ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি আবাহনী-শেখ জামাল

প্রকাশিত: ০৪:৩০, ১৫ ডিসেম্বর ২০১৬

হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি আবাহনী-শেখ জামাল

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরেয়া ফুটবলের সবচেয়ে বড় আসর ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগে’র ২০তম রাউন্ড শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে শিরোপার সুবাতাস পাওয়া ঢাকা আবাহনীর মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানম-ি। ম্যাচটি শুরু হবে বেলা ৩টায়। একই ভেন্যুতে দিনের অন্য ম্যাচে সন্ধ্যা পৌনে ৬টায় শেখ রাসেলের মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব (লীগের সূচীতে কিছুটা পরিবর্তন এসেছে। নতুন সূচী অনুযায়ী দিনের প্রথম ম্যাচগুলো আগে বিকেল সাড়ে তিনটায়। আর দ্বিতীয় ম্যাচ আগে হতো সন্ধ্যা সোয়া ছয়টায়)। শিরোপার জন্য এখন মূলত লড়াই চলছে দুই আবাহনীর মধ্যে। ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে থেকে ঢাকা আবাহনীর অনেক কাছাকাছি আছে চট্টগ্রাম আবাহনী। ১৯তম রাউন্ডে শেখ রাসেলের সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারানোয় শিরোপা লড়াইয়ে ঢাকা আবাহনীকে ছুঁয়ে ফেলার মওকা পায় চট্টগ্রাম আবাহনী। যদিও বুধবার সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে দেখা গেছে পয়েন্ট টেবিলটি আপডেট করা হয়নি। লীগে এখনও অপরাজিত আছে আবাহনী। রয়েছে লীগ টেবিলের শীর্ষেও। ১৯ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৪৩ পয়েন্ট। আজ শেখ জামালকে হারাতে পারলে তারা শিরোপা জয়ের কাছাকাছি চলে যাবে অনেকটাই। সেক্ষেত্রে দুইয়ে থাকা চট্টগ্রাম আবাহনী যদি ২০তম রাউন্ডের ম্যাচে জিতে যায় তাহলে দু’দলের পয়েন্ট সমান হয়ে যাবে। শেখ জামালের অবশ্য শিরোপা জয়ের তেমন সুযোগ নেই। লীগে টানা তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে এবার পেশাদার লীগ মিশন শুরু করলেও দলটির সংগ্রহ ১৯ ম্যাচে ৩০ পয়েন্ট। আবাহনীকে হারাতে পারলে পয়েন্ট হবে ৩৩, যা শীর্ষে থাকা দুই আবাহনীর চেয়ে অনেক কম। তবে আবাহনীর বিপক্ষে শেখ জামালের লড়াইটা শিরোপার লড়াইয়ে থাকার না হলেও মর্যাদার। তাই তো ম্যাচের আগেই শেখ জামাল ঘোষণা করে দিয়েছেÑ আবাহনীকে হারাতে পারলে ১০ লাখ টাকা বোনাস দেয়া হবে। আবাহনী আজ তাদের ইংলিশ ফরোয়ার্ড লি টাককে ছাড়াই খেলতে নামবে। আগের ম্যাচে শেখ রাসেলের বিপক্ষে লালকার্ড পান টাক। দলের নাইজিরিয়ান ফরোয়ার্ড সানডে সিজোবাও আজকের ম্যাচে খেলতে পারবেন না। তার লিগামেন্ট ইনজুরি। লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় চলতি লীগের বাকি ম্যাচগুলোতেও খেলতে পারবেন না। উল্লেখ্য, চলতি লীগের সর্বোচ্চ গোলদাতা হচ্ছেন সানডে (১৮ গোল)। দলের দুই সেরা ফুটবলারকে হারিয়েও চিন্তিত নয় আবাহনী। কারণ সবশেষ শেখ রাসেলের বিপক্ষে ম্যাচে বলতে গেলে এই দু’জনকে ছাড়াই (অধের্ক সময় মাঠে ছিলেন লি-সানডে) ১০ জনের দল নিয়ে ড্র করেছিল আবাহনী। এটাই বাড়তি প্রেরণা যোগাবে তাদের। প্রথম লেগে আবাহনী-শেখ জামালের ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছিল। এদিকে ১৯ ম্যাচে শেখ রাসেলের সংগ্রহ ২১ পয়েন্ট। ১২ দলের মধ্যে অবস্থান ৯-এ। ১৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে মোহামেডান রয়েছে ঠিক শেখ রাসেলের পরই। রেলিগেশনের ভাবনা এখনও দূর হয়নি এ দু’দলের। আজ যে জিতবে কিছুটা হলেও রেলিগেশন শঙ্কা দূর হবে। প্রথম লেগে মোহামেডানের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জিতেছিল শেখ রাসেল।
×