ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অনুর্ধ-১৯ এশিয়া কাপ ক্রিকেট

আফগানদের হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

প্রকাশিত: ০৬:০০, ১৬ ডিসেম্বর ২০১৬

আফগানদের হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার ॥ আফগানিস্তান অনুর্ধ-১৯ ক্রিকেট দলকে ৪ উইকেটে হারিয়ে অনুর্ধ-১৯ এশিয়া কাপ ক্রিকেটে শুভ সূচনা করেছে বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দল। শ্রীলঙ্কার মাতারায় ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল। ৪৮.৩ ওভারে ১৪৬ রান করতেই অলআউট হয়ে যায় আফগানরা। কাজী অনিক চারটি ও মুকিদুল ইসলাম ৩ উইকেট নিয়ে আফগানদের ধসে দেয়। জবাবে ৪৩.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫০ রান করে ম্যাচ জিতে বাংলাদেশ। অধিনায়ক সাইফ হাসান সর্বোচ্চ ৬৭ রান করেন। রায়ান রাফসান দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন। জাহির খান ২ উইকেট নিতে সক্ষম হন। এ টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য সেমিফাইনাল খেলা। এরপর লক্ষ্য ফাইনাল খেলা। শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে অধিনায়ক সাইফই এমনটি জানিয়েছিল, ‘প্রথম রাউন্ডটাতে যদি আমরা ভালভাবে নিজেদের কাজটা করতে পারি, অবশ্যই সেমিফাইনাল খেলব। তেমন চ্যালেঞ্জ মনে হচ্ছে না। কারণ অনুর্ধ-১৯ এর ক্ষেত্রে সবগুলো দেশের দলেই আগের বছর যারা খেলে তারা পরের বছর আর থাকে না। তাই সবাই নতুন। আমাদের দলের সবাই বিভিন্ন বয়সভিত্তিক দল থেকেই উঠে এসেছে। আমাদের দলটা বেশ ভারসাম্যপূর্ণ। যখন আমরা অনুর্ধ-১৭তে ছিলাম বেশ কয়েকজন একসাথে খেলেছি। পারস্পরিক বোঝাপড়াটা বেশ ভাল। আমাদের প্রস্তুতিটাও বেশ ভাল হয়েছে। একসাথে ক্যাম্প করেছি, অনুশীলন ম্যাচ খেলেছি। এসব কারণে সবাই বেশ ভালভাবেই প্রস্তুত। ম্যাচ বাই ম্যাচ আমরা খেলব। আশা করছি খুব ভাল খেলতে পারব।’ প্রথম ম্যাচটি দুর্দান্তভাবেই খেলল বাংলাদেশ যুবারা। ৪৯ রানেই আফগানদের ৪ উইকেট শিকার করে ফেলে। এরপর পঞ্চম উইকেটে ৫৪ রানের একটি জুটি হয়। তারপর আবার আফগানদের ধস নামে। ৪৩ রানেই (১০৩ রান থেকে ১৪৬ রান) ৬ উইকেট হারিয়ে বসে আফগানিস্তান। বাংলাদেশের প্রথম উইকেট ১৯ রানে পড়লেও দ্বিতীয় উইকেটেই সাইফ ও আফিফ হোসেন ধ্রুব মিলে ৪২ রানের জুটি গড়ে। ৬১ রানে ধ্রুব ও ৬৮ রানে হাবিবুর রহমান আউট হওয়ার পর চতুর্থ উইকেটে রায়ান রাফসানকে নিয়ে ৭৪ রানের জুটি গড়ে সাইফ। এই জুটিতেই জয়ের কাছাকাছি চলে যায় বাংলাদেশ। ম্যাচ জিততে ৫ রান বাকি থাকতে ১৪২ রানে গিয়ে সাইফ (৬৭) ও রায়ান (৩২) আউট হয়ে যায়। জিততে ১ রান যখন বাকি, তখন কাজী অনিকও সাজঘরে ফেরে। ৫ রানের মধ্যেই তিন উইকেট পড়ে যায় বাংলাদেশের। শেষ পর্যন্ত ১৫০ রান করে জয় তুলে নেয় বাংলাদেশ। টুর্নামেন্টে বরাবরের মতো আট দেশ অংশ নিচ্ছে। দুই গ্রুপে খেলা হচ্ছে। ‘গ্রুপ-এ’তে ভারত, স্বাগতিক শ্রীলঙ্কা, মালয়েশিয়া, নেপাল ও ‘গ্রুপ-বি’তে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ও সিঙ্গাপুর খেলছে। আজ সিঙ্গাপুর যুব দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ। রবিবার পাকিস্তানের বিপক্ষে লড়াই করবে বাংলাদেশ যুব দল।
×