ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্রিসবেনে আয়াভার চমক

প্রকাশিত: ০৬:৩৭, ৪ জানুয়ারি ২০১৭

ব্রিসবেনে আয়াভার চমক

স্পোর্টস রিপোর্টার ॥ বছরের প্রথম আসর ব্রিসবেন ইন্টারন্যাশনালে হুমড়ি খেয়ে পড়েছে বৃষ্টি। সে কারণে অধিকাংশ ম্যাচই ভেস্তে গেছে মঙ্গলবার। সোমবার রাত থেকেই বৃষ্টির কারণে বেশ কিছু ম্যাচ প- হয়ে যায়। স্থগিত সেই ম্যাচের মধ্যে সবচেয়ে বড় চমক ছিল স্বাগতিক অস্ট্রেলিয়ার অবাছাই দেস্তানি আয়াভার জয়। টেনিস বিশ্বে পরিচিত মুখ যুক্তরাষ্ট্রের বেঘানি মাতেক-স্যান্ডসকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছেন এ ৩৮৭ নম্বর র‌্যাঙ্কিংধারী খেলোয়াড়। মাত্র ১৬ বছর বয়সী এ তরুণী উঠে গেছেন দ্বিতীয় পর্বে। আর দ্বিতীয় পর্বের ম্যাচে জিতেছেন ৪ নম্বর বাছাই গারবিন মগুরুজা ও ৬ নম্বর বাছাই এলিনা সিতোলিনা। পুরুষদের এককে ৫ নম্বর বাছাই স্পেনের রাফায়েল নাদাল নামতেই পারেননি বৃষ্টির কারণে। ব্রিসবেন ইন্টারন্যাশনালের আগেই দারুণ এক শিরোপা জিতে গত বছরটার সমাপ্তি টেনেছেন নাদাল। একেবারে শেষদিনে তিনি মুবাদালা টেনিস বিশ্বচ্যাম্পিয়নশিপসের শিরোপা হাতে তোলেন। অথচ বছরটা কব্জির ইনজুরির কারণে টানা দীর্ঘ সময় কোর্টের বাইরেই কাটাতে হয়েছিল তাকে। দারুণ ছন্দ নিয়েই ফিরেছেন সাবেক এ বিশ্বসেরা স্প্যানিশ তারকা এমনটাই স্পষ্ট হয়ে গেছে। কিন্তু ব্রিসবেনে বছরের শুরুতেই তার কোর্টে নামা থামিয়ে দিয়েছে বৃষ্টি। ডলগোপোলোভের বিরুদ্ধে প্রথম পর্বের ম্যাচে নামতেই পারেননি তিনি। এদিন ভেরেভ ৬-৩, ৬-৩ সেটে ডি মিনাউরকে, স্কোয়ার্টজম্যান ৬-২, ৬-৪ সেটে স্যাম কুয়েরিকে এবং পাউলি ৭-৬ (৮-৬), ৭-৬ (৭-৪) সেটে সাইমনকে হারিয়ে দ্বিতীয় পর্বে উঠেছেন। তবে মহিলা এককে বড় চমক অপেক্ষা করেছিল সবার জন্য। কোয়ালিফায়ার থেকে উঠে এসে সুযোগ পাওয়া অস্ট্রেলিয়ার ১৬ বছর বয়সী কিশোরী প্রতিযোগী আয়াভা আগেরদিন বৃষ্টির কারণে তার প্রথম পর্বের লড়াই শেষ করতে পারেননি মাতেকের বিরুদ্ধে। ৩১ বছর বয়সী অভিজ্ঞ মাতেকের জন্য অবশ্য স্নায়ুচাপটা ধরে রাখা কঠিনই ছিল দীর্ঘ বৃষ্টিতে অপেক্ষায় থাকা। আর সেটাই কোর্টে প্রভাব ফেলেছে তার ওপর। কুইন্সল্যান্ড টেনিস সেন্টারে প্রায় ২ হাজার দর্শক উপস্থিত হয়ে দেখলেন আয়াভার দারুণ নৈপুণ্য। প্রথম সেটে ২-৬ ব্যবধানে হেরে গেলেও পরে ৬-৩, ৬-৪ ব্যবধানে জিতে গেছেন তিনি। এর ফলে এ মাসের শেষদিকে অস্ট্রেলিয়ান ওপেনেও ওয়াইল্ড কার্ড নিয়ে খেলার সুযোগ পাবেন কিশোরী আয়াভা। এমন বড় কোন জায়গায় এই প্রথম খেলেছেন তিনি। কিন্তু জয়ের পর আয়াভা বলেন, ‘যতদিন পর্যন্ত আমি ক্ষুদ্র জনগোষ্ঠীর ভিড়ে ছিলাম নিজেকে দৃঢ় রাখতে পেরেছিলাম। এখন এ বিষয়গুলো আমাকে সামলাতে হবে। আশা করছি সেটা ভালভাবেই পারব।’ ২০০৫ সালের অস্ট্রেলিয়ান ওপেনে সেরেনা উইলিয়ামসকে টিভিতে খেলতে দেখে ৫ বছর বয়সী আয়াভা তার বাবাকে বলেছিলেন, ‘আমি বিশ্বের এক নম্বর টেনিস তারকা হতে চাই।’ এই জয়ের পর যেন অনুপ্রেরণাই পেলেন আয়াভা। তবে দ্বিতীয় পর্বে তাকে লড়তে হবে রাশিয়ার সভেতলনা কুজনেতসোভার বিরুদ্ধে। প্রথমদিন চমক ছিল যুক্তরাষ্ট্রের শেলবি রজার্সের জয়। তিনি হারিয়ে দেন কানাডিয়ান সুন্দরী ইউজেনি বাউচার্ডকে। কিন্তু দ্বিতীয় পর্বে আর পারেননি। সিতোলিনার কাছে ৭-৫, ২-৬ ও ৭-৫ সেটে হেরে বিদায় নিয়েছেন তিনি। আর ৪ নম্বর বাছাই মুগুরুজা বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন রাশিয়ার ১৯ বছর বয়সী তরুণী দারিয়া কাসাতকিনার বিরুদ্ধে। শেষ পর্যন্ত ৭-৫, ৩-৬ ও ৭-৬ (৯-৭) সেটে জয় তুলে নিয়ে এ স্প্যানিশ তারকা পৌঁছে গেছেন তৃতীয় পর্বে।
×