ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোনাল্ডোর হ্যাটট্রিকে শিরোপা রিয়ালের

প্রকাশিত: ০৫:৩৬, ১৯ ডিসেম্বর ২০১৬

রোনাল্ডোর হ্যাটট্রিকে শিরোপা রিয়ালের

স্পোর্টস রিপোর্টার ॥ ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে পৌঁছেই রেকর্ড গড়ে কাশিমা আন্টলারস। জাপানের প্রথম দল হিসেবে ফাইনাল মঞ্চে জায়গা করে নেয় দলটি। রবিবার জাপানের ইয়োকোহামার আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনাল জিতে ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগও এসেছিল কাশিমার। কিন্তু শেষ পর্যন্ত স্বপ্নপূরণ হয়নি দলটির। বলা যায় করতে দেননি সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগীজ সুপারস্টারের দুর্দান্ত হ্যাটট্রিকে ভর করে ফাইনালে স্বাগতিক কাশিমাকে ৪-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরবে ভেসেছে ইউরোপীয়ান চ্যাম্পিয়ন রিয়াল। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে অমীমাংসিত ছিল। গত দুই বছরের মধ্যে এটি ক্লাব বিশ্বকাপে গ্যালাক্টিকোদের দ্বিতীয় শিরোপা। অথচ চ্যাম্পিয়ন হতে পারতো জাপানী ক্লাবটিও। নির্ধারিত ৯০ মিনিটে রিয়ালের সঙ্গে সমানতালে লড়াই করে তারা। পিছিয়ে পড়ার পর এক পর্যায়ে এগিয়ে যায় ২-১ গোলে। পরে সমতা ফেরায় জিনেদিন জিদানের দল। নির্ধারিত সময়ের শেষদিকে জয়সূচক গোলের একাধিক সুযোগ হাতছাড়া করে কাশিমা। তারই খেসারত দিতে হয়েছে অতিরিক্ত ৩০ মিনিটে। এই সময়ে ম্যাচের পুরো আলোটুকু নিজের করে নেন কিছুদিন আগে ব্যালন ডি’অর জেতা রোনাল্ডো। আগের এক গোলের সঙ্গে বাড়তি ত্রিশ মিনিটে আরও দুই গোল করে অনন্য হ্যাটট্রিক করেন সি আর সেভেন। ক্লাব বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে এটিই প্রথম হ্যাটট্রিকের নজির। সেইসঙ্গে রিয়ালকে উপহার দেন মৌসুমের প্রথম শিরোপা। ফাইনালের আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচও উত্তাপ ছড়ায়। মেক্সিকোর ক্লাব আমেরিকাকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে তৃতীয় হয় কলম্বিয়ান ক্লাব এ্যাটলেটিকো ন্যাশিওনাল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ২-২ গোলে অমীমাংসিত থাকে। ম্যাচের শুরুতে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ২-০ গোলে এগিয়ে যায় ন্যাশিওনাল। সেমিতে কাশিমার কাছে ৩-০ গোলে হেরে ফাইনালে উঠতে ব্যর্থ হওয়া ক্লাবটি ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় মিগুয়েল সামুডিওর আত্মঘাতী গোলে (১-০)। ম্যাচের ২৬ মিনিটে গোল করে দলকে দ্বিগুণ ব্যবধানে পৌঁছে দেন আলেজান্দ্রো গুয়েরা (২-০)। তবে বিরতিতে যাওয়ার আগে মেক্সিকান ক্লাবকে লড়াইয়ে ফিরিয়ে আনেন মাইকেল আরোয়ো। অসাধারণ এক ভলিতে ৩৮ মিনিটে তিনি একটি গোল পরিশোধ করলে স্বস্তি ফিরে পায় ক্লাব আমেরিকা। বিরতির পর ম্যাচের ৬৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আমেরিকাকে সমতায় ফেরান বদলি খেলোয়াড় ওরিবে পেরাল্টা। যদিও শেষ পর্যন্ত টাইব্রেকার ভাগ্যের কাছে আত্মসমর্পণ করতে হয়েছে আমেরিকাকে। ফাইনালে কাশিমার রিরুদ্ধে ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় রিয়াল। ডি বক্সের মাথা থেকে লুকা মডরিচের ভলি গোলরক্ষক হিটোশি সোগাহাটা ফেরালে বল এসে পড়ে ঠিক করিম বেনজামার পায়ে। কাছ থেকে সহজেই লক্ষ্যভেদ করেন ফরাসী তারকা (১-০)। প্রথমার্ধের শেষদিকে ধারার বিপরীতেই সমতা ফেরায় জে লীগ চ্যাম্পিয়ন কাশিমা। বাঁদিক থেকে আসা ক্রসে বল পা দিয়ে নামিয়ে ভলিতে দারুণ গোল করেন গাকু শিবাসাকি (১-১)। বিরতির পর ৫২ মিনিটে আবারও শিবাসাকি ঝলক। তার অসাধারণ গোলে ২-১ গোলে এগিয়ে যায় কাশিমা। রিয়াল অধিনায়ক সার্জিও রামোস বল ঠিকমতো বিপদমুক্ত করতে না পারায় বল পেয়ে সামনে থাকা তিন জনকে ফাঁকি দিয়ে দুর্দান্ত শটে জালে জড়ান এই ফরোয়ার্ড। পিছিয়ে পড়ে রিয়ালের সমতায় ফিরতে অবশ্য বেশি সময় লাগেনি। ৬০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে সমতায় ফেরান রোনাল্ডো (২-২)। ডি বক্সে ভাসকেসকে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান জাম্বিয়ার রেফারি জান্নি। এরপর রিয়াল বেশ কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া করে। ম্যাচে শেষ পাঁচ মিনিটে কাশিমাও অনেকগুলো সুযোগ মিস করে। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এ সময় জাদু দেখান রোনাল্ডো। মূলত সি আর সেভেনই পার্থক্য গড়ে দেন। ছয় মিনিটের ব্যবধানে দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূরণসহ রিয়ালকে স্বপ্নের শিরোপা পাইয়ে দেন। ৯৮ মিনিটে গোল করে রিয়ালকে ৩-২ গোলে এগিয়ে দেন রোনাল্ডো। ১০৪ মিনিটে ব্যবধান ৪-২ করা গোলটিও করেন পর্তুগীজ তারকা।
×