ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোনাল্ডোর সাফল্যে মোড়ানো বছর

প্রকাশিত: ০৫:৫৬, ২০ ডিসেম্বর ২০১৬

রোনাল্ডোর সাফল্যে মোড়ানো বছর

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিয়ারে এর চেয়ে ভাল বছর খুব একটা নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ২০১৬ সালে ঈশ্বর তাকে দু’হাত ভরে দিয়েছেন। একের পর এক সাফল্যে ভেসেছেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার। সদ্যই জাপান থেকে জিতে নিয়েছেন ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা। ফাইনালে করেছেন চোখ ধাঁধানো হ্যাটট্রিক। জিতে নিয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল। এর আগে রিয়ালকে জিতিয়েছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ও উয়েফা সুপার কাপের ট্রফি। নিজ দেশ পর্তুগালকে প্রথমবারের মতো উপহার দিয়েছেন ইউরো চ্যাম্পিয়নশিপ। এসবের স্বীকৃতিস্বরূপ দিন কয়েক আগে ইউরোপের সেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন সি আর সেভেন। অপেক্ষা করছে আরেকটি বড় স্বীকৃতি। ২০১৭ সালের জানুয়ারিতে তার হাতেই উঠতে যাচ্ছে ২০১৬ সালের ফিফা বর্ষসেরা ফুটবলের পুরস্কার। এতসব অর্জনের কারণে সঙ্গতকারণেই ২০১৬ সালকে ক্যারিয়ারের অন্যতম সেরা হিসেবে অভিহিত করেছেন ৩১ বছর বয়সী এ ফরোয়ার্ড। ক্লাব বিশ্বকাপ জয়ের পর সোমবার সাক্ষাতকারে রোনাল্ডো বলেছেন, অসাধারণ বছরের এটা দারুণ সমাপ্তি। রোনাল্ডো বলেন, ব্যালন ডি’অর জয়ের পর এটা খুবই আনন্দের সপ্তাহ। বছরের এটা দারুণ এক সমাপ্তি। তিনি আরও বলেন, ক্রিশ্চিয়ানোর কাছে সবসময়ই বেশি প্রত্যাশা থাকে। অবশ্যই আমি আমার সব সতীর্থকে ধন্যবাদ জানাই। তারা না থাকলে যে ব্যক্তিগত ট্রফি জিতেছি, সেগুলো জিততে পারতাম না। ফাইনাল ম্যাচ প্রসঙ্গে সি আর সেভেন বলেন, ম্যাচটা অসাধারণ ছিল। আমাদের বেশ কষ্ট করতে হয়েছে। কিন্তু দিনের শেষে ফলাফলই সব কথা বলে। সত্যিই বছরটা স্মরণীয় হয়ে থাকবে। আমরা খুব করে এই ট্রফিটা চেয়েছিলাম। সম্ভাব্য সেরাভাবে আমরা বছরটা শেষ করছি। আমরা খুবই খুশি। রিয়াল সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭টি ম্যাচে অপরাজিত থাকল। এর মাধ্যমে কোচ হিসেবে জিনেদিন জিদান ফ্যাবিও ক্যাপেলোর ক্লাব রেকর্ড ছাড়িয়ে গেছেন। ম্যাচে এক পর্যায়ে পিছিয়ে পড়লেও আত্মবিশ্বাসী ছিলেন রিয়াল কোচ। জিদান বলেন, ভালো দিক হচ্ছে আমরা নিজেদের কাজগুলো ইতিবাচকভাবে করেছি। পিছিয়ে পড়লেও আমরা জানতাম, যে কোন মুহূর্তে আমরা প্রতিপক্ষকে আঘাত করতে পারি। শিষ্যদের সাদুবাদ দিয়ে তিনি বলেন, খেলোয়াড়দের ধন্যবাদ। কেননা তারা যেটা করছে, সেটা বিস্ময়কর। গত জানুয়ারিতে রাফায়েল বেনিতেজের বিদায়ের পর রিয়ালের হাল ধরে জিদান। স্পেনের সফলতম দলটির কোচ হিসেবে এরই মধ্যে চ্যাম্পিয়ন্স লীগ, উয়েফা সুপার কাপ জিতেছিলেন। জাপানে এসে জিতলেন ক্লাব বিশ্বকাপের শিরোপা। বছরটাকে তাই রোনাল্ডোর মতোই দুর্দান্ত মানছেন তিনিও। জিদান বলেন, সবার জন্য, খেলোয়াড়দের জন্য ২০১৬ সালটা দুর্দান্ত বছর। এটা বিস্ময়কর এবং আমরা যে কাজ করেছি, তাতে আমি ভীষণ উচ্ছ্বসিত। এদিকে রোনাল্ডোকে রিয়াল মাদ্রিদের সর্বকালের সেরা ফুটবলার হিসেবে অভিহিত করেছেন সাবেক স্পেন ও রিয়াল কোচ ভিসেন্টে ডেল বস্ক। সাক্ষাতকারে তিনি বলেন, চ্যাম্পিয়ন্স লীগ ও ইউরো ফুটবলে দুর্দান্ত পারফরমেন্সের জন্যই রোনাল্ডো ব্যালন ডি অ’র জিতেছে। রিয়ালে রোনাল্ডোর আগে আলফ্রেড ডি স্টেফানো, ফেরেঙ্ক পুসকাস, লুইস ফিগো, সাবেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো, জিনেদিন জিদানের মতো বিশ্বসেরা সব খেলোয়াড়রা খেলেছেন। কিন্তু এদের সবার মধ্যে রিয়ালের ইতিহাসে রোনাল্ডোই সেরা। রোনাল্ডোকে সেরা বললেও দুঃখ প্রকাশ করেছেন আন্দ্রে ইনিয়েস্তাকে নিয়ে। কেননা দেশ ও ক্লাবের হয়ে দুর্দান্ত খেলেও আজ পর্যন্ত কোন পদকের দেখা পাননি স্প্যানিশ এ মিডফিল্ডার। এ প্রসঙ্গে তিনি বলেন, ইনিয়েস্তা বিশ্বের সেরা মিডফিল্ডারদের একজন। কিন্তু দুঃখের বিষয় হলো সাংবাদিকরা এ বিষয়টি কখনওই তাদের বিবেচনায় নেয়নি এবং ব্যালন ডি অ’র জয়ে তাকে ভোট দেয়নি।
×