ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গ্রামীণফোনের ব্র্যান্ড এ্যাম্বাসেডর মাশরাফি

প্রকাশিত: ০৬:২৮, ১৩ ডিসেম্বর ২০১৬

গ্রামীণফোনের ব্র্যান্ড এ্যাম্বাসেডর মাশরাফি

স্পোর্টস রিপোর্টার ॥ সীমিত ওভারের ক্রিকেট ফরমেটে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। গত দুই বছরে বাংলাদেশ ক্রিকেটকে ওয়ানডে ও টি২০ ফরমেটে ইতিহাসের সেরা সাফল্য এনে দিয়েছেন। ক্যারিয়ারের শুরু থেকেই তারকা বনে যাওয়া মাশরাফিকে সোমবার দেশের সর্ববৃহৎ মোবাইল অপারেটর প্রতিষ্ঠান গ্রামীণফোন ব্র্যান্ড এ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। প্রতিষ্ঠানের পক্ষে জানানো হয়েছে সমাজের বিভিন্ন পর্যায়ে মানুষের সামাজিক ক্ষমতায়নে গ্রামীণফোনের সঙ্গে কাজ করবেন মাশরাফি। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজ উপলক্ষে বর্তমানে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডের সঙ্গে অস্ট্রেলিয়ায় কন্ডিশনিং ক্যাম্পে আছেন মাশরাফি। এর আগেই গ্রামীণফোনের সঙ্গে তার এ বিষয়ে চুক্তি হয়েছে। ১৪ বলে হাফসেঞ্চুরি স্পোর্টস রিপোর্টার ॥ ঘরোয়া ক্রিকেটে ১৪ বলে হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ফারহান বিহারদিয়ান। সিএসএ টি২০ চ্যালেঞ্জ টুর্নামেন্টে বিহারদিয়ান খেলেন টাইটান্সের হয়ে। বৃষ্টির বাধার ফলে টি২০ ম্যাচটি পাঁচ ওভারে নামিয়ে আনা হয়। মাত্র ১৪ বলে পূর্ণ করেন ফিফটি। শেষ পর্যন্ত ১৫ বলে চার চার ও পাঁচ ছক্কায় ৫৫ রানে অপরাজিত থাকেন প্রোটিয়া অলরাউন্ডার। তার ব্যাটে ভর করে ৬ রানের জয় তুলে নিয়ে ফাইনালের খেলা নিশ্চিত করে টাইটান্স। প্রস্তুত জিদানের রিয়াল স্পোর্টস রিপোর্টার ॥ গত সপ্তাহেই শুরু হয়েছে ক্লাব বিশ্বকাপের লড়াই। তবে ইউরোপের চ্যাম্পিয়ন হিসেবে সরাসরি টুর্নামেন্টের সেমিফাইনাল খেলবে স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। যা অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার। গত বছরের মতো এবারও ক্লাব বিশ্বকাপের আয়োজক দেশ জাপান। তাই সোমবার স্থানীয় সময় ভোর পাঁচটায় জাপানে পৌঁছে গেছেন জিনেদিন জিদানের শিষ্যরা। সেখানে পৌঁছেই জিদান জানিয়ে দিলেন ফিফা ক্লাব বিশ্বকাপের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তার দল। এ বিষয়ে ক্লাবটির ফরাসী কোচ বলেন, ‘আমরা এখানে ক্লাব বিশ্বকাপ জয়ের জন্যই এসেছি। এখানে চ্যাম্পিয়ন হওয়াটাই রিয়াল মাদ্রিদের লক্ষ্য। আমাদের এখন খুব ভাল সময় যাচ্ছে। গত তিন সপ্তাহের মধ্যেই নয় ম্যাচ খেলেছি আমরা। পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা আমরা ক্লাব বিশ্বকাপেও ধরে রাখতে চাই।’ ২০১৪ সালে সর্বশেষ ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। তিন বছরের মধ্যেই এবার দ্বিতীয় শিরোপা জয়ের হাতছানি তাদের সামনে। জিদানও দলকে চ্যাম্পিয়ন করাতে মরিয়া। তাই শক্তিশালী ২৩ জনের দল নিয়েই প্রস্তুত তিনি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, করিম বেনজেমা, সার্জিও রামোস কিংবা লুকা মদরিচের মতো তারকা রয়েছে দলটিতে। দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সামনে অবশ্য তৃতীয় শিরোপা জয়ের সুযোগ। কেননা রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন করানোর আগে ২০০৮ সালে যে সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও পেয়েছিলেন এই টুর্নামেন্টের প্রথম ট্রফি জয়ের তৃপ্তি। এবার তাই তৃতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপের ট্রফির স্পর্শ পেতে উন্মুখ হয়ে আছেন সি আর সেভেন। যে কারণে জাপান সফরের আগেই এক সাক্ষাতকারে তিনি বলে যান, ‘এটা অনেক বড় একটা টুর্নামেন্ট।
×