ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অনুর্ধ-১৪ মহিলা ফুটবল

শেষ চারে ঠাকুরগাঁও, রংপুর, ময়মনসিংহ ও সাতক্ষীরা

প্রকাশিত: ০৬:০৩, ১১ ডিসেম্বর ২০১৬

শেষ চারে ঠাকুরগাঁও, রংপুর, ময়মনসিংহ ও সাতক্ষীরা

স্পোর্টস রিপোর্টার ॥ জেএফএ অনুর্ধ-১৪ মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপের চূড়ান্তপর্বের গ্রুপ পর্বের খেলা শনিবার শেষ হয়েছে। দুটি গ্রুপ থেকে চারটি দল সেমিফাইনালে উঠেছে। দলগুলো হলো : ঠাকুরগাঁও, রংপুর, ময়মনসিংহ ও সাতক্ষীরা জেলা। ‘এ’ গ্রুপে ময়মনসিংহ জেলা রংপুর জেলাকে ২-১ গোলে হারায়। জয়ী দলের সাজেদা ও আমেনা গোল করে। বিজিত দলের ঈশিতা একটি গোল শোধ করে। ২-০ গোলে নড়াইল জেলাকে হারিয়েছে নারায়ণগঞ্জ জেলা। নারায়ণগঞ্জের শ্রাবণী জোড়া গোল করে। আজ রবিবার কোন খেলা নেই। সোমবার অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ঠাকুরগাঁও ও রংপুর জেলা। দ্বিতীয় সেমিতে মুখোমুখি ময়মনসিংহ ও সাতক্ষীরা। বুধবার অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা। ওয়ালটন প্রিমিয়ার দাবা লীগ স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন দাবা লীগের পঞ্চম রাউন্ডের খেলা শেষে গতবারের চ্যাম্পিয়ন শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব, সাইফ স্পোর্টিং ক্লাব ও বাংলাদেশ নৌবাহিনী দাবা দল ৫ খেলায় ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় মিলিতভাবে শীর্ষস্থান অক্ষুণœ রেখেছে। শনিবার পঞ্চম রাউন্ডের খেলায় শেখ রাসেল মেমোরিয়াল ৪-০ পয়েন্টে তিতাস ক্লাবকে, সাইফ স্পোর্টিং সুলতানা কামাল স্মৃতি পাঠাগারকে ৪-০ পয়েন্টে, নৌবাহিনী দাবা দল ২.৫-১.৫ পয়েন্টে লিওনাইন চেস ক্লাবকে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্পোর্টস ক্লাব সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবকে ২.৫-১.৫ পয়েন্টে এবং গোল্ডেন স্পোর্টিং ক্লাব ৩.৫-০.৫ পয়েন্টে মাসুদ স্পোর্টস চেস ক্লাবকে হারায়। ওয়ালটন বিজয় দিবস ক্রীড়া উৎসব স্পোর্টস রিপোর্টার ॥ আগামী বুধবার থেকে শুরু হতে যাচ্ছে দুইদিনব্যাপী বিশেষ শ্রেণীর শিশু-কিশোরদের বিজয় দিবস বার্ষিক ক্রীড়া উৎসব। পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন। বিভিন্ন প্রতিবন্ধী স্কুল ও সংগঠন থেকে প্রায় তিন শতাধিক প্রতিযোগী অংশ নেবে এই আসরে। ১৫টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে এই ক্রীড়া উৎসব। সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ওয়ালটন গ্রুপের স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।
×