ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আবারও মঞ্চে চন্দ্রকলার ‘তন্ত্রমন্ত্র’

প্রকাশিত: ০৬:৩২, ১৩ ডিসেম্বর ২০১৬

আবারও মঞ্চে চন্দ্রকলার ‘তন্ত্রমন্ত্র’

স্টাফ রিপোর্টার ॥ দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণ মঞ্চে বিজয়ের নাট্যোৎসবে আগামী- ১৬ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় মঞ্চস্থ হবে চন্দ্রকলা থিয়েটারের নাটক ‘তন্ত্রমন্ত্র’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন এইচ আর অনিক। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মাসুম, আনিস, হাসান, মলি, আবদুল মান্নান, বাধন, আহাদ, রবিন, তানজিল, আপন, অবনী, ও এইচ আর অনিক। নাটকের সঙ্গীত পরিচালনায় এস এম অঙ্গন। নাটকটির কাহিনী আবর্তিত হয়েছে, মানুষের মধ্যেই বসবাস করে হিংসা, বিদ্বেষ, অহঙ্কার, ক্রোধ, লোভের মতো ভয়ঙ্কর খারাপ রিপুগুলো। মানুষ নিজের ইচ্ছা-অনিচ্ছায় এই রিপুগুলোর সঙ্গে জড়িয়ে যায়। নাটকের শুরুতে এই খারাপ রিপুগুলো মানুষের অন্তর থেকে বের হয়ে অভিনব পন্থায় তা-ব চালায় এবং অবতীর্ণ হয় মিউজিক্যাল কোরিওগ্রাফে। সমাজের নানা চরিত্র থেকে বেছে নেয়া হয়েছে ডাক্তার এবং রোগীর সম্পর্ককে। রোগী- ডাক্তারের মধ্যকার বলা না বলা মর্মস্পর্শক কথোপকথনের সমিকরণে হাস্যরসাত্মক ঢঙে নানা ঘটনার মায়াজালে আবৃত হয়েছে নাটকটি। নাটকে সমসাময়িক মানবিক নৈতিক অবক্ষয় বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে পুরো নাটকজুড়ে রয়েছে কমেডির আবহ। নাটক সম্পর্কে এইচ আর অনিক বলেন- চন্দ্রকলা প্রতিষ্ঠা লগ্ন থেকেই নাটকের কল্যাণে কাজ করে আসছে।
×