ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে মূল্য সংশোধন

প্রকাশিত: ২৩:০৫, ১১ ডিসেম্বর ২০১৬

পুঁজিবাজারে মূল্য সংশোধন

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগের চার কার্যদিবস টানা উত্থানের পর রবিবার মূল্য সংশোধন হয়েছে পুঁজিবাজারে। এদিন দুই স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের সাথে লেনদেনও কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৬৩ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে ৮২৩ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৩২৬ কোটি ১৯ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে এক হাজার ১৪৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ২০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৬১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৫৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৮৪ পয়েন্টে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৪৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৭৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।
×