ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতীয় ঋণে কেনা হচ্ছে সড়ক অবকাঠামো রক্ষণাবেক্ষণ যন্ত্রপাতি

প্রকাশিত: ০৬:১৩, ২ জানুয়ারি ২০১৭

ভারতীয় ঋণে কেনা হচ্ছে সড়ক অবকাঠামো রক্ষণাবেক্ষণ যন্ত্রপাতি

অর্থনৈতিক রিপোর্টার ॥ ভারতীয় ঋণে কেনা হচ্ছে সড়ক অবকাঠামো রক্ষণাবেক্ষণ যন্ত্রপাতি। এজন্য ৫৫৮ কোটি ৮৮ লাখ টাকার একটি প্রকল্প হাতে নিচ্ছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এটি বাস্তবায়নে ভারত দেবে ৪৭২ কোটি ৩০ লাখ টাকা। এ সংক্রান্ত একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে পরিকল্পনা কমিশনে। প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মঙ্গলবার অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। অনুমোদন পেলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদফতর (সওজ)। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্র জানায়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ দেশের মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক ও জেলা মহাসড়ক নির্মাণ, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ করে থাকে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন সড়ক ও জনপথ অধিদফতর ৬৫টি রোড ডিভিশন, ১৩৭টি রোড সাব-ডিভিশন, ১৮টি মেকানিক্যাল ডিভিশন ও ২১টি মেকানিক্যাল সাব-ডিভিশন অন্তর্ভুক্ত। এ ডিভিশন ও সাব-ডিভিশনসমূহ দেশের প্রায় ২১ হাজার ৩০২ কিলোমিটার মহাসড়ক, ১৮ হাজার ২৫৮টি সেতু এবং ফেরি ও পন্টুন নির্মাণ, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের সঙ্গে যুক্ত। ডিভিশন ও সাব-ডিভিশনসমূহে আধুনিক এবং অধিক ক্ষমতাসম্পন্ন পর্যাপ্ত সরঞ্জাম ও যন্ত্রপাতি না থাকায় সড়ক নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ দ্রুত ও কার্যকরীভাবে সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। এর ফলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ হতে ভারতীয় ক্রেডিট লাইনের (এলওসি) অর্থায়নে মোট ৬৯৭ কোটি ৫২ লাখ টাকা প্রাক্কলিত ব্যয় এবং ২০১৬ সালের এপ্রিল হতে ২০১৭ সালের জুন পর্যন্ত বাস্তবায়নের জন্য এ প্রকল্প প্রস্তাব করা হয়। প্রস্তাবিত প্রকল্পের ওপর ২০১৬ সালের ২ মে পিইসি সভা অনুষ্ঠিত হয়। এ পিইসি সভার সিদ্ধান্ত অনুযায়ী উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ৫৮৫ কোটি ৮৮ লাখ টাকা এবং প্রকল্পের মেয়াদ ২০১৭ সালের জানুয়ারি হতে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত। এ বিষয়ে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সাবেক সদস্য খোরশেদ আলম চৌধুরী পরিকল্পনা কমিশনের মতামত দিতে গিয়ে বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে আধুনিক এবং অধিক ক্ষমতাসম্পন্ন সরঞ্জাম ও যন্ত্রপাতি ক্রয়ের মাধ্যমে সড়ক ও জনপথ অধিদফতরকে শক্তিশালীকরণসহ নতুন সড়ক, মহাসড়ক ও সেতু নির্মাণ, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ সহজ হবে। প্রকল্পের প্রধান প্রধান কার্যক্রম হচ্ছেÑ সড়ক অবকাঠামো নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন ধরনের আধুনিক সরঞ্জাম এবং যন্ত্রপাতি সংগ্রহসহ অন্যান্য আনুষঙ্গিক কাজ করা।
×