ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আকিল জামান ইনু

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যাশন ট্রেন্ড

প্রকাশিত: ০৬:০৯, ৬ জানুয়ারি ২০১৭

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যাশন ট্রেন্ড

ফিরে আসে ফ্যাশন এ বছর ফিরে এসেছে সেই পুরনো দিনের ফ্যাশন। সঙ্গে যোগ হয়েছে নতুন ধারা- দেখুন এবং কিনুন। ফ্যাশন শোগুলো এ বছর কেবল অভিজাত আর তারকাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল ব্যাপক। তারা সরাসরি যোগ দিয়েছেন ফ্যাশন শোগুলোতে এবং কিনতে পেরেছেন। যেগুলো পূর্বে তাদের কিনতে হত শো’য়ের ছয় মাস পর। এই ধারাটি শুরু করতে প্রধান ভূমিকা রেখেছেন ক্রিস্টফার বেইলি তার ব্লুবেরি কালেকশনে। যেখানে তিনি ফিরিয়ে এনেছেন ভার্জিনিয়া উলফসের টাইমস ট্রাভেল ক্লাসিক। রাষ্ট্রীয় অনুষ্ঠান যখন ফ্যাশন ট্রেন্ড ফ্যাশন ধারা এখন কেবল ফ্যাশন সপ্তাহ, ফ্যাশন শো কিংবা অস্কারের ওপর নির্ভর করে নেই। এ বছর রাষ্ট্রীয় অনুষ্ঠানে রাষ্ট্র নেতা এবং তাদের সঙ্গীরা স্থাপন করেছেন নতুন ফ্যাশন ধারা। যদিও এ বছর টিনাফে ভার্সাচির পোশাকে মাতিয়েছেন অস্কারের রেড কার্পেট অথবা জায়েন বেসপোক ভার্সাচি আর্মার সিøভস পরে আলোড়ন তুলেছেন মিটবল অনুষ্ঠানে। কিন্তু এদের সবাইকে ছাড়িয়ে গেছেন মিশেল ওবামা ভার্সাচির গডেস সিকোয়েন্স পোশাকে তার শেষ রাষ্ট্রীয় ডিনারে। পাশাপাশি উঠে এসেছেন প্রিন্স জর্জ তার ড্রেসিং গাউনে যখন তিনি দেখা করেন প্রেসিডেন্টের সঙ্গে। থেরেসা মে তার লেদার ট্রাউজার নিয়ে ছিলেন ফ্যাশন আইকন বছরজুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বছরজুড়ে তাদের এসব পোশাক ছিল আলোচনায়। পোস্ট ট্রুথ চিক আপনি যদি একটি মাত্র ফ্যাশনকে টাইম ক্যাপসুলে স্থাপন করতে চান যা ভবিষ্যত পৃথিবীতে ২০১৬’র স্টাইলকে প্রতিনিধিত্ব করবে তাহলে সেটি হবে ভেটিমেন্টস সক-বুটস সঙ্গে ইনিকন হিল। এটি ছাড়া এ বছরের ফ্যাশনকে প্রকাশ করা যাবে না। আপনি যদি এটি পেতে চান অনলাইনে দ্বিগুণ দামে ওর্ডার দিয়ে আপনাকে অপেক্ষা করতে হবে। কারণ, এটি বাজারে ছাড়ার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায়। ভেটিমেন্ট প্যারিসের একটি অতি জনপ্রিয় ব্র্যান্ড। যারা ডিএইচএল’কে পরিণত করেছে স্টাইল আইকনে এবং ভেঙে দিয়েছে এ বছর ফ্যাশনের সব নিয়ম। ভেটিমেন্টস তাদের ‘জান্টিন ফরেভার’ টি-শার্ট নিয়ে মাতিয়ে দিয়েছে সারা দুনিয়া। যা পরিধান করে জান্টিন বিবার ছিলেন এ বছরের সামাজিক যোগাযোগ মাধ্যমের হটেস্ট লুক। ‘ব্লাকপ্যানথার’ বিয়ন্স ‘নারী সুন্দর- কেবল আমাকে দেখুন’। এই উক্তিতে, বিয়ন্স ও তার পোশাক ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে সারা বছর আলোচিত। বিয়ন্স নিজেকে উপস্থাপন করেছেন এমনভাবে যাতে নারী শক্তি ও আবেদন প্রকাশ পায় সমানভাবে। ‘দ্য জেন্ডার নিউটাল সু’ এই পা জোড়া নারী না পুরুষের? উত্তরটি খুব সহজ, ‘হু কেয়ারস’। ২০১৬’তে ফ্যাশনের মূল ধারণাটিই ছিল লিঙ্গ নিরপেক্ষতা। উদাহরণ হিসেবে বলা যায়, জ্যাডেন স্মিথ নিজেকে উপস্থাপন করেছেন লুইস ভিউটনের নারী কেন্দ্রিক পোশাকে। অনেক বিখ্যাত ব্র্যান্ডই এবার সমন্বয় করেছে নারী ও পুরুষের পোশাক। কিন্তু জুতার বেলায় বিপ্লব ঘটিয়েছে গুচির ‘লোফার’। যেটি জেন্ডার নিউটাল সু হিসেবে ছিল সারা বছর আলোচনায়। কমার্শিয়াল স্ট্রিট স্টাইল এ বছর আমরা হারিয়েছি বিল কানিংহামকে। যাকে বলা হয় স্ট্রিট স্টাইলের জনক। তবে পরিবর্তন এসেছে কমার্শিয়াল স্ট্রিট স্টাইলের ধারণায়। ক্লিকবেট নিয়ে এসেছে ব্লু-শার্ট, ফ্যাংকস্টাইন জিনস অথবা কোল্ড সোল্ডার টপস। সূত্র : গার্ডিয়ান
×