ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অনুর্ধ-১৯ এশিয়া কাপ ক্রিকেট

বাংলাদেশ-পাকিস্তান লড়াই আজ

প্রকাশিত: ০৫:৫৩, ১৮ ডিসেম্বর ২০১৬

বাংলাদেশ-পাকিস্তান লড়াই আজ

স্পোর্টস রিপোর্টার ॥ অনুর্ধ-১৯ এশিয়া কাপ ক্রিকেটে আজ লীগ পর্বের শেষদিনের খেলা রয়েছে। বাংলাদেশ যুব দলও লীগ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে। প্রতিপক্ষ পাকিস্তান অনুর্ধ-১৯ ক্রিকেট দল। ম্যাচটি শ্রীলঙ্কার গলে অনুষ্ঠিত হবে। ম্যাচটি বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে। ম্যাচটি জিতলেই সেমিফাইনালে খেলা নিশ্চিত করে নেবে বাংলাদেশ দল। এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে শেষ চারে খেলবে। হারলেও সেমিফাইনালে খেলার স্বপ্নের বাস্তব রূপ মিলতে পারে। কিভাবে? টুর্নামেন্টে বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে। যে গ্রুপে পাকিস্তান, আফগানিস্তান ও সিঙ্গাপুর যুব দলও আছে। দুটি দল খেলবে সেমিফাইনালে। বাংলাদেশ দল দুটি ম্যাচ জিতেছে। আফগানিস্তান ও সিঙ্গাপুর যুব দলকে যথাক্রমে ৪ ও ৭ উইকেটে হারিয়েছে। ২ ম্যাচ খেলে ২ জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান যুব দল। দলটি ২ ম্যাচে ১ জয় পেয়েছে। সিঙ্গাপুরকে হারালেও আফগানিস্তানের কাছে হেরে গেছে। সিঙ্গাপুর টানা দুই ম্যাচে হেরে বিদায় নিয়েছে। বাকি থাকে আরেক দলের বিদায় নেয়া। আজ বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের আর ২ ম্যাচে ১ জয় পাওয়া আফগানিস্তানের বিপক্ষে খেলবে সিঙ্গাপুর। যদি পাকিস্তান জিতে ও আফগানিস্তানও জিতে; তাহলে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের ৩ ম্যাচে ২ জয় করে হবে। আজকের ম্যাচগুলো শুরু হওয়ার আগে বাংলাদেশের ৯ পয়েন্টের বিপরীতে পাকিস্তানের ৫ ও আফগানিস্তানের ৪ পয়েন্ট রয়েছে। এক ম্যাচ জয়ে ৪ পয়েন্ট মিলে। সেই সঙ্গে বড় ব্যবধানে জিতলে ১ পয়েন্ট বোনাসও মিলে। যদি পাকিস্তান ও আফগানিস্তান বড় ব্যবধানে জয় পায়, বোনাস পয়েন্টসহ মিলে, তাহলেও পয়েন্টে বাংলাদেশকে পেছনে ফেলতে পারবে না। সমান হবে। সব দলই ৯ পয়েন্ট করে পাবে। তখন রানরেটের হিসেব হবে। সেই রানরেটে অনেক এগিয়ে আছে বাংলাদেশ। বাংলাদেশের রানরেট যেখানে +২.৪২৮, সেখানে পাকিস্তানের রানরেট +২.১৫৫ ও আফগানিস্তানের রানরেট -০.১২৫। রানরেটে বাংলাদেশকে পেছনে ফেলা পাকিস্তানের জন্য কঠিন। আফগানিস্তানের জন্যতো অনেক কঠিন। তার মানে বলাই যায়, বাংলাদেশ সেমিফাইনালে চলে গেছে। এখন দেখা যাক, শেষ পর্যন্ত আজ কি ঘটে। যদি বাংলাদেশ সেমিফাইনালে উঠে যায়, তাহলে বাংলাদেশ যুব দলের আশা পূরণ হবে। অধিনায়ক সাইফ হাসান যে সেমিফাইনালে খেলার স্বপ্নের কথা বলেছিলেন, তার পূর্ণতা মিলবে। যে স্বপ্নের কথা অধিনায়ক সাইফ হাসান দেশ ছাড়ার আগেই বলেছিলেন। জানিয়েছিলেন, ‘প্রথম রাউন্ডটাতে যদি আমরা ভালভাবে নিজেদের কাজটা করতে পারি, অবশ্যই সেমিফাইনাল খেলব। তেমন চ্যালেঞ্জ মনে হচ্ছে না। কারণ অনুর্ধ-১৯-এর ক্ষেত্রে সবগুলো দেশের দলেই আগের বছর যারা খেলে তারা পরের বছর আর থাকে না। তাই সবাই নতুন। আমাদের দলের সবাই বিভিন্ন বয়সভিত্তিক দল থেকেই উঠে এসেছে। আমাদের দলটা বেশ ভারসাম্যপূর্ণ। যখন আমরা অনুর্ধ-১৭তে ছিলাম বেশ কয়েকজন একসাথে খেলেছি। পারস্পরিক বোঝাপড়াটা বেশ ভাল।’ সঙ্গে যোগ করেছিলেন, ‘আমাদের প্রস্তুতিটাও বেশ ভাল হয়েছে। একসাথে ক্যাম্প করেছি, অনুশীলন ম্যাচ খেলেছি। এসব কারণে সবাই বেশ ভালভাবেই প্রস্তুত। ম্যাচ বাই ম্যাচ আমরা খেলব। আশা করছি খুব ভাল খেলতে পারব।
×