ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চেন্নাই টেস্ট

ডসনের রেকর্ডে ইংলিশদের বড় সংগ্রহ

প্রকাশিত: ০৫:৫৫, ১৮ ডিসেম্বর ২০১৬

ডসনের রেকর্ডে ইংলিশদের বড় সংগ্রহ

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেকেই আট নম্বরে নেমে রেকর্ড সর্বোচ্চ অপরাজিত ৬৬ রান করেছেন লিয়াম ডসন। টেলএন্ডে দুর্দান্ত আরেকটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন আদিল রশিদ। তিনি করেছেন ৬০ রান। তার আগে ফর্মের তুঙ্গে থাকা মঈন আলির ১৪৬ রানের ম্যারাথন সেঞ্চুরির ওপর ভর করে চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ৪৭৭ রানে বড় স্কোর গড়েছে সফরকারী ইংলিশরা। জবাবে দ্বিতীয়দিন শেষে বিনা উইকেটে ভারতের সংগ্রহ ৬০ রান। লোকেশ রাহুল ৩০ ও পার্থিব প্যাটেল ২৮ রান নিয়ে ক্রিজে রয়েছেন। ৩-০তে এগিয়ে থেকে ইতোমধ্যে পাঁচ টেস্টের সিরিজ পকেটে পুরেছে বিরাট কোহলির ভারত। প্রথম টেস্ট ড্র হয়। সিরিজ শেষ হয়ে যাওয়ায় হারানোর কিছু নেই। ইংল্যান্ডের ইনিংসটিতে হয়ত সেটিরই প্রতিফলন। ব্যক্তিগত ১০ রান করে আউট হওয়ার পথে ১১ হাজারি ক্লাবে নাম লিখিয়েছেন অধিনায়ক এ্যালিস্টার কুক। ৪ উইকেটে ২৮৪ রান নিয়ে দ্বিতীয়দিন শুরু করা ইংল্যান্ডের হয়ত আরও বড় প্রত্যাশা ছিল। কারণ তখনও সেঞ্চুরি হাঁকিয়ে ক্রিজে মঈন এবং অন্যতম সেরা অলরাউন্ডার বেন স্টোকস। এদিন দু’জনই অবশ্য ব্যর্থ হয়েছেন। ১২০-এর সঙ্গে আর ২৬ রান যোগ করে মঈন আউট হয়েছেন ১৪৬ রানে। ইংল্যান্ডের বাইরে এটি তার ক্যারিয়ার সেরা ইনিংস। তবে স্কোরটা বড় হয়েছে ডসন ও রশিদের কারণে। অষ্টম উইকেট জুটিতে মূল্যবান ১০৮ রান যোগ করেন তারা। ইংল্যান্ডের হয়ে অভিষেকেই ৮ নম্বরে নেমে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন ২৬ বছর বয়সী ডসন। ৬৬ রানে অপরাজিত থাকেন হ্যাম্পশায়ারের এই ডানহাতি ব্যাটসম্যান। ১৪৮ বলের ইনিংসে হাঁকিয়েছেন ৫টি চার ও ১টি ছক্কা। ডসন এর মধ্য দিয়ে ভেঙ্গে দিয়েছেন সতীর্থ জনি বেয়ারস্টোর বাবা ডেভিড বেয়ারস্টোর রেকর্ড। কাকতালীয় বিষয়, ১৯৭৯ সালে অভিষেকে আট নম্বরে নেমে এই ভারতের বিপক্ষেই ৫৯ রান করেছিলেন বেয়ারস্টো সিনিয়র। তার আগে দিনের প্রথম ওভারেই স্টোকসকে (৬) ফিরিয়ে দেন রবিচন্দ্রন অশ্বিন। দুই অঙ্কে যেতে পারেননি জস বাটলারও (৫)। মঈন ফেরার পর ৩২১ রানে প্রথম সাত ব্যাটসম্যানকে হারান ইংল্যান্ডের সামনে তখন চারশ’ রান করা নিয়েই শঙ্কা। সেখান থেকেই দলকে ৪৭৭ পর্যন্ত নিয়ে যাওয়ার কৃতিত্ব ডসন-রশিদের। অষ্টম উইকেটে এই দুই অলরাউন্ডার গড়েন ৯৮ রানের জুটি। আগেরদিন ৩ উইকেট পাওয়া রবীন্দ্র জাদেজা এদিন কোন উইকেট পাননি। দিনের প্রথম ওভারে উইকেট পাওয়া অশ্বিনের সাফল্য ওই একটিই। দুই পেসার ইশান্ত শর্মা ও উমেশ যাদব নেন ২টি করে উইকেট। জবাবে দিন শেষে ভারতের সংগ্রহ কোন উইকেট না হারিয়ে ৬০ রান। রাহুল ৩০ ও প্যাটেল ২৮ রানে ব্যাট করছেন। উইকেটের আশায় ২০ ওভারে ৬ বোলার ব্যবহার করেন অধিনায়ক এ্যালেস্টার কুক। তবে কোন কাজ হয়নি, সাবধানী ব্যাটিংয়ে কোন ক্ষতি ছাড়াও সময়টুকু পার করে দেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান। স্কোর ॥ ইংল্যান্ড ১ম ইনিংস ৪৭৭/১০ (১৫৭.২ ওভার; কুক ১০, জেনিংস ১, রুট ৮৮, মঈন ১৪৬, বেয়ারস্টো ৪৯, স্টোকস ৬, বাটলার ৫, ডসন ৬৬*, রশিদ ৬০, ব্রড ১৯, বল ১২; যাদব ২/৭৩, ইশান্ত ২/৪২, জাদেজা ৩/১০৬, অশ্বিন ১/১৫১, মিশ্র ১/৮৭, নায়ার ০/৪)। ভারত ১ম ইনিংস ৬০/০ (২০ ওভার; রাহুল ৩০*, প্যাটেল ২৮*; ব্রড ০/৬, বল ০/৯, মঈন ০/১৮, স্টোকস ০/১২, রশিদ ০/১৩, ডসন ০/০)। ** দ্বিতীয়দিন শেষে
×