ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইনস্টাগ্রামের ব্যবহারকারী ৬০ কোটি ছাড়াল

প্রকাশিত: ০৫:০২, ১৯ ডিসেম্বর ২০১৬

ইনস্টাগ্রামের ব্যবহারকারী ৬০ কোটি ছাড়াল

ফেসবুকের সহযোগী প্রতিষ্ঠান ইনস্টাগ্রামের ব্যবহারকারীর সংখ্যা ৬০ কোটি ছাড়িয়েছে। এর মধ্যে গত ৬ মাসেই ১০ কোটি গ্রাহক নিবন্ধিত হয়েছে বলে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। কিছু নতুন ফিচার আনার ফলে সামাজিক যোগাযোগের এই মাধ্যমটিতে ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে বলে মনে করছেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এদের মধ্যে ৩০ কোটিই নিয়মিত ব্যবহারকারী বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা। তিনি জানান, ইনস্টাগ্রামে দুই ধরনের ব্যবহারকারী রয়েছে। কেউ প্রতিদিনই সক্রিয় থাকেন, আর কেউ প্রতিদিন না হলেও বিরতি দিয়ে হলেও নিয়মিতই তার এ্যাকাউন্ট দেখেন। তবে আমরা সৌভাগ্যবান যে মোট গ্রাহকের প্রায় ৫০ ভাগ সব সময়ই সক্রিয়। সেই হিসেবে ৩০ কোটি ব্যবহারকারী সব সময়ই সক্রিয় থাকেন। -অর্থনৈতিক রিপোর্টার
×