ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইপিএল ২০১৭

আবারও কলকাতায় সাকিব, হায়দরাবাদে মুস্তাফিজ

প্রকাশিত: ০৫:৫২, ১৮ ডিসেম্বর ২০১৬

আবারও কলকাতায় সাকিব, হায়দরাবাদে মুস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান কি ভুলই করে ফেললেন? এ পেসারতো অনেক চড়া মূল্যে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) দল পেতেন। কিন্তু সে পথে হাঁটেননি মুস্তাফিজ। পারস্পরিক বোঝাপড়ায় আবারও গত আসরের চ্যাম্পিয়ন দল সানরাইজার্স হায়দরাবাদেই থেকে গেলেন মুস্তাফিজ। তাকে রেখে দিল হায়দরাবাদ। সঙ্গে কলকাতা নাইট রাইডার্সও (কেকেআর) আবার বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসানকে ধরে রাখল। আগামী বছর ৫ এপ্রিল থেকে ২১ মে পর্যন্ত চলবে আইপিএল। এ আসরের জন্য ক্রিকেটার ধরে রাখা ও ছেড়ে দেয়ার সময় চলছে এখন। ৪ ফেব্রুয়ারি ব্যাঙ্গালুরুতে হবে ক্রিকেটারদের নিলাম। এরই মধ্যে কয়েকটি দল মোট ৪০ ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে। কেভিন পিটারসেন, ইয়ন মরগান, ডেল স্টেইন, মরনে মরকেল, জেসন হোল্ডার, মিচেল জনসনের মতো ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে দলগুলো। এরমধ্যে রাইজিং পুনে সুপার জায়ান্টই ১০ ক্রিকেটারকে দল থেকে ছেঁটে ফেলেছে। হায়দরাবাদ ও কেকেআরও কয়েকজন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে। তবে মুস্তাফিজকে হায়দরাবাদ ও সাকিবকে কেকেআর ছাড়েনি। রেখে দিয়েছে। গত আসরে হায়দরাবাদে খেলে মুস্তাফিজ। তার মূল্য ছিল ১ কোটি ৪০ লাখ রুপি। এবার স্বাভাবিকভাবেই তার দাম বাড়ার কথা। গত আসর যে মুস্তাফিজ মাতিয়ে দিয়েছেন। অভিষেক আইপিএল আসরেই চমক জাগিয়েছেন মুস্তাফিজ। তাই হায়দরাবাদ কোনভাবেই মুস্তাফিজকে ছাড়তে রাজি নয়। মুস্তাফিজের ‘কাটারে’ই একের পর এক দল বিধ্বস্ত হয়েছে, একের পর এক দল কাত হয়েছে। শেষ পর্যন্ত চ্যাম্পিয়নও হয়েছে হায়দরাবাদ। মুস্তাফিজ ১৬ ম্যাচে ২৪.৭৬ গড়ে ১৭ উইকেট তুলে নেন। নজরকাড়া বোলিংয়ে দেশ-বিদেশের অসংখ্য দর্শকের ভালবাসার পাশাপাশি ‘দ্য ফিজ’, ‘ম্যাজিক্যাল মুস্তাফিজ’সহ বিভিন্ন উপাধি পান সাতক্ষীরার তরুণ এই পেসার। আর তাইতো আসন্ন আসরেও মুস্তাফিজের ওপরই ভরসা রাখছে হায়দরাবাদ। তবে কত অর্থ দিয়ে মুস্তাফিজকে এবার নেয়া হয়েছে, তা এখনও ফাঁস করেনি হায়দরাবাদ। এখন মুস্তাফিজ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দলের সঙ্গে প্রস্তুতি ক্যাম্পে আছেন। মুস্তাফিজের মতো সাকিবকে আবারও দলে ভিড়িয়েছে কেকেআর। এবারও কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে মাঠ মাতাবেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব। আইপিএলের গত আসরে ১০ ম্যাচের সাত ইনিংস ব্যাট করেছিলেন সাকিব। ২২.৮০ গড়ে করেছিলেন ১১৪ রান। সর্বোচ্চ অপরাজিত ৬৬ রান। স্ট্রাইক রেট ছিল ১০৭.৫৪। সমান সংখ্যক ম্যাচের নয় ইনিংসে বল হাতে ৪৮.৫৯ গড়ে উইকেট নিয়েছিলেন পাঁচটি। নজরকাড়া পারফর্মেন্স না হলেও বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের ওপর আবারও আস্থা রেখেছে দলটি। আইপিএলের দশম আসরেও কেকেআরের হয়ে খেলবেন সাকিব। ২০১১ সাল থেকেই কেকেআরের হয়ে খেলেন সাকিব। প্রথমবার নিলামে ওঠার পর থেকে আর তাকে ছাড়েনি কলকাতা। সাকিব এখন কলকাতার বাঙালী খেলোয়াড়দেরও আইকন। সাকিব ছাড়া বাংলার এই দলে বাঙালী খেলোয়াড় ?আর কেউ ছিল না গত আসরে। সাকিবের সঙ্গে পাঁচ বছরের বন্ধনটা অটুট রেখেছে কেকেআর। সাকিবের আইপিএল অভিষেক কলকাতা দিয়েই। ২০১১ সালে কেকেআরে যে নিলামের মাধ্যমে যোগ দেন সাকিব। একই দলে খেলে চলেছেন। কলকাতার হয়ে এখন পর্যন্ত ৪২টি ম্যাচ খেলেছেন। ২১.৬০ গড়ে করেছেন ৪৯৭ রান, উইকেট নিয়েছেন ৪৩টি। এখন অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দলের সঙ্গে প্রস্তুতি ক্যাম্পে আছেন সাকিবও।
×