ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গার্মেন্টসের স্থান দখল করবে তথ্যপ্রযুক্তি খাত

প্রকাশিত: ০৪:০৫, ২০ ডিসেম্বর ২০১৬

গার্মেন্টসের স্থান দখল করবে তথ্যপ্রযুক্তি খাত

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০০৬ সালে বাংলাদেশের লোকসংখ্যা ছিল প্রায় ১৩ কোটি। তবু সে সময়ে দেশে খাদ্য ঘাটতি ছিল। বর্তমানে ১৬ কোটি লোকসংখ্যা থাকলেও কোন খাদ্য ঘাটতি নেই। এটা প্রযুক্তির মাধ্যমে সম্ভব হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশে গার্মেন্টস শিল্পকে হটিয়ে দেশের অর্থনেতিক উন্নয়নে ১ নম্বর ভূমিকা পালন করবে তথ্যপ্রযুক্তি খাত। চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজিত বিসিএস ডিজিটাল এক্সপো চট্টগ্রাম-২০১৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, আগামী ৬-৭ বছরের মধ্যে চট্টগ্রামকে একটি স্মার্ট সিটিতে রূপান্তরের অঙ্গীকার নিয়ে আমি কাজ করছি। তথ্যপ্রযুক্তি সুবিধাসংবলিত উন্নত, আধুনিক নাগরিকসেবা পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে আইসিটি মন্ত্রণালয়ের সঙ্গে নানামুখী আলোচনা হয়েছে। মেয়র বলেন, মানুষের জীবনাচরণের সঙ্গে তথ্যপ্রযুক্তির ব্যবহার ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। প্রযুক্তির ব্যবহারে এখন ঘরে বসেই অনেক কাজ সম্পাদন হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ আন্দোলনের এটাই সাফল্য, এটাই দৃশ্যমান প্রাযুক্তিক অগ্রগতি। অনুষ্ঠানের অন্য আয়োজকরা জানান, সচেতনতামূলক ও ব্যবসাবান্ধব এ প্রদর্শনীতে বিশেষ ছাড় ও উপহারসহ তথ্যপ্রযুক্তি পণ্য কেনা যাবে। প্রদর্শনীতে তথ্যপ্রযুক্তি খাতে বন্দরনগরী চট্টগ্রামের অসীম সম্ভাবনা, কর্মপ্রচেষ্টা ও রূপকল্প নান্দনিকভাবে উপস্থাপন করা হবে। এ প্রদর্শনীতে দেশী-বিদেশী নামকরা তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞদের অংশগ্রহণের ফলে নতুন প্রযুক্তি, কলাকৌশল, প্রযুক্তিপণ্য ও সেবা এবং তা নিয়ে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ প্রসারিত হবে। অনুষ্ঠানে জানানো হয়, তথ্যপ্রযুক্তির ৫০টি দেশী-বিদেশী প্রতিষ্ঠান এ প্রদর্শনীতে অংশ নিচ্ছে। এ এক্সপোতে ৮৯টি স্টল এবং ৬টি প্যাভিলিয়ন রয়েছে। মেলায় ওয়াই-ফাইয়ের মাধ্যমে ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। আর শিশুদের জন্য থাকছে বিনামূল্যে ভিডিও গেম খেলার সুযোগ। এজন্য পৃথক গেমিং জোনের ব্যবস্থা রাখা হয়েছে। এক্সপোতে তৃতীয় দিন মঙ্গলবার শিশুদের জন্য থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী। এতে সাধারণ দর্শকদের প্রবেশে টিকেটের দাম রাখা হচ্ছে ২০ টাকা। স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা পরিচয়পত্র প্রদর্শন করে বিনামূল্যে প্রবেশ করতে পারবে।
×