ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সেরা প্রামাণ্যচিত্র নির্মাতার সম্মাননা পেলেন গাজী আনাস রওশন

প্রকাশিত: ০৬:১২, ২৪ ডিসেম্বর ২০১৬

সেরা প্রামাণ্যচিত্র নির্মাতার সম্মাননা পেলেন গাজী আনাস রওশন

স্টাফ রিপোর্টার ॥ সেরা প্রামাণ্যচিত্র নির্মাতা ২০১৬ সম্মাননা পদক পেয়েছেন গ্যাপ মিডিয়া লিমিটেডের এমডি গাজী আনাস রওশন। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) নায়ক মান্না ডিজিটাল ভবনে মহান বিজয় দিবস ২০১৬ উপলক্ষে ‘গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতি অনুষ্ঠান ও গুণীজন সম্মাননা পদক প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা। আলোচনা অনুষ্ঠান শেষে মিডিয়া জগতের বিভিন্ন গুণীজনকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়। এতে সেরা প্রামাণ্যচিত্র নির্মাতা ২০১৬ সম্মাননা পদক গ্রহণ করেন গ্যাপ মিডিয়া লিমিটেডের এমডি গাজী আনাস রওশন। সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রসঙ্গত গাজী আনাস রওশন দীর্ঘদিন ধরে তার নিপুন হাতে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের প্রামাণ্যচিত্র এবং বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন নির্মাণ করে আসছেন। সম্মাননা প্রাপ্তির অনুভূতি প্রসঙ্গে তিনি বলেন স্বীকৃতি সব সময় কাজের প্রতি নিজের দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দেয়। আমি সব সময় চেষ্টা করি দর্শক শ্রোতাদের হাতে ভাল কিছু, নতুন কিছু পৌঁছে দিতে। আমার টিমের নিবেদিত কর্মীদের আন্তরিকতায় এটা সম্ভব হয়েছে। তাই আমার এই সম্মাননা গ্যাপের সব সদস্যদের।
×