ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আকিল জামান ইনু

বছর সেরা উদ্ভাবন

প্রকাশিত: ০৭:০৮, ৩০ ডিসেম্বর ২০১৬

বছর সেরা উদ্ভাবন

ভাঁজ করা যাবে ড্রোন সময়ের সঙ্গে সঙ্গে ড্রোন উড়ার ক্ষমতা, গতি আর ছবি গ্রহণে অনেক উন্নত হয়েছে। কিন্তু আকৃতির সমস্যার কারণে সহজে বহনযোগ্য নয়। তাই সাধারণ ব্যবহারকারীদের মন জয় করতে পারেনি। গত সেপ্টেম্বরে বাজারে আসা ভিজিআই ম্যাডিকপ্রো একদিক থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। প্রচলিত ড্রোনের সব সুবিধাসহ এটি নিজ থেকে প্রতিবন্ধকতা এড়াতে পারবে। ৪ কে ক্যামেরাসহ এটি নির্ধারিত বিষয়বস্তু খুঁজে বের করতে সক্ষম। তবে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ড্রোনটিকে ভাঁজ করা যায়। ড্যাবেন লিকার্ডো জানান আকৃতি পরিবর্তন ও অধিক কর্মক্ষম করে তোলার লক্ষ্যে ডিজিআই ক্ষুদ্র আকৃতির ম্যাডিক প্রো বাজারে এনেছেন। তাদের আশা এটি সহজেই ক্রেতাদের মন জয় করবে। বিশেষ এই ড্রোনটিকে একটি পাউরুটির চেয়েও ছোট আকৃতি দেয়া যায়। সাধারণের নাগালে বৈদ্যুতিক গাড়ি এখন পর্যন্ত বৈদ্যুতিক গাড়ির ব্যাপক প্রচলনে দুটি বিষয় অন্তরায়। প্রথমটি হলো এটির উচ্চমূল্য। যেমন টেসলার মডেল এসের বাজার মূল্য ৬৬ হাজার মার্কিন ডলার। দ্বিতীয়টি হলো পথ পাড়ি দেয়ার সীমাবদ্ধতা যেমন নিসানলিক প্রতিবারের চার্জে পথ পাড়ি দেয় মাত্র ১০০ মাইল। জেনারেল মোটর এই সীমাবদ্ধতা অতিক্রম করতে বাজারে এনেছে শেভারলেট বোল্ট। যা জনআকাক্সক্ষার দিকে নজর রেখে তৈরি। বোল্ট দামে যেমন তুলনামূলকভাবে কম তেমনি প্রতিবারের চার্জে পাড়ি দিতে পারে ২০০ মাইল। জিএমের প্রকৌশলী পামেলা ফ্লেচার জানান। মূলধারার পরিবহন ব্যবস্থায় বৈদ্যুতিক গাড়ির শামিল হওয়ার এটিই সুযোগ। বাজার বিশ্লেষকরা বলছেন জিএম তাদের বোল্ট আগামী বছর প্রায় ৮০ হাজার বিক্রি করতে পারবে। ক্ষুদ্র হলেও বৈদ্যুতিক গাড়ির বাজারে যা উল্লেখযোগ্য অগ্রগতি বলেই বিবেচিত হতে পারে, সেই সঙ্গে বৈশ্বিক উষ্ণতা রোধেও ভূমিকা রাখবে। জীবন রক্ষাকারী মিষ্টি আলু আফ্রিকার সাব-সাহারান অঞ্চলে ৬ বছরের নিচে ৪৩ মিলিয়ন শিশু ভিটামিন ‘এ’র অভাবে ভোগে। আর এ কারণে অন্ধত্ব থেকে শুরু করে সহজে আক্রান্ত হয় ম্যালেরিয়ায়। এদের সবাইকে ভিটামিন ‘এ’ পিল প্রদান প্রায় অসম্ভব একটি ব্যাপার। এ বিষয়ে সিআইপির সহযোগিতায় হারডেস্ট প্লাসের উদ্ভিদ বিজ্ঞানীরা স্থানীয় শস্য ব্যবহার করে সমাধানের পথ দেখিয়েছেন। আর সেটি হলো স্থানীয়ভাবে উৎপাদিত মিষ্টি আলুর সঙ্গে সমৃদ্ধ ভিটামিন ‘এ’ যুক্ত করে উৎপাদন। যা ভিটামিন ‘এ’র অভাব দূর করবে। উদ্ভিদবিদরা এটি এমনভাবে তৈরি করেছেন যা খরা বা অনাবৃষ্টি মোকাবেলা করে টিকে থাকবে। এ ছাড়াও স্বয়ংক্রিয়ভাবে ভাইরাস আক্রমণ মোকাবেলা করতে পারবে। একে বলা হচ্ছে ‘গরিবের শস্য।’ আর এই জীবন রক্ষাকারী মিষ্টি আলুকে পুষ্টিকর খাদ্য হিসেবে সারা বিশ্বে ছড়িয়ে দিতে উদ্যোগ নেয়া হয়েছে। নতুনরূপে সোলার প্যানেল বছরজুড়ে মূল্য সাশ্রয়ী পরিবেশবান্ধব সোলার প্যানেলের জন্য ক্রেতারা বাড়ির ছাদ বোঝাই করেছেন মেটাল বক্স দিয়ে। এ ধারণা পাল্টে দিয়ে টেসলা নিয়ে এসেছে নতুন ধারণা। সারিবদ্ধ টাইলস যা সূর্যরশ্মিকে ব্যবহার করবে। আগামী বছর থেকে বাজারে আসছে টেসলা আর সোলার সিটির এই যৌথ উদ্যোগ। তবে এটি ব্যবহারের ব্যয় সম্পর্কিত তথ্য এখনও প্রকাশ করেনি কোম্পানি। সোলার সিটির সিইও লিগুনরিভ তাদের প্রকল্প নিয়ে আশাবাদী। তার ভাষায়, ‘এটি নতুন যুগের সূচনা করতে যাচ্ছে।’ তিনি আরও বলেন, প্রতিবছর যে ৫ মিলিয়ন আমেরিকান প্রচলিত পদ্ধতির প্যানেল স্থাপন করেন তারা তাদের প্রযুক্তি বেছে নেবেন। ভার্চুয়াল বিপ্লব নতুন হেডসেট ভার্চুয়াল রিয়েলিটির জগতে প্রবেশ করতে গিয়ে কেবল হেডসেটের পেছনে আপনাকে হাজার ডলার ব্যয় করতে হবে তা নয় (যেমন ৮০০ ডলার মূল্যের এইচটিসিভাইড) সঙ্গে আপনার কম্পিউটারকেও তা সাপোর্ট করতে হবে। সনি তার প্লেস্টেশন ভিআর ৪ নিয়ে এসেছে যা প্লেস্টেশন ৪ এর কনসেলের সঙ্গে কাজ করে। মূল্য সাশ্রয়ী এটির মাধ্যমে আপনি সহজেই নিতে পারেন ভার্চুয়াল রিয়েলিটির অভিজ্ঞতা। স্বয়ংক্রিয় জুতা দুনিয়াজুড়ে প্রতিটি মানুষ কখনও না কখনও তিনটি স্বপ্ন দেখেছে। অতীতে ফিরে যাওয়ার টাইম মেশিন, ওয়ার্কি হোভার বোর্ড আর ঝামেলাবিহীন পরিধানের জুতা। জুতার ফিতা বাঁধা তো সমস্যাই আবার ফিতাবিহীন জুতা দুটোরই সমস্যা হলো প্রয়োজনে তা টাইট বা ঢিলে করা যায় না। অথবা ফিতা খুলে আবার বাঁধার বিড়ম্বনা। এ সমস্যা সমাধানের জন্য নাইককে ধন্যবাদ দিতেই হয়। আপনি তাদের হাইপার এডাস্ট ১.০ জুতাটির জিহ্বার কাছে স্থাপিত বোতামে চাপ দিয়ে তা ঢিলে কিংবা টাইট করতে পারবেন। শুনতে যেমনই শোনাক এই সরল পদ্ধতিটি আপনার জুতা ব্যবহারকে করবে আরামদায়ক । এ্যাথলেটদের জন্যও এটি সুবিধাজনক। এ ছাড়া গাড়িচালকদের জন্যও উপকারী। নাইকের ডিজাইন ও বিশেষ পণ্য উৎপাদন শাখার ভাইস প্রেসিডেন্ট টিংকার হ্যাটফিল্ড বলেন এ জুতা নিয়ে তারা বাজারে ব্যাপক সাড়া পাচ্ছেন। ফোল্ডিং হেলমেট জেফ উলফ এক মারাত্মক মোটরসাইকেল দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে যান হেলমেট পরিধান করায়। কিন্তু যে বিষয়টি তাকে অবাক করে তা হলো জীবন রক্ষাকারী এই হেলমেট পরিধানে অন্যদের অনীহা। কারণ খুঁজতে গিয়ে তিনি দেখেন হেলমেটের আকৃতির কারণে এটি বহন করতে সমস্যা। আর এটাই অনীহার কারণ। সমস্যা সমাধানে জেফের ভাবনায় আসে সহজে বহনযোগ্য ফোল্ডিং হেলমেটের ধারণা। জেফ একজন ইঞ্জিনিয়ার। তিনি প্রস্তুত করেন ‘সরকার’ নামক ইন্ট্রাওয়েভ প্লাস্টিকে প্রস্তুত হেলমেট। যা এতটাই ফ্লেক্সিবল যে এটি সমান করে ভাঁজ করা যায়। আর নিরাপত্তার দিক থেকে প্রচলিত হেলমেটগুলোর সমকক্ষ। এটি ইউরোপ ও আমেরিকার প্রচলিত নিরাপত্তা মানকে নিশ্চিত করতে সমর্থ হয়েছে। তার বিশ্বাস সহজে বহনযোগ্য মোটরসাইকেল চালকদের জীবন রক্ষায় ভূমিকা রাখবে। যে কোন দিকে ঘূর্ণায়মান চাকা বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান যখন স্বচালিত গাড়ি নির্মাণের প্রতিযোগিতায় লিপ্ত তখন গুডইয়ার প্রতিস্থাপন করেছে প্রচলিত ধারণার চাকা। গত মার্চে বাজারে আসা এই চাকা যে কোন নির্দেশনায় ঘুরতে সক্ষম। এ ছাড়াও এটি পিচ্ছিল পথের সঙ্গে সমন্বয় করতে সক্ষম। গুডইয়ারে কর্মরত সেবাস্টিন ফনটেইন জানান, এটি বোল্টযুক্ত প্রচলিত টায়ারের পরিবর্তে চৌম্বক নিয়ন্ত্রিত টায়ার। এতে স্থাপিত ঈগল ৩৬০ হোভার প্রচলিত সীমাবদ্ধ স্টিয়ারিং নিয়ন্ত্রিত চাকার চাইতে আলাদা। এটি মূলত প্রস্তুত স্বচালিত গাড়ির জন্য। ফনটেইন অন্য কোম্পানিগুলোকে এ বিষয়ে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান।
×