ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেলবোর্ন টেস্ট

পাকিদের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ

প্রকাশিত: ০৪:০৯, ২৫ ডিসেম্বর ২০১৬

পাকিদের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ

স্পোর্টস রিপোর্টার ॥ সোমবার ভোরে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-পাকিস্তান ‘বক্সিং ডে’ টেস্ট। দ্বিতীয় ইনিংসে অবিশ্বাস্য ব্যাটিংয়ের পরও প্রথম টেস্টে হেরে তিন ম্যাচের সিরিজে ১-০তে পিছিয়ে সফরকারীরা। এর আগে তারা নিউজিল্যান্ডের কাছে ‘হোয়াইটওয়াশ’ হয়। সব মিলিয়ে মেলবোর্ন টেস্টে অনেকটাই কোণঠাসা পাকিরা। ফর্মে নেই অধিনায়ক মিসবাহ-উল হক। সেরা পেসার মোহাম্মদ আমিরের ফিটনেস নিয়ে সমস্যা। তবে পাকিস্তান ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ার আশাবাদী। সাবেক জিম্বাবুইয়ান তারকার বিশ্বাস মিসবাহ সহসা রানে ফিরবেন। সর্বশেষ চার ইনিংসে মিসবাহ করেছে মাত্র ৩১, ১৩ ও ৪, ৫ রান। দলের মিডলঅর্ডারের অন্যতম নির্ভরতা হওয়ার কারণে তার কাছ থেকে প্রত্যাশা অনেক। গ্রান্টের মতে, মিসবাহ মানসিকভাবে যথেষ্ট শক্ত, তাই আপাতত তার ফর্ম নিয়ে চিন্তার কিছু নেই। গ্র্যান্ট জানিয়েছেন, ব্রিসবেন টেস্টে যে বোলিং আক্রমণ ছিল সেটা অপরিবর্তিত রেখেই মেলবোর্নে নামবেন তারা। ৪৯০ রানের অসম্ভব জয়ের লক্ষ্যে দারুণ লড়াই করে পাকিস্তান মাত্র ৩৯ রানে হারে। ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন আসাদ শফিক। দ্বিতীয় টেস্ট জিতে সমতা ফেরানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। আর গ্র্যান্ট বলেন, ‘আমি মনে করি খেলা চালিয়ে যাওয়ার জন্য ছেলেরা সবাই যথেষ্ট ফিট। আশা করছিÑ বোলিং আক্রমণটা প্রায় একই থাকবে।’ গ্যাবা টেস্টে আহত হয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছিলেন আমির। তবে তার কালশিটে পড়া ঊরু এখন অনেকটাই ভাল। তিনি আরও বলেনে, বক্সিং ডে’ টেস্টে খেলবেন এই তারকা পেসার। অন্যদিকে প্রথম টেস্ট জিতে অনেকটাই আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া দল প্রায় অপরিবর্তিত। পরিবর্তন বলতে মিচেল মার্শের ইনজুরির কারণে তরুণ হিলটন ক্র্যাটরাইটের অন্তর্ভুক্তি। দক্ষিণ আফ্রিকা সিরিজে দলে থাকলেও কোন ম্যাচ খেলা হয়নি জিম্বাবুইয়ান বংশোদ্ভূত ডানহাতি এই পেস বোলিং অলরাউন্ডারের। এই টেস্টেই দলে ফেরার কথা ছিল শন মার্শের। কিন্তু তার ফিটনেস নিয়ে শঙ্কা প্রকাশ করেন সিএ-র পারফর্মেন্স চিফ প্যাট হাওয়ার্ড। তাই নির্বাচকরা মার্শকে বিবেচনায় আনেননি। এ জন্য মাঠে ফেরার অপেক্ষা আরও বাড়ল মার্শের। মার্শ না ফেরাতে আরও একবার নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন নিক ম্যাডিনসন। অবশ্য ব্রিসবেন টেস্টে নিজেকে প্রমাণ করতে পারেননি তিনি। ১ ও ৪ রান করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। মেলবোর্ন টেস্টে ভালো করার তাগাদা থাকবে ম্যাডিনসনের। ওদিকে বড় দিনে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ফাঁস হওয়ায় ‘বক্সিং-ডে টেস্টে’ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেন, ‘আমরা এ ব্যাপারে অনেক বেশি সতর্ক। সরকারের নিরাপত্তা দলের সঙ্গে কথা বলেছি। সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চিত করা হবে।’
×