ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পারিশ্রমিকের রেকর্ড গড়ছেন মেসি!

প্রকাশিত: ০৬:২৭, ২৩ ডিসেম্বর ২০১৬

পারিশ্রমিকের রেকর্ড গড়ছেন মেসি!

স্পোর্টস রিপোর্টার ॥ অনেকদিন ধরেই লিওনেল মেসির সঙ্গে বার্সিলোনার নতুন চুক্তিটা ঝুলে আছে। এ নিয়ে অনেক রকম কথাও শোনা যাচ্ছে। এমনও শোনা গেছে, মেসি হয়ত ন্যুক্যাম্প ছাড়তে পারেন! তবে বার্সিলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্টোমেউ আরেকবার জানিয়ে দিয়েছেন, মেসি বার্সাতেই থাকবেন। আর তার সঙ্গে নতুন চুক্তি হলে সেটা পারিশ্রমিকের রেকর্ডই হবে। বৃহস্পতিবার এক সাক্ষাতকারে এমন জানিয়েছেন বার্সা সভাপতি। মেসির সঙ্গে বার্সিলোনার বর্তমান চুক্তি শেষ হবে ২০১৮ সালের জুনে। কিছু দিন ধরে নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরুর কথা শোনা যাচ্ছে। ২০১৬ সালে ক্লাবের কর্মকা- নিয়ে কথা বলতে গিয়ে মেসির চুক্তির সঙ্গে পারিশ্রমিক নিয়েও কথা বলেন বার্টোমেউ। তিনি বলেন, আমি আসলে টাকার অঙ্কটা নিয়ে কথা বলতে চাই না। যেহেতু সে বিশ্বসেরা খেলোয়াড়, সেহেতু সব দিক থেকে তাকে বিশ্বসেরা হওয়া উচিত, এমনকি আর্থিক দিক থেকেও। টাকার অঙ্ক নিয়ে আমি এতটুকুই বলব। বার্সা সভাপতি আরও বলেন, কোন বৈঠক হয়নি আমাদের। শুধু চুক্তি নবায়ন নয়, আমরা এই বিষয়গুলোর ব্যাপারে খুবই সতর্ক। আমরা সবসময় সতর্ক থাকতে চেষ্টা করি, যাতে সমঝোতার বিষয়গুলো আরও সহজভাবে সম্পন্ন হতে পারে। মেসি যেন বার্সাতেই ক্যারিয়ার শেষ করেন সেটাই চাচ্ছে কাতালানরা। এ প্রসঙ্গে বার্টোমেউ বলেন, বার্সিলোনার খেলোয়াড় হিসেবে মেসি ক্যারিয়ার শেষ করুক, এটাই আমরা চাইব। আশা করি, কিছুদিনের মধ্যে আমরা এটা জানাতে পারব। কেননা আমি মনে করি, বার্সিলোনা এটা চায়, মেসিও এটা চায়। বার্সায় মেসি সুখে আছে জানিয়ে বার্টোমেউ আর্জেন্টাইন তারকার বেড়ে ওঠার গল্পটাও তুলে ধরেন। বলেন, সে একজন কাতালান। আমাদের একাডেমি থেকে উঠে এসেছে। সে দারুণ একটা গল্পের প্রতিনিধিত্ব করে। আমরা মনে করি, সে ক্যারিয়ারের বাকিটা সময় এই দলে থাকবে। লিও মেসি এবং বার্সা এক সঙ্গে চলবে। সে সেরা খেলোয়াড় এবং আমরা সেরা ক্লাব। গত নয় বছরে মেসি পাঁচবার আর রোনাল্ডো চারবার ব্যালন ডি’অর জিতেছেন। এবার মেসি না পারলেও তারই প্রতিবছরই এ পুরস্কার পাওয়া উচিত বলে মনে করেন বার্সা সভাপতি। তার মতে, প্রতিবছর ব্যালন ডি’অর মেসির হওয়া উচিত। ফুটবল বিশ্বের ইতিহাসের সেরা খেলোয়াড় সে। অনেক বছর ধরে সে এটা রয়েছে। মাঠে এবং মাঠের বাইরে আমরা তার সাফল্য দেখেছি। সে যেমন, ভবিষ্যতে তার মতো আরেকজন মেসিকে দেখাটা কঠিন হবে। আশা করি তার মতো কেউ আমাদের ক্লাবে আসবে। মেসিকে বরাবরের মতো বিশ্বের সেরা খেলোয়াড়ের তকমা দিয়ে তিনি বলেন, ফুটবলে অনান্য গ্রেট খেলোয়াড় আছে। কিন্তু মেসি নাম্বার ওয়ান। এরই মধ্যে বার্সিলোনার সঙ্গে নতুন চুক্তি করেছেন আক্রমণভাগে মেসির দুই সতীর্থ নেইমার ও লুইস সুয়ারেজ। রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন গ্যারেথ বেল ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নতুন বছরে আরেকটি চমক দিতে যাচ্ছেন মেসি। দীর্ঘদিনের প্রেমিকা অ্যান্টোনেল্লা রোকুজ্জুকে বিয়ে করবেন তিনি। জানা গেছে, ২০১৭ সালের মাঝামাঝি সময়ে ২৯ বছর বয়সী মেসি ও ২৮ বছর বয়সী রোকুজ্জু আনুষ্ঠানিকভাবে বিয়ের পিঁড়িতে বসছেন। বিয়ের অনুষ্ঠানটি মেসির জন্মদিনে হওয়ার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
×