ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক পুরস্কার পেলেন শিল্পী নাজমা আক্তার

প্রকাশিত: ০৫:৪৬, ৩১ ডিসেম্বর ২০১৬

আন্তর্জাতিক পুরস্কার পেলেন শিল্পী নাজমা আক্তার

সংস্কৃতি ডেস্ক ॥ বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় লেসেদ্রা আর্ট গ্যালারির উদ্যোগে অনুষ্ঠিত ৭ম লেসেদ্রা আন্তর্জাতিক পেইন্টিং ও মিশ্র-মাধ্যম প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রেষ্ঠ চিত্রকর্মের জন্য পুরস্কৃত হয়েছেন বাংলাদেশের বিশিষ্ট চিত্রশিল্পী নাজমা আক্তার। সোফিয়ার লেসেদ্রা প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে ৪৬টি দেশের শিল্পীরা অংশগ্রহণ করেন। স্লোভেনিয়ার শিল্পী ইভো মার্সনিক প্রথম পুরস্কার পেয়েছেন। বাংলাদেশের চিত্রশিল্পী নাজমা আক্তার মূলত বিমূর্তধর্মী ছবি আঁকেন। এর আগে যুক্তরাজ্য, জার্মানি, মালয়েশিয়া ও ভারতে এই শিল্পীর একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশের বিখ্যাত চিত্রশিল্পী ও চিত্রপ্রেমীদের মেলবন্ধন তৈরিতে প্রতি বছর লেসেদ্রা আর্ট গ্যালারি এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করে।
×