ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বাদ পড়লেন এ্যারন ফিঞ্চ

প্রকাশিত: ০৬:২৫, ৮ জানুয়ারি ২০১৭

বাদ পড়লেন এ্যারন ফিঞ্চ

স্পোর্টস রিপোর্টার ॥ এ্যারন ফিঞ্চ। আধুনিক অস্ট্রেলিয়ার প্রতিভাবান ব্যাটসম্যানদের অন্যতম। দু’বছর আগেও তার মাঝে অনেকে এ্যাডাম গিলক্রিস্টের ছায়া দেখতেন। ফর্মহীনতার কারণে ঘরের মাটিতে পাকিস্তান সিরিজের ওয়ানডে দল থেকে সেই ফিঞ্চই বাদ পড়লেন। একই কারণে জায়গা হারিয়েছেন ভাগ্য বিড়ম্বিত জর্জ বেইলি, টি২০তে অভিষেকেই নেতৃত্ব পেয়ে যিনি আলোড়ন তুলেছিলেন। দুর্দান্ত পারফর্মেন্সের পরও বার বার উপেক্ষিত হয়েছেন। ফিঞ্চের মতো এবার অবশ্য অফ-ফর্মের জন্যই ছিটকে গেছেন ৩৪ বছর বয়সী এই তাসমানিয়ান। ডিসেম্বরে নিউজিল্যান্ড সিরিজে ব্যাট হাতে দু’জনই ছিলেন পুরোপুরি ব্যর্থ। ১৪ সদস্যের প্রাথমিক দলে নতুন মুখ দুটি- ফাস্ট বোলার বিলি স্ট্যানলেক ও ব্যাটসম্যান ক্রিস লিন। ঘরোয়া ক্রিকেটে আলো ছড়িয়ে নজর কেড়েছেন তারা। ২০১১ সালে টি২০ এবং ২০১৩’র জানুয়ারিতে ওয়ানডে অভিষেকের পর রঙিন পোশাকে ৩০ বছর বয়সী ফিঞ্চ প্রায় নিয়মিত সদস্যই ছিলেন। কিন্তু শেষ ১০ ওয়ানডেতে একটিমাত্র হাফ সেঞ্চুরিতে করেছেন ২১৫ রান। গত মাসে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের সঙ্গে রিচার্ড হ্যাডলি ট্রফির তিন ম্যাচে আউট হয়েছেন ০, ১৯ ও ৩ রান করে। পরিবর্তে টেস্টে দুর্দান্ত ফর্মে থাকা উসমান খাজা ওয়ানডের জন্য বিবেচিত হয়েছেন। গত বছর সেপ্টেম্বরে বেনোতিতে আয়ারল্যান্ডের সঙ্গে শেষ রঙিন পোশাকে খেলেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিপক্ষে দুটি সিরিজেই ব্যাট হাতে ধারবাহিক ৩০ বছর বয়সী ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লীগেও ছিলেন দারুণ উজ্জ্বল। অন্যদিকে বয়স ৩৫ ছুঁই ছুঁই বেইলি শেষ ১০ ইনিংসে করেছেন ২৮৮ রান। তার স্থলে জায়গা পাওয়া লিন বিগব্যাশের এ মৌসুমে ৫ ম্যাচে ১৫৪.৫০ গড়ে করেছেন ৩০৯ রান। সামনে নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ, এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি, এসব বিবেচনা করেই ক্রিকেট অস্ট্রেলিার (সিএ) নির্বাচকরা নতুনদের পরখ করে নিতে চাইছেন। বিগব্যাশে ৪ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন ২২ বছর বয়সী তরুণ পেসার স্ট্যানলেক। অস্ট্রেলিয়া ওয়ানডে দল ॥ স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, প্যাট কুমিন্স, জেমস ফকনার, জস হ্যাজলউড, ট্রেভিস হেড, উসমান খাজা, ক্রিস লিন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, বিলি স্ট্যানলেক, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড ও এ্যাডাম জাম্পা।
×