ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিডনি ইন্টারন্যাশনাল, কুজনেতসোভা, সিবুলকোভার বিদায়, দারুণ জয় বাউচার্ড, ওজনিয়াকির

কারবারকে হারিয়ে চমক কাসাতকিনার

প্রকাশিত: ০৬:১৭, ১১ জানুয়ারি ২০১৭

কারবারকে হারিয়ে চমক কাসাতকিনার

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছরেই বিশ্বের এক নম্বর টেনিস তারকা হয়েছিলেন। দুটি গ্র্যান্ডসøাম জিতেছিলেন বলেই ক্যারিয়ারের এই সেরা অর্জন হয়েছিল জার্মানির তরুণী টেনিস তারকা এ্যাঞ্জেলিক কারবারের। কিন্তু নতুন বছরের শুরুটা তেমন ভাল হলো না এ বিশ্বসেরার। বছরের প্রথম গ্র্যান্ডসøাম আসর অস্ট্রেলিয়ান ওপেনের মাত্র ১১ দিন বাকি। এর আগে সিডনি ইন্টারন্যাশনালে নেমেছিলেন দীর্ঘ বিরতি কাটিয়ে নিজেকে উজ্জীবিত করতে। কিন্তু উল্টো হতাশা সঙ্গী হলো ২৮ বছর বয়সী এ জার্মান তারকার। দ্বিতীয় পর্বেই হেরে বিদায় নিয়েছেন তিনি। ১৯ বছর বয়সী রাশিয়ান তরুণী দারিয়া কাসাতকিনা তাকে ৭-৬ (৭-৫), ৬-২ সেটে হারিয়ে বছরের সেরা চমক দিয়েছেন। এদিনেই তিন নম্বর বাছাই সেøাভাকিয়ার ডোমিনিকা সিবুলকোভা, বর্তমান চ্যাম্পিয়ন পঞ্চম বাছাই রাশিয়ার সভেতলানা কুজনেতসোভা ও নবম বাছাই ইতালির রবার্টা ভিঞ্চিও বিদায় নিয়েছেন দ্বিতীয় পর্ব থেকে। ব্রিসবেনে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেও সিডনিতে নিজেকে ফিরে পেয়েছেন কানাডিয়ান সুন্দরী ইউজেনি বাউচার্ড। তিনি উঠে গেছেন তৃতীয় পর্বে। গত বছরে দুই গ্র্যান্ডসøামসহ বেশ কয়েকটি বড় টুর্নামেন্টে শিরোপা সাফল্যকেই নতুন বছরে বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করছিলেন কারবার। তিনি দাবি করেছিলেন এক নম্বর হওয়ার কারণেই এখন বাড়তি চাপ থাকবে। এ কারণে ভালভাবে শুরু করতে চেয়েছিলেন। ব্রিসবেন ইন্টারন্যাশনাল দিয়ে বছরটা শুরু করেছিলেন। সেখানে ভালভাবেই এগিয়ে গেছেন কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। কিন্তু সেখান থেকে বিদায় নিতে হয়েছে ইউক্রেনের এলিনা ভিতোলিনার কাছে হেরে। অবশ্য ব্রিসবেনের দুঃখ ভুলে সিডনিতে প্রথম রাউন্ডে দারুণভাবে শুরু করেন। কিন্তু দ্বিতীয় পর্বে এসেই হোঁচট খেতে হলো তাকে। প্রতিপক্ষÑ সাম্প্রতিক সময়ে ক্রমেই নিজেকে উজ্জ্বল করে মেলে ধরা উদীয়মান রাশিয়ান টেনিস সুন্দরী কাসাতকিনা। ২৬ নম্বর র‌্যাঙ্কিংধারী এ রাশিয়ান কিশোরী দারুণ আত্মবিশ্বাস নিয়ে শুরু করেছিলেন। প্রথম সেট টাইব্রেকে গড়ানোর পর সেটা জিতে গিয়ে আরও বিশ্বাসটা বেড়ে যায় তার। দ্বিতীয় সেটে কারবারকে যেভাবে হারিয়েছেন মনেই হয়নি জার্মান এ তারকা বিশ্বের এক নম্বর। সাধারণত ফোরহ্যান্ড শটে দুরন্ত কারবার এদিন ব্যর্থ হয়েছেন বারবার। তাকে সঠিক ছন্দে দেখা যায়নি। পরাজয়ের পর এ জার্মান তারকা বলেন, ‘আমি অনেক বেশি ভুল করেছি এবং আমি আসলে বলগুলোকে সেভাবে বুঝতেই পারছিলাম না। কারণ এখানে বলগুলো যখন বাতাসে ভাসছিল সেটার গতিপ্রকৃতি ভিন্নরকমের ছিল ব্রিসবেনের চেয়ে। আমি যতটা সম্ভব দ্রুত এই ম্যাচটাকে ভুলে যেতে চাই। কয়েকদিনের জন্য মেলবোর্নে যাব। সেখানেই গত বছরে যে সাফল্য পেয়েছিলাম সেটা মনে করে কিছু ইতিবাচক মনঃশক্তি অর্জনের প্রচেষ্টা চালাব।’ দারুণ এ জয়ের পরও কাসাতকিনা খুব বেশি উৎফুল্ল মনোভাব দেখাননি। তিনি বলেন, ‘বিশ্বের এক নম্বরকে আমি হারিয়েছি যেটা প্রতিদিন ঘটে না। আমার মনে হয় বাড়তি কিছু আত্মবিশ্বাস পাব এ জয়ের কারণে।’ কাসাতকিনা তৃতীয় রাউন্ডে মুখোমুখি হবেন বিশ্বের ১০ নম্বর ব্রিটিশ তারকা জোহানা কন্টার। তিনি দারিয়া গাব্রিলোভাকে ৬-১, ৬-৩ সেটে উড়িয়ে দিয়েছেন। সিডনিতে মঙ্গলবারটা যেন ছিল অঘটনের দিন। ৩৬ ডিগ্রী সেলসিয়াসের তীব্র তাপমাত্রায় বর্তমান চ্যাম্পিয়ন কুজনেতসোভাও বিদায় নিয়েছেন। তিনিও রাশিয়ান তরুণী আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভার কাছে ৭-৫, ৬-৩ সেটে হেরে যান। বিশ্বের ৬ নম্বর ও আসরের তিন নম্বর বাছাই সেøাভাক তারকা সিবুলকোভাও বিদায় নিয়েছেন। দারুণ এক জয় তুলে নিয়েছেন কানাডার সুন্দরী ইউজেনি বাউচার্ড। তিনি ৬-৪, ৬-৩ সেটে জয় তুলে নেন সিবুলকোভার বিরুদ্ধে। ৭ নম্বর বাছাই ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি ৬-০, ৭-৫ সেটে কাজাখস্তানের জুলিয়া পুটিন্টসেভাকে, চেক প্রজাতন্ত্রের বারবোরা স্ট্রাইকোভা ৬-২, ৬-৩ সেটে ভিঞ্চিকে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন।
×