ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ

বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল শুরু আজ

প্রকাশিত: ০৬:১৭, ২২ ডিসেম্বর ২০১৬

বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে ঢাকার মিরপুর শহীদ সোহ্রাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে পাঁচ জাতির ‘বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র ম্যানস সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট।’ টুর্নামেন্টে অংশ নেবে স্বাগতিক বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল, আফগানিস্তান এবং কিরগিজস্তান। খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেয় উজবেকিস্তান। ছয়দিনব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী ও টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান তোফায়েল আহমেদ। উদ্বোধনী দিনে বিকেল ৪টায় মিরপুরে ইনডোর ভলিবল স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে শক্তিশালী প্রতিপক্ষ আফগানিস্তানের। দিনের অপর খেলায় বিকেল ৬টায় মাঠে নামবে মালদ্বীপ-নেপাল ভলিবল দল। এশিয়ান ভলিবল ফেডারেশন ভলিবলকে ৬টি জোনে ভাগ করেছে। তাতে সেন্ট্রাল জোনে পড়েছে বাংলাদেশ। এই জোনেরই অংশ হিসেবে এবারের বঙ্গবন্ধু কাপ ভলিবল আসর। ১৪৩ থেকে ১৩৫ বিশ্ব র‌্যাঙ্কিংয়ে আসা বাংলাদেশ ভলিবলকে এগিয়ে নিতে চায় ভলিবল ফেডারেশন। এই আসরে চ্যাম্পিয়ন দল পাবে ১৫০০ ডলার, রানার্সআপ দল পাবে ১০০০ ডলার ও তৃতীয় স্থান লাভ করা দল পাবে ৫০০ ডলার। ক্রোনি গ্রুপ এই পুরস্কারের অর্থ প্রদান করবে। বাংলদেশ দলের সব খেলোয়াড় ও কর্মকর্তাকে ৫০ হাজার টাকা করে উৎসাহ ভাতা দেবে আলিফ গ্রুপ। বিটিভি, এটিএন বাংলা ও ইনডিপেন্ডেন্ট টেলিভিশন টুর্নামেন্ট সরাসরি সম্প্রচার করবে বলে আশা করা যাচ্ছে। এই টুর্নামেন্টে টাইটেল স্পন্সর ডাচ্-বাংলা ব্যাংক। আরও যারা সহযোগিতা করছে : ব্যাংক এশিয়া, একেএস স্টিল, ফ্রেশ সিমেন্ট, আইএফআইসি ব্যাংক, ম্যাক্স গ্রুপ, আলিফ গ্রুপ, ইসলামী ব্যাংক, লোটো, উই মোবাইল ও আমরা নেটওয়ার্ক এবং বেভারেজ পার্টনার পেপসি ও এ্যাকোয়াফিনা। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড। এই আসরে বাংলাদেশের লক্ষ্য ফাইনাল খেলা। দলের অধিনায়ক সাঈদ আল জাবির বলেন, ‘আমরা এই আসরের জন্য অনুশীলন শুরু করেছি গত ৯ নবেম্বর থেকে, আবাসিক ক্যাম্প। আমাদের ইরানী কোচ এসেছেন ২৮ নবেম্বরে। আমরা যতটুকু বুঝি, ভলিবলের জন্য এটা খুব কম প্রস্তুতি। কেননা বাইরের দেশগুলো লম্বা সময় ধরে অনুশীলন করে। এক বা দুই বছর। কোন টুর্নামেন্ট সামনে রেখে কমপক্ষে ছয় মাসের প্রস্তুতি লাগে। আমরা সে সময়টা পায়নি। তারপরও যতটুকু প্রস্তুতি নিয়েছি, মন্দ নয়। আল্লাহর রহমতে দলে কোন চোট সমস্যা নেই। ২০১৫ সালে আমরা যখন খেলেছিলাম, তখন আসলে ২০১০ থেকে আমাদের কোন টিম ছিল না। সে সময় সবাই এসেছিলও নতুন। এবার সেই খেলোয়াড়গুলো ভাল আছে। গত দুই বছরে আমরা অনেকগুলো টুর্নামেন্ট খেলেছি। সবাই অভিজ্ঞতা অর্জন করেছে। আর এখানেও যে দলগুলো অংশ নিচ্ছে, সবার মান প্রায় কাছাকাছি। ওদের অনেকের সঙ্গে আমরা গত দুই বছরে অনেকবার খেলেছি। আশাকরি আমরা অবশ্যই ফাইনাল খেলব। প্রথম ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আফগানিস্তান ভাল দল। শক্তির হিসেবে আমরাও খারাপ না। সাউথ এশিয়ান গেমসে আমরা ওদের বিপক্ষে জিতেছি। প্রথম ম্যাচ জিততে পারলে আমাদের ভাল হবে, অনুপ্রেরণা থাকবে। জোর চেষ্টা চালাব প্রথম ম্যাচ জিততে।’
×