ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন খেতাব জিতলেন মারে-কারবার

প্রকাশিত: ০৫:৫৯, ১৬ ডিসেম্বর ২০১৬

ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন খেতাব জিতলেন মারে-কারবার

স্পোর্টস রিপোর্টার ॥ দুর্দান্ত এক মৌসুম কাটালেন ব্রিটেনের এ্যান্ডি মারে এবং জার্মানির এ্যাঞ্জেলিক কারবার। প্রথমবারের মতো এটিপি বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে থেকে বছর শেষ করেছেন মারে। সে কারণে আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) বিবেচনায় ২০১৬ সালের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের খেতাবও জিতেছেন স্কটিশ তারকা। পুরুষ এককে মারে এই খেতাব জিতলেও ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছেন তারই ভাই জেমি মারে। এই প্রথম একই বছর সিঙ্গেলস ও ডাবলসে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসেবে দুই ভাই একসাথে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখালেন। নারীদের বিভাগে এই খেতাব জিতেছেন এ্যাঞ্জেলিক কারবার। ১৯৯৬ সালে জার্মান তারকা স্টেফি গ্রাফের পর প্রথম কোন জার্মান নারী হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন কারবার। গত নবেম্বরে এটিপি ওয়ার্ল্ড ট্যুরের ফাইনালে নোভাক জোকোভিচকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা দখল করেন এ্যান্ডি মারে। সেইসঙ্গে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে থেকে বছর শেষ করতে যাচ্ছেন তিনি। চলতি বছর ২৯ বছর বয়সী এই বৃটিশ তারকা উইম্বলডনের শিরোপা ও রিও অলিম্পিকে স্বর্ণজয়সহ সর্বমোট ৯টি টুর্নামেন্টের শিরোপা জিতেছেন। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুইবার অলিম্পিক স্বর্ণপদক জয়ের স্বাদ পান। আর তারই পুরস্কার হিসেবে বর্ষসেরার পুরস্কার নিজের শোকেসে তোলেন তিনি। এতে দারুণ রোমাঞ্চিত মারে। এ প্রসঙ্গে মারে তার অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আইটিএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসেবে নাম পাওয়া আমার কাছে বিশেষ কিছু। এই বছরটা আমার ক্যারিয়ারের সত্যিই স্মরণীয় একটি বছর। আবারও উইম্বলডন জেতা, নিজের অলিম্পিক স্বর্ণ ধরে রাখা, র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ওঠাÑ এসবই বছরটাকে অন্যরকম করে তুলেছে। তার ওপর জেমির জন্য বছরটা আরও বেশি স্মরণীয় হয়ে আছে।’ ডাবলসে জেমি মারে তার পার্টনার ব্রাজিলের ব্রুনো সোরেসকে নিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন খেতাব জিতেছেন। অন্যদিকে নারীদের বিভাগে এই খেতাব জিতেছেন ফ্রেঞ্চ জুটি ক্যারোলিন গার্সিয়া ও ক্রিস্টিনা ম্লাদেনোভিচ। পুরুষ এককে যেমন মারে তেমনি মহিলা এককে আলো ছড়িয়েছেন জার্মানির এ্যাঞ্জেলিক কারবার। যার শুরুটা করেছিলেন মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্টেই। ২৮ বছর বয়সী কারবার সেরেনা উইলিয়ামসকে পরাজিত করে অস্ট্রেলিয়ার ওপেন জয় করেছিলেন। এরপরের দুটি মেজর টুর্নামেন্টের শিরোপা জিততে না পারলেও ইউএস ওপেনের ট্রফি নিজের শোকেসে তুলেছেন ঠিকই। সেইসঙ্গে ক্রীড়ার মহাযজ্ঞ রিও অলিম্পিকে রৌপ্য পদক জয় করেছেন কারবার। পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা এবারও ধরে রাখতে চান তিনি।
×