ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তুর্কি বিমান হামলায় ৩৮ আইএস জঙ্গী নিহত

প্রকাশিত: ০৬:০৮, ৭ জানুয়ারি ২০১৭

তুর্কি বিমান হামলায় ৩৮ আইএস জঙ্গী নিহত

সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) অবস্থানে গোলাবর্ষণ ও বিমান হামলা চালিয়ে ৩৮ জঙ্গীকে হত্যার দাবি করেছে তুরস্ক। বৃহস্পতিবার এক বিবৃতিতে তুরস্কের সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর সিরিয়ায় তৎপর বিদ্রোহীদের সমর্থনে একদিনে এসব হামলা চালানো হয়েছে। খবর ইয়াহু নিউজের। তুরস্কের সেনাবাহিনী জানিয়েছে, আইএসের ২৮ অবস্থানে তুর্কি বিমান হামলায় জঙ্গীদের আশ্রয়স্থল, কমান্ড সেন্টার, অস্ত্রশস্ত্র ও বেশ কিছু গাড়িও ধ্বংস হয়েছে। চার মাসেরও বেশি সময় আগে সিরিয়ায় সরাসরি অভিযানে নামে তুরস্কের সামরিক বাহিনী। নিজেদের সীমান্তবর্তী সিরীয় এলাকা থেকে আইএস জঙ্গী ও কুর্দি যোদ্ধাদের হটিয়ে দিতে ‘ইউফ্রেটিস শিল্ড’ নামে অভিযান শুরু করে বাহিনীটি। এরপর থেকে সিরিয়ার তুরস্কপন্থী বিদ্রোহীদের নিয়ে দেশটির সেনারা আইএস অধিকৃত তুরস্ক সীমান্তবর্তী সিরীয় শহর আল-বাব অবরোধ করে রেখেছে। তুরস্কের এই অভিযানের প্রেক্ষিতে দেশটিতে বেশ কয়েকটি আত্মঘাতী সন্ত্রাসী হামলা চালিয়েছে আইএস। এসব হামলার মধ্যে অন্যতম গত রবিবার চালানো হামলাটি। নতুন বছরের প্রথম প্রহরে ইস্তানবুলের রেইনা নাইটক্লাবে চালানো ওই হামলায় ৩৯ জন নিহত হন। জঙ্গীগোষ্ঠী আইএস এই হামলার দায় স্বীকার করে বলেছে, সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযানের প্রতিশোধ নিতেই রেইনা ক্লাবে হামলাটি চালানো হয়েছে। তিন দিন ধরে ব্যাপক অভিযান সত্ত্বেও এখনও রেইনা ক্লাবে হামলাকারী জঙ্গীকে ধরতে পারেনি তুরস্কের নিরাপত্তা বাহিনী।
×