ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ফেসবুক ব্যবহারে চার্জ লাগার গুজব!

প্রকাশিত: ২০:৩২, ৯ জানুয়ারি ২০১৭

ফেসবুক ব্যবহারে চার্জ লাগার গুজব!

অনলাইন ডেস্ক ॥ সম্প্রতি অনেকেই একটি গুজবের শিকার হয়েছেন যে, এবার ফেসবুকে ব্যবহারে চার্জ দিতে হবে! আপনার ফেসবুকে হয়ত কোনো মেসেজ ঢুকেছে। পাঠিয়েছে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা কোনো একজন। সেখানে লেখা আছে, এবার থেকে ফেসবুকে চার্জ লাগবে। আপনি যদি এই মেসেজটি আপনার পরিচিত দশজনকে পাঠান, তাহলে প্রমাণিত হবে আপনি আসল গ্রাহক। সেক্ষেত্রে আপনাকে আর কোনো চার্জ লাগবে না। আপনি এই মেসেজ পাওয়ার পরে নিশ্চয়ই পরিচিত দশজনকে পাঠিয়ে দিয়েছেন। আপনার পরিচিতরা তাদের পরিচিত দশজনকে পাঠিয়ে দিয়েছেন। ইদানিং হয়তো অনেকেই এই প্রচারে বিভ্রান্ত হয়েছেন। ফেসবুকের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, এমন প্রচারে বিভ্রান্ত হবেন না। ফেসবুক ব্যবহার করতে কোনো টাকা লাগে না। কোনো চার্জও বসছে না। এই জাতীয় বিভ্রান্তিকর মেসেজ ডিলিট করে দিন।
×