ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় ক্রিকেট লীগ, আশরাফুলের ৩৯, জায়েদের ৬ উইকেট

চতুর্থ রাউন্ডের প্রথমদিনে বোলারদের দাপট

প্রকাশিত: ০৫:৫৩, ২১ ডিসেম্বর ২০১৬

চতুর্থ রাউন্ডের প্রথমদিনে বোলারদের দাপট

স্পোর্টস রিপোর্টার ॥ মঙ্গলবার দেশের চারটি ভেন্যুতে মাঠে গড়িয়েছে ওয়ালটন টিভি জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) প্রথমশ্রেণীর ক্রিকেট আসর। তিন রাউন্ড অনুষ্ঠিত হওয়ার পর দীর্ঘদিন বিরতির পর আবার মাঠে গড়াল চারদিনের ম্যাচের এ আসরটি। প্রথমদিন প্রথম স্তরে ছিল বোলারদের দাপট। ফতুল্লায় মোহাম্মদ আশরাফুলের দল ঢাকা মেট্রোপলিস প্রথম ইনিংস শেষ করেছে মাত্র ১৬৬ রানে। আশরাফুল ৩৯ রান করেন। দিনশেষে ঢাকা বিভাগ ১৯ রান করতেই হারিয়েছে ২ উইকেট। বিকেএসপির তিন নম্বর মাঠে বরিশাল বিভাগ প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১৭১ রানে। জবাবে অবশ্য দারুণ ব্যাট করছে খুলনা বিভাগ। ১ উইকেটে ১০১ রান তুলেছে তারা। দ্বিতীয় স্তরে, বগুড়ায় রাজশাহী বিভাগ ২০৪ রানে গুটিয়ে যাওয়ার পর সিলেট বিভাগ তুলেছে ২ উইকেটে ৪৩। আর সিলেটে ব্যাটসম্যানরা রান পেয়েছেন। রংপুর বিভাগ চট্টগ্রাম ৭ উইকেটে ৩১৫ রান তুলেছে চট্টগ্রাম বিভাগের বিরুদ্ধে। প্রথম স্তর ॥ ফতুল্লায় নজর ছিল সবার। কারণ আশরাফুল মাঠে নামছেন আবার। কিন্তু ওপেনার সাদমান ইসলামের ৪৭, আশরাফুলের ৩৯ ও মেহরাব হোসেনের ২২ রান ছাড়া আর কেউ ভাল ইনিংস খেলতে পারেননি ঢাকা মেট্রোর হয়ে। আশরাফুল ৮০ বলে ৩ চার ও ১ ছয়ে এ রান করেন। ঢাকার বোলারদের দাপটে ১৬৬ রানেই শেষ হয় মেট্রোর প্রথম ইনিংস। মোহাম্মদ শরীফ ৪টি ও নাজমুল ইসলাম ৩টি উইকেট নেন। দিনশেষে ১৯ রানেই দুই উইকেট হারিয়েছে ঢাকা। এখনও ১৪৭ রানে পিছিয়ে তারা। বিকেএসপি-৩ মাঠে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৭১ রানেই গুটিয়ে যায় বরিশাল। অধিনায়ক ফজলে মাহমুদ ১৫০ বলে ১৪ চার ও ১ ছয়ে ৯৫ রানের একটি দারুণ ইনিংস খেলেছেন। এছাড়া আর কারও উল্লেখযোগ্য রান নেই। জিয়াউর রহমান ও আশিকুর রহমান তিনটি করে এবং আল আমিন হোসেন ও বিশ্বনাথ হালদার দুটি করে উইকেট নেন। দিনশেষে মেহেদি হাসানের ৬১ বলে ৮ চারে করা অপরাজিত ৫৫ রানের সুবাদে ১ উইকেটে ১০১ রান তুলে ভাল জবাব দিচ্ছে খুলনা। আর মাত্র ৭০ রানে পিছিয়ে আছে তারা। দ্বিতীয় স্তর ॥ বগুড়াতেও বোলাররাই নিয়ন্ত্রণ করেছেন মাঠ। টস হেরে ব্যাট করতে নেমে তাই রাজশাহী ২০৪ রানেই প্রথম ইনিংসে গুটিয়ে গেছে। বড় কোন ইনিংস খেলতে পারেননি কেউ। ফরহাদ হোসেন ৩৫, মিজানুর রহমান ৩২, মুক্তার আলী ২৯ ও জুনায়েদ সিদ্দিকী ২৬ রান করেন। সিলেটের পেসার আবু জায়েদ রাহী ৪৮ রানে ৬ উইকেট নিয়ে ধস নামান। জবাবে স্বস্তিতে নেই সিলেটও। ২ উইকেটে ৪৩ রান তুলে এখনও ১৬১ রানে পিছিয়ে তারা। ফরহাদ রেজা ২ উইকেট নিয়েছেন। ৩০ রানে ব্যাট করছেন সায়েম আলম। তবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে লিটন দাসের ৯০ বলে ১৩ চারে ৭৩, আরিফুল হকের ৭৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫২ এবং সোহরাওয়ার্দী শুভর ১০৫ বলে ৯ চারে অপরাজিত ৬২ রানে ভাল সংগ্রহ পেয়েছে রংপুর। ৭ উইকেটে ৩১৫ রান তুলেছে তারা। হোসেন আলী ৩টি এবং মোহাম্মদ সাইফুদ্দিন ২টি উইকেট নিয়েছেন। লিচেস্টার হওয়ার পথে নিস! সৌরভ ছড়াচ্ছেন বালোতেল্লি স্পোর্টস রিপোর্টার ॥ গত মৌসুমে রূপকথার জন্ম দিয়ে ক্লাব ইতিহাসের প্রথম প্রিমিয়ার লীগের শিরোপা জিতে লিচেস্টার সিটি। এবার সে পথেই যেন হাঁটছে ফ্রেঞ্চ লীগ ওয়ানের দল নিস। ফ্রেঞ্চ লীগে এবার অপ্রতিরোধ্য গতিতে ছুটছে তারা। রবিবার মারিও বালোতেল্লির জোড়া গোলের সৌজন্যে তারা ২-১ ব্যবধানে হারায় ডিজনকে। সেইসঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটাও সুসংহত করেছে নিস। ইতালির খেয়ালি চরিত্রের স্ট্রাইকার গোড়ালির ইনজুরির সঙ্গে লড়েছেন ছয় সপ্তাহ ধরে। চোট কাটিয়ে ফেরার পর রবিবারই প্রথম একাদশে সুযোগ মেলে তার। আর এই ম্যাচেই করলেন বাজিমাত। সিরি’এ লীগ, প্রিমিয়ার লীগের পর চলতি মৌসুম শুরুর আগেই নিসে যোগ দেন এই ইতালিয়ান স্ট্রাইকার। তবে ফ্রেঞ্চ লীগ ওয়ানে যেন নিজেকে পুরোপুরিই বদলে ফেলেছেন বিশ্বফুটবলের অন্যতম সেরা প্রতিভাবান এই স্ট্রাইকার। চলতি মৌসুমে ৮ ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে ৮বার বল জড়িয়েছেন তিনি। আর ফরাসী ক্লাবটির জার্সিতে সবধরনের প্রতিযোগিতামূলক ১৩ ম্যাচ থেকে করেন ১০ গোল। এই মৌসুমে রীতিমতো উড়ছে নিসও। চলতি মৌসুমের প্রথম ১৮ ম্যাচ থেকে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে তারা। এখন পর্যন্ত তারা পরাজয় দেখেছে মাত্র এক ম্যাচে। বাকি চারটির ফলাফল ড্র। সমান সংখ্যক ম্যাচ থেকে ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে মোনাকো। আর বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) রয়েছে তিন নাম্বারে।
×