালি এবং তৈরি পোশাকের জন্য সবচেয়ে বড় আন্তর্জাতিক বাণিজ্যমেলা গত মঙ্গবার থেকে শুরু হয়েছে ফ্রাঙ্কফুর্টে। তিন দিনের এই মেলায় বাংলাদেশের রফতানি উন্নয়ন সংস্থা বা ইপিবি হেইমটেক্সটাইল ফ্রাঙ্কফুর্টে অংশগ্রহণ করছে। বিটিটিএলএমইএ’র সভাপতি হোসেইন মেহমুদ এবং পরিচালক মিয়াঁ উদ্দিন আহমেদ যথাক্রমে শামসুদ্দীন টাওয়েলস লিমিটেড এবং হোসেইন ডাইংয়ের পক্ষ হেইমটেক্সটাইলে অংশগ্রহণ করছেন। বিপুল সংখ্যক দর্শকের মধ্যে আগ্রহ তৈরি করে আজ শুক্রবার এই মেলা শেষ হচ্ছে। হেইমটেক্সটাইল, ফ্রাঙ্কফুর্ট বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক বাণিজ্যমেলা গৃহস্থালি, টাওয়েল, এবং তৈরি পোশাকের জন্য এবং বিশ্বব্যাপী মর্যাদাপ্রাপ্ত তার মানসম্পন্ন নক্শা, উদ্ভাবনী কার্যক্ষমতার জন্য। এই বছর নতুন ক্রেতা এবং দর্শনার্থীদের আরও আগ্রহী করে তুলতে বাংলাদেশের প্যাভিলিয়ন নতুন ভাবে সাজানো হয়েছে। গৃহস্থালি পণ্য তৈরিতে বাংলাদেশ বিশ্বের বাজারে পরিচিত হচ্ছে একটি নতুন এবং গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে। দশ নম্বর হলের সবচেয়ে বড় স্টলটিও একটি বাংলাদেশী প্রতিষ্ঠানের। এটি এসিএস টেক্সটাইলের, যা ৪০০ বর্গমিটার বড়। এছাড়াও যাবের এ্যান্ড যুবায়েরের (নোমান গ্রুপ) বিভিন্ন হলে অনেক স্টল আছে। ৬৯টিরও বেশি দেশ থেকে ২৮৮৬ জনেরও বেশি প্রদর্শক এবারে হেইমটেক্সটাইল ফ্রাঙ্কফুর্টে অংশগ্রহণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে অংশগ্রহণকারী বেড়েছে বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে ২৩ প্রদর্শক অংশ নিয়েছেন। যার মধ্যে ১০ প্রদর্শক অংশ নিচ্ছেন ইপিবির পক্ষ থেকে, আর বাকি ১৩ প্রদর্শক সরাসরি যোগ দিয়েছেন। ব্রোকারেজ ফি কমাতে যাচ্ছে সেবি অর্থনৈতিক রিপোর্টার ॥ ভারতের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি) ব্রোকারেজ ফি কমাতে যাচ্ছে। ব্রোকারেজ হাউজ ও অন্যান্য মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের ওপর আরোপিত ফি সমন্বয়ের অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে। ব্রোকার ফি কমানোর পর সংস্থাটি অন্যান্য ফি থেকে কিভাবে সার্বিক আয় বাড়ানো যায় সেদিকে নজর দেবে।
×