ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সম্পূরক শুল্কের কারণে কমল হোন্ডা মোটর সাইকেলের দাম

প্রকাশিত: ০৩:৫২, ১৫ ডিসেম্বর ২০১৬

সম্পূরক শুল্কের কারণে কমল হোন্ডা মোটর সাইকেলের দাম

বিশেষ প্রতিনিধি ॥ কিছু যন্ত্রাংশ দেশে উৎপাদনের শর্তে হোন্ডা মোটরসাইকেল ২০ শতাংশ সম্পূরক শুল্কের সুবিধা পেল। এতে বিভিন্ন মডেলের হোন্ডা মোটরসাইকেলের মূল্য হ্রাস পেয়েছে। বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল) বুধবার থেকে নতুন খুচরা মূল্য কার্যকর করেছে। চলতি ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে যন্ত্রাংশ আমদানি করে দেশে মোটরসাইকেল সংযোজনের ওপর শুল্ক ৪৫ শতাংশ থেকে হ্রাস করে ২০ শতাংশ নির্ধারণ করা হয়। ২ জুন এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয়। তবে প্রজ্ঞাপনে শর্ত দেয়া হয়, এই সুবিধা গ্রহণ করতে হলে দেশী-বিদেশী কোম্পানিকে শিল্প মন্ত্রণালয়ের সচিব বরাবরে এদেশে তাদের যন্ত্রাংশ উৎপাদনের পরিকল্পনাসংবলিত আবেদন করতে হবে। ওই পরিকল্পনা অনুমোদন সাপেক্ষে এ দেশে সংযোজনকারী মোটরসাইকেল কোম্পানি ২০ শতাংশ শুল্ক সুবিধা পাবে। শিল্প মন্ত্রণালয় সম্প্রতি বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের এ দেশে যন্ত্রাংশ ও মোটরসাইকেল উৎপাদনের পরিকল্পনা অনুমোদন করেছে। যা প্রজ্ঞাপন অনুযায়ী চট্টগ্রাম কাস্টমসকে জানিয়ে দেয়া হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের ওই চিঠির প্রেক্ষিতে চট্টগ্রাম কাস্টমস ২০ শতাংশ সম্পূরক শুল্কে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের যন্ত্রাংশ ছাড় করায় কোম্পানি বাংলাদেশে তাদের বিভিন্ন মডেলের মোটরসাইকেলের মূল্যহ্রাস করেছে। যা বুধবার থেকে কার্যকর হয়েছে। হোন্ডা ব্রান্ডের বিভিন্ন মডেলের মোটরসইকেলের মূল্য সর্বনিম্ন ১৩ হাজার ৯০০ টাকা থেকে সর্বোচ্চ ২৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত মূল্য হ্রাস পেয়েছে। ফলে গ্রাহকরা এখন জাপানী এই ব্রান্ডের মোটর সাইকেলটি সাশ্রয়ী মূল্যে ক্রয় করতে পারবে। উল্লেখ্য, শিল্প মন্ত্রণালয়ে অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড ধাপে ধাপে সকল যন্ত্রাংশ উৎপাদনের মাধ্যমে বাংলাদেশেই হোন্ডা ব্রান্ডের মোটর সাইকেল উৎপাদন করবে।
×