ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৈকত দাসের ‘অভিমানী ভালবাসা’

প্রকাশিত: ০৬:১৭, ২ জানুয়ারি ২০১৭

সৈকত দাসের ‘অভিমানী  ভালবাসা’

স্টাফ রিপোর্টার ॥ বিশিষ্ট কণ্ঠশিল্পী সৈকত দাসের ‘অভিমানী ভালবাসা’ নামে একটি আধুনিক গানের এ্যালবাম সম্প্রতি বাজারে এসেছে। শব্দ মাল্টি মিডিয়ার প্রযোজনা ও ও পরিবেশনায় এ্যালবামটি সিডির পাশাপাশি ইউটিউভ চ্যানেলে প্রকাশ হয়েছে। এ্যালবামে শিল্পীর সঙ্গে গেয়েছে কণ্ঠশিল্পী বিন্দিয়া। এ্যালবামের গানগুলোর গীতিকার শাহাবুদ্দিন মজুমদার। সুরকার সৈকত দাস ও আলম মাহমুদ। সঙ্গীত খায়েম আহম্মেদ। এ্যালবামে মোট রয়েছে ৫টি গান। গানগুলোর শিরোনাম হলো ‘পর জনমে কেউ প্রশ্ন করে যদি,’ ‘একটু বেশি ভালবাসি বলে’, ‘হৃদয়ও গঙ্গা খুলে দাও’, ‘তুমি আমার স্বপ্ন হাজার’ প্রভৃতি। শিল্পী ও প্রযোজক বলেন, এ্যালবামে গানের কথা ও সুর ও সঙ্গীতে রয়েছে নতুনত্ব ও যুগোপযোগী ধারা। নিঃসন্দেহে গানগুলো শ্রোতা নন্দিত হবেই। কারণ তিন দিনের গানের মেজাজে কম্পোজ করা। সৈকত দাসের ‘দুঃখটা আমাকে দিলে’ শিরোনামে এ্যালবামটি ইউটিউবে জনপ্রিয়তার পর ‘অভিমানী ভালবাসা’ এ্যালবামটি নতুন করে সাজানো হয়েছে। সৈকত দাস তিন যুগেরও বেশি সময় ধরে বাংলা গানের ভুবনে সুনামের সঙ্গে বিচরণ করছেন। বর্তমানে বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের প্রোগ্রামে অংশ নিচ্ছেন। সঙ্গীত বিষয়ে তিনি আমেরিকা, কানাডা, ব্রিটেন, দুবাই, ভারতসহ বেশ কয়েকটি দেশ ভ্রমন করেছেন। বেতার ও বিটিভির বিশেষ অনুষ্ঠানে তাকে গাইতে দেখা যায়।
×