ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কবিতা

প্রকাশিত: ০৬:৩৭, ৭ জানুয়ারি ২০১৭

কবিতা

কনকনিয়ে শীত শাহজাহান মোহাম্মদ হিমেল হাওয়ার পরশ নিয়ে কনকনিয়ে শীত নিশি রাতে শিশির ফোটার টাপুস টুপুস গীত। ঘন কুয়াশার ভিড়ের মাঝে হারিয়ে গেছে রবি গোমড়া মুখে আকাশটাতো আঁকছে না আর ছবি। শীতের বাঁশি নাসির উদ্দিন সরদার পাতায় পাতায় শীতের বাঁশি হিমেল হাওয়ার সুর শীতের বুড়ি আনলো মুড়ি আর খেজুরের গুড়। সরষে ক্ষেতে মাদুর পেতে শিশির করে খেলা মন ছুটে যায় তিসির ক্ষেতে মিষ্টি সকাল বেলা। হলুদ গাঁদার দুলদুলনী কাঁচা রোদের হাসি কাস্তে কোদাল লাঙ্গল নিয়ে ছুটছে মাঠে চাষি। হরেক রকম ফুলের মাঝে প্রজাপতির ডুব রসের পিঠায় জমজমাট এই শীত সকালের রূপ। ঝিকমিক জাহাঙ্গীর আলম জাহান হিম হিম কুয়াশায় চারিধার মোড়ানো কাকরাইল-মতিঝিল খিলগাঁও-গোড়ানও। বারিধারা-গুলশান বনানীর গণ্ডি পার হয়ে এলো শীত সোজা ধানমণ্ডি। হাইরাইজ ইমারত জড়োসড়ো ঠাণ্ডায় ধীরে ধীরে সূর্যটা উঁকি দেয় মাণ্ডায়। সূর্যের আলো পেয়ে ঢাকা যেন খুলছে ঝিকমিক শিশিরের গায়ে রোদ দুলছে।
×