ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে মূল্য সংশোধন

প্রকাশিত: ০৬:৪৮, ১২ ডিসেম্বর ২০১৬

পুঁজিবাজারে মূল্য সংশোধন

অর্থনৈতিক রিপোর্টার ॥ চার কার্যদিবসের টানা সূচকের উত্থানের পর রবিবার মূল্য সংশোধন হয়েছে পুঁজিবাজারে। এদিন দুই স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের সঙ্গে লেনদেনও কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৬৩ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। ভাল মন্দ সব ধরনের কোম্পানিই দিনটিতে দর হারিয়েছে। মূলত বিনিয়োগকারীদের মুনাফা তোলার প্রবণতার কারণেই সূচকেরই এই দরপতন। তবে বাজার বিশ্লেষকরা এটিকে পতন বলতে নারাজ। তাদের মতে, গত কিছুদিন ধরে পুঁজিবাজারে বেশ কিছু কোম্পানির টানা দর বেড়েছে। ফলে বিনিয়োগকারীদের একটি অংশ চেয়েছে মুনাফা তুলে নিতে। যার কারণে শেয়ার বিক্রির চাপ কিছুটা বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে ৮২৩ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৩২৬ কোটি ১৯ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে এক হাজার ১৪৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ২০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৬১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৫৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৮৪ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : সামিট্ পোর্ট এলায়েন্স, এএফসি এ্যাগ্রো, মবিল যমুনা বিডি, শাশা ডেনিমস, আরএসআরএম স্টিল, সিটি ব্যাংক, একটিভ ফাইন, ইফাদ অটোস ও বিডি থাই। দর বৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ওয়াটা কেমিক্যাল, এএফসি এ্যাগ্রো, ন্যাশনাল টিউবস, আনালিমা ইয়ার্ন, গ্লোবাল হেভি কেমিক্যাল, আইডিএলসি, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, এ্যাপোলো ইস্পাত, বিডি থাই ও সিমটেক্স। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ঝিল বাংলা, শ্যামপুর সুগার, আর্গন ডেনিমস, মাইডাস ফাইন্যান্স, সোনারগাঁও টেক্সটাইল, ফরচুন সুজ, আমরা টেক, গোল্ডেন হার্ভেস্ট, বঙ্গজ ও পেনিনসুলা চট্টগ্রাম। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৪৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৭৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : এ্যাপোলো ইস্পাত, সামিট পোর্ট এলায়েন্স, কাসেম ড্রাইসেল, অলিম্পিক এক্সেসরিজ, আর্গন ডেনিমস, সি এ্যান্ড এ টেক্সটাইল, বিডি থাই, আইডিএলসি, সেন্ট্রাল ফার্মা, জেনারেশন নেক্সট ফ্যাশন।
×