ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অনন্য রেজা করিম

ওকে জানু ॥ নতুন বছরে রোমান্সের চমক

প্রকাশিত: ০৬:২৬, ৫ জানুয়ারি ২০১৭

ওকে জানু ॥ নতুন বছরে রোমান্সের চমক

সাড়া জাগানো পলিটিক্যাল ট্রিলজি ‘রোজা’, ‘বোম্বে’ এবং ‘দিল সে’ ছবিগুলো মুক্তি পেয়েছিল যথাক্রমে ১৯৯২, ১৯৯৫ এবং ১৯৯৮ সালে। তিনটি ছবিরই পরিচালক ছিলেন মনি রতœম। ভারতের দক্ষিণী চিত্রলোকের খ্যাতিমান এই চিত্রনির্মাতার যে কোন সিনেমার প্রতি দর্শকদের আলাদা কৌতূহল সব সময়েই। তার প্রতিটি ছবির গল্পে চিত্রনাট্যে, শিল্পীদের অভিনয়ে, ফটোগ্রাফিতে, শব্দগ্রহণে গান এবং আবহসঙ্গীতে দর্শকদের মনোযোগ তীব্রভাবে আকর্ষণের নানা উপাদান থাকে। পরিচালক, প্রযোজক চিত্রনাট্যকার হিসেবে অনেক আগেই খ্যাতি ও জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছেন তিনি। ছয়টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সাতটি দক্ষিণী ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড, তিনটি বলিউডি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এবং বেশকিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পুরস্কার তিনি নিজের ঝুলিতে পুরেছেন এর মধ্যেই। ভারত সরকার মনি রতœমকে চলচ্চিত্র শিল্পে অনন্য অবদান রাখার জন্য ২০০২ সালে পদ্মশ্রী খেতাবে ভূষিত করেছেন। ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করে একজন কনসালটেন্ট হিসেবে ক্যারিয়ার শুরু করলেও সিনেমা নির্মাণের সঙ্গে জড়িয়ে পড়েন তার প্রথম পরিচালিত প্রথম ছবিটি ছিল কান্নাড়া ভাষায় নির্মিত ‘পল্লবী আনু পল্লবী’। এরপর আরও তিনটি সিনেমা নির্মাণ করেন মনিরতœম। সবগুলো সিনেমা পর পর ব্যর্থ হলেও তার পরিচালিত পঞ্চম ছবি ‘মাওনা রাগাম’-এর বিরাট সাফল্য তাকে তামিল চলচ্চিত্রের একজন শীর্ষস্থানীয় নির্মাতা হিসেবে প্রতিষ্ঠিত করে। তার পরিচালিত অনেক দক্ষিণী সিনেমাই হিন্দিতে ডাব করে বলিউডের দর্শকদের জন্য মুক্তি দেয়া হয়েছে। যার প্রতিটিই বেশ সাড়া জাগিয়েছে। এর মধ্যে ‘রাবন’, ‘গুরু’, ‘যুবা’, অঞ্জলি’, ‘থিরুদা থিরুদা’ প্রভৃতি সিনেমার কথা বলা যায়। মনিরতœমের তামিল সিনেমা ‘ও কাধাল কানমানি’ মুক্তি পায় গত বছরের এপ্রিলে। যাতে নায়ক-নায়িকা চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী তরুণ প্রজন্মের দুই তারকা দালকার সালমান এবং নিত্য মেনন। এক জোড়া তরুণ-তরুণীর উদ্দাম প্রেম ভালোবাসার গল্প নিয়ে আবর্তিত মনিরতœমের ‘ও কাধাল কানমানি’র হিন্দি রিমেক ‘ওকে জানু’ ছবিটি মুক্তি পারে আগামী সপ্তাহে। মনি রতœমের গল্প, চিত্রনাট্য নিয়ে বলিউডি সিনেমাটি পরিচালনা করেছেন শাদ আলি। প্রখ্যাত চিত্রনির্মাতা মুজাফফর আলির ছেলে শাদ আলি এর আগে ‘সাথিয়া, ‘বান্টি আউর বাবলি’, ‘ঝুম বারাবার ঝুম’ ‘কিল দিল’ ছবিগুলো পরিচালনা করেছেন। এছাড়া মনি রতœমের ‘দিল সে’ ‘গুরু’, ‘রাবন’ ‘রাবনান’ ছবিগুলোর সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন শাদ আলি। তার এবারের ছবি ‘ওকে জানু’র প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছে মনিরতœমের নিজস্ব ব্যানার মাদ্রাজ টকিজ এবং করণ জোহরের ধরমা প্রোডাকশন। ‘ওকে জানু’ ছবিতে রোমান্টিক জুটি হিসেবে আবার দর্শকদের সামনে উপস্থিত হচ্ছেন আদিত্য রায় কাপুর এবং শ্রদ্ধা কাপুর। এছাড়াও আছেন নাসিরউদ্দিন শাহ এবং লীলা স্যামসনের মতো প্রবীণ বিখ্যাত অভিনয় শিল্পী। ‘আশিকী টু’ ছবির পর আবার একসঙ্গে রোমান্টিক জুটি হিসেবে আদিত্য রায় কাপুর এবং শ্রদ্ধা কাপুরের রূপালী পর্দায় ফিরে আসার ব্যাপারটি দর্শকদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে। পরিচালক শাদ আলি এর আগে ‘সাথিয়া’ ছবিটি নির্মাণ করেছিলেন তার শুরু মনি রতœমের তামিল সিনেমা আলাই পিয়ুথি’র হিন্দি রিমেক হিসেবে। নতুন বছরের সূচনায় নতুন ধারার রোমান্টিক সিনেমা ‘ওকে জানু’ বলিউডের দর্শকদের জন্য ভিন্নতার স্বাদ নিয়ে আসছে। ইতোমধ্যে ‘ওকে জানু’ ছবির প্রায় সবগুলো গানই দর্শক শ্রোতাদের কাছে প্রিয় হয়ে উঠেছে। এর মধ্যে ‘ইন্না সোনা’, ‘হাম্মা হাম্মা’, গানগুলো সবার মুখে মুখে ফিরছে। এ আর রহমান আবার সুরের জাদু ছড়িয়েছেন ‘ওকে জানু ছবির গানগুলোতে। শ্রদ্ধা কাপুর গত কয়েক বছরে একের পর এক হিট, সুপারহিট সিনেমা উপহার দিলেও গত বছরটি তার তেমন ভাল যায়নি। গত বছরে টাইগার স্রফের সঙ্গে শ্রদ্ধা কাপুরের ‘বাগি’ ছবিটি মোটামুটি ভাল ব্যবসা করলেও ফারহান আখতারের সঙ্গে ‘রক অন টু’ ছবিটি মোটেও চলেনি। রীতিমতো ফ্লপ করেছে। ওদিকে ‘ওকে জানু’ ছবি নায়ক আদিত্য রায় কাপুর ও গত বছর ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বেঁধে ‘ফিতুর’ ছবিটি করেন। যা চরমভাবে ব্যর্থ হয় বক্স অফিসে। ফলে ‘ওকে জানু’ ছবিটি শ্রদ্ধা কাপুর ও আদিত্য রায় কাপুরের জন্য চ্যালেঞ্জ হয়ে এসেছে। এ ছবিতে তাদের দু’জনের মধ্যকার চমৎকার রসায়ন দর্শকদের মুগ্ধ করবে আশা করা যায়। এ ছবিতে ‘আশিকী টু’ ছবির মতো করে তারা কালো জ্যাকেট পরে আবার ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। মুম্বাই শহরে বৃষ্টিমুখর সময়ে রোমান্টিক এই জুটি পরস্পরের হাত ধরে ভেজার দৃশ্যটি দর্শকদের আবিষ্ট করবে। রোমান্টিক আবেশে দর্শকদের ধরে রাখতে আদিত্য ও শ্রদ্ধা নতুন করে চেষ্টা চালিয়েছেন ‘ওকে জানু’। নতুন বছরের শুরুতেই দর্শকদের জন্য নতুন বার্তা নিয়ে আসছেন বলিউডের নতুন পর্দা জুটি হিসেবে আলোচিত ও জনপ্রিয় আদিত্য রায় কাপুরÑশ্রদ্ধা কাপুর। ‘ওকে জানু’ ছবিটি বলিউডের রোমান্টিক সিনেমার ধারায় অন্যরকম সংযোজন হিসেবে বিবেচিত হবে আশা করা যায়।
×