ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কলকাতায় ‘বাংলাদেশ-এর বিজয় উৎসব’

প্রকাশিত: ০৩:৫৭, ১৫ ডিসেম্বর ২০১৬

কলকাতায় ‘বাংলাদেশ-এর বিজয় উৎসব’

সংস্কৃতি ডেস্ক ॥ বিজয় দিবস উপলক্ষে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন ও আরটিভি যৌথ আয়োজন করেছে পাঁচ দিনের অনুষ্ঠান ‘বাংলাদেশ-এর বিজয় উৎসব’। আজ স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামেএ আয়োজনের উদ্বোধন হবে। প্রধান অতিথি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিশেষ অতিথি বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে নৃত্যালেখ্য পরিবেশন করবেন নৃত্যাঞ্চলের শিল্পীরা। অনুষ্ঠানে বিভিন্ন দিনে গান করবেন সাবিনা ইয়াসমিন, দিনাত জাহান মুন্নি, কুমার বিশ্বজিৎ, এস আই টুটুল, ফিডব্যাক, লালন ব্যান্ড প্রমুখ। প্রতিদিনই থাকছে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার যুক্ত হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ও তথ্যচিত্র প্রদর্শনী। থাকবে ঢাকাই জামদানিসহ বিভিন্ন পণ্যের মেলা ও ঐতিহ্যবাহী খাবার।
×