ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চরম অদূরদর্শিতার পরিচয় দিল বাফুফে!

প্রকাশিত: ০৬:২২, ৮ জানুয়ারি ২০১৭

চরম অদূরদর্শিতার পরিচয় দিল বাফুফে!

স্পোর্টস রিপোর্টার ॥ জবাই করা মুরগি দ্বিতীয়বার জবাই করার কোন মানে হয় না। দেশীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কি না এতবড় অদূরদর্শিতার পরিচয় দেবে বা চরম হাস্যকর কর্মকা- করবে, তা ভাবাই যায় না। বলা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কথা। যে কাজটি করার কোন দরকারই ছিল না, সেই কাজটিই তারা করল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, শনিবার বেলা সাড়ে ৩টা থেকে পৌনে ৪টা পর্যন্ত। কি ধরনের অর্দূরদর্শিতা সেটা সংক্ষেপে বলা যাক। জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল শেষ হবার কথা ছিল গত ৩১ ডিসেম্বর। কিন্তু চ্যাম্পিয়ন দলসহ প্রথম দশটি দলের স্থান নির্ধারিত হলেও কোন্ দলটি অবনমিত হবে, সেটা বাকি ছিল। বাইলজ অনুযায়ী ১৮ পয়েন্টের অধিকারী পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচের দুই দল উত্তর বারিধারা ও ফেনী সকার ক্লাবের রেলিগেশন এড়ানোর জন্য প্রথম প্লে-অফ ম্যাচটি খেলার কথা ছিল গত ৪ জানুয়ারি। কিন্তু দুই দলের কেউই প্লে-অফ খেলতে মাঠে হাজির হয়নি। যা কি না বাংলাদেশের ফুটবলের ইতিহাসের এক বিরল ঘটনা। ৪ জানুয়ারি প্রথম প্লে-অফ ম্যাচ না খেলাতে নিয়ম অনুযায়ী দুই দলেরই অবনমিত হয়ে যাবার কথা। নিয়ম মোতাবেক বারিধারা-সকারকে অবনমিত হবার পাশাপাশি ওই দিনের ম্যাচ আয়োজনেরও ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া বাফুফের ডিসিপ্লিনারি কমিটি চাইলে শাস্তির পরিমাণ আরও বাড়াতেও পারে। যেখানে প্রথম ম্যাচেই গরহাজির থেকে অবনমিত হয়েছে সকার-বারিধারা, ফলে দ্বিতীয় (এ্যাওয়ে) ম্যাচ আয়োজনের কোন মানে নেই, সেখানে শনিবার কি না বাফুফে হাস্যকরভাবে এই দুই দলের দ্বিতীয় প্লে-অফ খেলা আয়োজনের সব বন্দোবস্ত করে। যা কিনা একদিকে সচেতন ফুটবলপ্রেমীদের অবাক করেছে, অন্যদিকে ব্যাপক হাস্যরসেরও সৃষ্টি করেছে। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কেবলই আনুষ্ঠানিকতা সারাটাই যেন মূল উদ্দেশ্য ছিল বাফুফের। নিয়ম অনুযায়ী ম্যাচের নির্ধারিত সময় বিকাল সাড়ে তিনটাতেই মাঠে উপস্থিত ছিলেন রেফারিরা। তারা ১৫ মিনিট দুই দলের জন্য অপেক্ষাও করেন। কিন্তু নির্ধারিত সময় শুরু হলেও এদিন দেখা যায় স্কোরবোর্ডে লেখা রয়েছে ‘বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ’ বারিধারা বনাম ফেনী সকার ক্লাব। স্কোর ০-০। নির্ধারিত সময় শেষ হবার ৪ মিনিট আগে চ্যাম্পিয়নশিপ লেখা ব্যানার সরিয়ে ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগে’র ব্যানার উন্মোচিত করা হয়। এ নিয়ে বাফুফে কর্মচারীদের দায়িত্বে অবহেলার বিষয়টিও দারুণ হাসির খোরাক জুগিয়েছে। শনিবার লীগ কমিটির সঙ্গে সংশ্লিষ্ট কোন কর্মকর্তাই উপস্থিত ছিলেন না। ইতোমধ্যেই ফুটবলপাড়ায় গুজব ছড়িয়ে পড়েছেÑ বারিধারা ক্লাবের কাউন্সিলর বাফুফের মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এবং ফেনী সকার ক্লাবের সভাপতি বাফুফের ভাইস প্রেসিডেন্ট তাবিথ আউয়াল হওয়ায় দুই দলকে যথাযোগ্য শাস্তি বাফুফে আদৌ দেবে কি না, এ নিয়ে যথেষ্ট সংশয় আছে। সবচেয়ে বড় ব্যাপার, রেলিগেশনের যে প্লে-অফ ম্যাচ নিয়ে বাফুফের বাইলজ আছে, তাতে সেখানে পরিষ্কার লেখা আছে, ‘রেলিগেশনের স্থান নির্ধারণ করার ক্ষেত্রে নিচের দুটি দলের পয়েন্ট সমান হয়ে গেলে তাদের মধ্যে হোম এ্যান্ড এ্যাওয়ে ভিত্তিতে দুটি প্লে-অফ ম্যাচ হবে।’ এখানে প্রশ্ন হলো দুটি দল কেন? পয়েন্ট সমান তো হতে পারতো নিচের তিনটি বা আরও বেশি দলের। সেক্ষেত্রে বাফুফে তখন কি করতো? তাহলে কি সর্ষের মধ্যেই লুকিয়ে আছে ভূত? উল্লেখ্য, এরকম অদূরদর্শিতা বা বির্তকিত কাজ বাফুফে এর আগেও করেছে। যেমন : প্রিমিয়ার লীগের ২০১৫-১৬ মৌসুমে রেফারির সিদ্ধান্ত মেনে নিতে না পেরে খেলতে অস্বীকৃতি জানায় ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। নিয়ম অনুযায়ী অবনমন হলেও ফরাশগঞ্জ এবার চ্যাম্পিয়নশিপ লীগে খেলেনি। ২০১৬-১৭ মৌসুমে না খেললেও বাফুফের সিদ্ধান্ত অনুযায়ী দলটি আগামী মৌসুমে ফিরছে। এছাড়া এর আগে বাংলাদেশ বয়েজ ক্লাবও প্রথম বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে নেমে গিয়েছিল। কিন্তু দলটির আবেদনের প্রেক্ষিতে বাফুফে তাদের প্রথম বিভাগে খেলার সুযোগ করে দেয়, যা যথেষ্ট সমালোচিত হয়েছিল।
×