ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ৩ দিনব্যাপী তীর্যক নাট্যমেলা শুরু কাল

প্রকাশিত: ০৬:৩৬, ২২ ডিসেম্বর ২০১৬

চট্টগ্রামে ৩ দিনব্যাপী তীর্যক নাট্যমেলা শুরু কাল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে কাল শুক্রবার শুরু হচ্ছে ৩ দিনব্যাপী তীর্যক নাট্যমেলা। বিজয়ের ৪৫ বছরে তির্যক নাট্যদল এই মেলার আয়োজন করছে।৩ দিনের এই নাট্যমেলায় থাকছে প্রীতি-বিতর্ক, আবৃত্তি, সঙ্গীতানুষ্ঠান, নৃত্য এবং বিজয়ের কথামালা। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম গ্যালারিতে প্রতিদিন বিকেল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত টিআইসি থাকবে তীর্যক এর নাট্য-স্মারক প্রদর্শনী। প্রতিদিন বিকেল সাড়ে ৪টায় মুক্তমঞ্চে থাকবে প্রীতি-বিতর্ক, আবৃত্তি, নৃত্য, সঙ্গীতানুষ্ঠান এবং বিজয়ের কথামালা। প্রতিদিন বিকেল ৩টা ও ৫টায় বিষয়ভিত্তিক আলোচনা ও মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র প্রদর্শনী। এ ছাড়া প্রতিদিন সন্ধ্যে সাড়ে ৬টায় তির্যক নাট্যদলের নতুন প্রযোজনা কথাশিল্পী সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত ‘তরঙ্গভঙ্গ’ নাটকটি টিআইসি মিলনায়তনে মঞ্চায়িত হবে। তির্যকের ৪৪তম প্রযোজনা আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত ‘তরঙ্গভঙ্গ’ নাটকের এ পর্যন্ত ১৩টি প্রদর্শনী হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় তিন দিনব্যাপী এই নাট্যায়োজন উদ্বোধন করবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন। বিভিন্ন দিন বিজয়ের কথামালায় অতিথি হিসেবে থাকবেন সেক্টর কমান্ডারস ফোরামের সহ-সভাপতি ও নাট্য ব্যক্তিত্ব ম. হামিদ, কবি ও সাংবাদিক আবুল মোমেন এবং ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার। লেকচার ওয়ার্কসপে বক্তব্য রাখবেন নাট্যজন মামুনুর রশীদ। এছাড়া বিভিন্ন দিন প্রীতি-বিতর্ক, আবৃত্তি, নৃত্য, সঙ্গীতানুষ্ঠানে অংশ নেবে সৃজামি সাংস্কৃতিক অঙ্গন, স্কুল অব ওরিয়েন্টাল ডান্স, স্বরনন্দন প্রমিত বাংলাচর্চা কেন্দ্র, দৃষ্টি (চট্টগ্রাম), গীতধ্বনি সংগীত অঙ্গন এবং ওডিসি এন্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার।
×