ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্যালন ডি’অর জয়ের পর বললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কর ফাঁকি প্রসঙ্গে রিয়াল তারকার দাবি- আমি ভণ্ড নই, অন্যায় কিছু করিনি

‘মেসির সঙ্গে খেললে আরও বেশি জিততাম’

প্রকাশিত: ০৪:২৮, ১৫ ডিসেম্বর ২০১৬

‘মেসির সঙ্গে খেললে আরও বেশি জিততাম’

স্পোর্টস রিপোর্টার ॥ বিষয়টা যেন জানা ছিল সবারই। প্রত্যাশিতভাবেই ২০১৬ সালের ব্যালন ডি’অর এ্যাওয়ার্ড জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফ্রান্স ফুটবলের সেরা মুকুট পরার পর প্রশংসায় ভাসছেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার। বর্তমানে ফিফা ক্লাব বিশ্বকাপ খেলতে জাপানে অবস্থান করছেন রোনাল্ডো। ব্যালন ডি’অর অনুষ্ঠানে থাকতে না পারলেও সেখানে সতীর্থদের সঙ্গে উদযাপন করেছেন। আর সাক্ষাতকারে জানিয়েছেন, লিওনেল মেসির সঙ্গে খেলতে পারলে ব্যালন ডি’অর জয়ের সংখ্যাটা আরও বেশি হতো। এ সময় সি আর সেভেন সাম্প্রতিক সময়ে কর ফাঁকি প্রসঙ্গেও কথা বলেন। এ বিষয়ে রোনাল্ডো স্পষ্টভাবে জানান, আমি ভ- নই, অন্যায় কিছু করিনি। আমাকে নিয়ে যা হয়েছে তা রীতিমতো অপমানজনক। ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত নয়টি ব্যালন ডি অ’রের মধ্যে পাঁচটিই জিতেছেন মেসি। এ বছরের গোল্ডেন বল জিতে রোনাল্ডো নিজের সংখ্যাটা নিয়ে গেছেন চারে। এ বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লীগ ও ইউরোকাপ জিতে চতুর্থবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন রিয়াল তারকা। এরআগে ২০০৮, ২০১৩ ও ২০১৪ সালেও বর্ষসেরা হয়েছিলেন রোনাল্ডো। ব্যালন ডি’অর জয়ের পর ফ্রান্স ফুটবলকে দেয়া সাক্ষাতকারে রোনাল্ডো চিরপ্রতিদ্বন্দ্বী লিওণেল মেসিকে নিয়েও কথা বলেন। সেরা তারকাদের একসঙ্গে খেলা উচিত বলেও মনে করেন পর্তুগালকে গত ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা এনে দেয়া এই ফরোয়ার্ড। মেসির সঙ্গে খেললে কি হতে পারত এ নিয়ে প্রশ্ন করা হয় ব্যালন ডি’অর জয়ী তারকাকে। এ প্রসঙ্গে রোনাল্ডো বলেন, এটা কঠিন প্রশ্ন। আমি জানি না। যদি আমরা দু’জনে এক দলে খেলতাম, তাহলে বিষয়টা মজার হতো। আমি মনে করি তারকা খেলোয়াড়দের একসঙ্গে খেলা উচিত। যদি আমরা এক দলে খেলতাম, তাহলে আমি মনে করি, তারচেয়ে আমার ব্যালন ডি’অর বেশি হতো। কিন্তু সেও খুব দূরে থাকত না। বার্সিলোনা তারকার উচ্ছ্বসিত প্রশংসা করে সি আর সেভেন বলেন, সবাই জানে যে মেসি দুর্দান্ত খেলোয়াড়। তিনি পাঁচটি ব্যালন ডি’অর জিতেছেন। ক্লাব বিশ্বকাপ খেলতে এখন জাপানে আছেন রোনাল্ডো। ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড জানিয়েছেন, আপাতত জাপান থেকে ক্লাব ওয়ার্ল্ডকাপের শিরোপা নিয়ে ফেরা তার লক্ষ্য। সামনের দিনগুলোতে রিয়ালের হয়ে জিততে চান লা লিগা, চ্যাম্পিয়ন্স লীগ, কোপা ডেল রে’র ট্রফি। আরেকবার সেরা হলে মেসির সমান পাঁচটি ব্যালন ডি’অর হয়ে যাবে রোনাল্ডোর। এ স্বপ্নও যে মাথায় আছে, জানালেন রিয়াল তারকা। বলেন, আমি চেষ্টা করব। সবসময়ের মতো আমি লড়াইয়ে (ব্যালন ডি’অর জেতার) থাকব। কিন্তু এখন আমার লক্ষ্য ক্লাব বিশ্বকাপ জেতা। এটাও গুরুত্বপূর্ণ ট্রফি। এরপর আমি লা লিগা জিততে চাই। এই শিরোপা রিয়াল জিততে চায় এবং যদি সম্ভব হয়, আবারও চ্যাম্পিয়ন্স লীগ এবং কোপা ডেল রে জিততে চাই। সবসময় আমি সবকিছু জিততে চাই। সাক্ষাতকারে অনেকটা অংশ জুড়েছিল কর ফাঁকির প্রসঙ্গ। এ প্রসঙ্গে রোনাল্ডো বেশ দৃঢ়তার সঙ্গে বলেন, এটা অবশ্যই আমার আনন্দ কিছুটা কমিয়ে দিয়েছে। যদি বলি, কমেনি, সেটা মিথ্যা বলা হবে। আবারও নিজেকে নির্দোষ দাবি করে পর্তুগাল অধিনায়ক বলেন, আমি ভ- নই। অন্যায় কিছু করিনি। এই পুরো বিতর্কটা আমার অনেক ক্ষতি করছে। আমার পরিবার, আমার সন্তান, সবার জন্য এটা দুঃখজনক। আমার ছেলে স্কুলে যায়। ও এখন অনেক কিছু বুঝতে শুরু করেছে। ওর কেমন লাগছে ভেবে দেখুন। আমি সবসময় চেষ্টা করেছি স্বচ্ছভাবে সবকিছু করতে। আমার মিথ্যা বলার কোন কারণই নেই। ক্ষুব্ধ রোনাল্ডো বলেন, যখন কেউ আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলে, আমি কোথায় ছুটি কাটাতে যাই, আমার বান্ধবী আছে কি নেই, আমি কিছু মনে করি না। কারণ তারকাদের নিয়ে এটা হতেই পারে। কিন্তু এ রকম একটা বড় অভিযোগ আনা, যেখানে আইনী বিষয় জড়িত, এটা দুঃখজনক। বিষয়টা নিয়ে যে খুব বেশি অস্বস্তিতে আছেন তা স্পষ্ট রোনাল্ডোর এ কথাতে বুঝা যায়। বলেন, অনেক নির্দোষ মানুষ জেল খাটছে। আমার এখন নিজেকে ওদের মতো মনে হচ্ছে। যখন আপনি জানবেন যে আপনি অন্যায় কিছু করেননি। তারপরও এসব কথা শুনতে ভাল লাগে না। আসলে কিছু মানুষকে কখনই সন্তুষ্ট করা যায় না। উল্লেখ্য, বিশ্বজুড়ে ১৭৩ জন সাংবাদিকের ভোটে সবাইকে পিছনে ফেলে ব্যালন ডি’অর জিতেছেন রোনাল্ডো। দ্বিতীয়সেরা হয়েছেন বার্সিলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি আর তৃতীয় হয়েছেন এ্যাটলেটিকো মাদ্রিদের ফরাসী ফরোয়ার্ড এ্যান্টোনিও গ্রিজম্যান। চতুর্থ হয়েছেন লুইস সুয়ারেজ আর পঞ্চম নেইমার।
×