ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইসলামী ব্যাংকের নতুন এমডি আবদুল হামিদ মিঞা

প্রকাশিত: ০৬:২৫, ১০ জানুয়ারি ২০১৭

ইসলামী ব্যাংকের নতুন এমডি আবদুল হামিদ মিঞা

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ আবদুল হামিদ মিঞা। গত ৫ জানুয়ারি ২০১৭, বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ব্যাংকের বোর্ড অব ডিরেক্টর্সের সভায় মনোনয়নের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক তার এ নিয়োগ অনুমোদন করে। মোঃ আবদুল হামিদ মিঞা এর আগে ইউনিয়ন ব্যাংক, রূপালী ব্যাংক ও শিল্প ব্যাংকের (বর্তমানে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক) ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটে গবেষণা কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ টি বোর্ড, বাংলাদেশ কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক ও অগ্রণী ব্যাংকে বিভিন্ন পদমর্যাদায় দায়িত্ব পালন করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স এবং যুক্তরাজ্যের ব্রাডফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন অর্থনীতিতে এমএসসি ডিগ্রী অর্জন করেন। -বিজ্ঞপ্তি মার্চে ঢাকায় অনুষ্ঠিত হবে নেপাল এক্সপো ঢাকাস্থ নেপালী দূতাবাসের উদ্যোগে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আগামী ২ থেকে ৪ মার্চ অনুষ্ঠিত হবে নেপাল এক্সপো-২০১৭। গত ৮ জানুয়ারি নেপাল দূতাবাসে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এতদসংক্রান্ত একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন নেপাল দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি দিল্লী প্রসাদ আচার্য এবং টিমসের ব্যস্থাপনা পরিচালক কাজী ওয়াহিদুল আলম। তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে নেপালের বিভিন্ন ট্যুর অপারেটর ও ট্যুরিজম সেবাদানকারী প্রতিষ্ঠান, পশমিনা, জুয়েলারি, হারবাল ওষুধ ও তেল, পেপার পণ্য, পশমি কার্পেট, হস্তশিল্প, পাথর ও ধাতব পণ্য, মসলা প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। একই সঙ্গে নেপালে ফ্লাইট পরিচালনাকারী বিমানসংস্থা, ট্যুর অপারেটরসহ বিভিন্ন বাংলাদেশী ব্যবসা প্রতিষ্ঠানও প্রদর্শনীতে অংশ নেবে। বিজ্ঞপ্তি
×