ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুম্বাই টেস্ট, সিরিজে পাঁচ শতাধিক রান- গ্রেট গাভাস্কারের পাশে অধিনায়ক কোহলি

জোড়া সেঞ্চুরিতে ভারতের দাপট

প্রকাশিত: ০৬:০১, ১১ ডিসেম্বর ২০১৬

জোড়া সেঞ্চুরিতে ভারতের দাপট

স্পোর্টস রিপোর্টার ॥ সুপার হিরো বিরাট কোহলি ও লঙ্গার ভার্সন স্পেশালিস্ট মুরলি বিজয়ের জোড়া সেঞ্চুরিতে মুম্বাই টেস্টে ইংল্যান্ডকে পাল্টা জবাব দিচ্ছে ভারত। ইংলিশদের ৪০০/১০-এর জবাবে তৃতীয়দিন শেষে প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ৭ উইকেটে ৪৫১ রান। কোহলি ১৪৭ ও জয়ন্ত যাদব ৩০ রান নিয়ে ব্যাট করছেন। ব্যতিক্রম কিছু না ঘটলে অর্থাৎ এভাবে ব্যাটসম্যানদের দাপট অব্যাহত থাকলে ড্রই হতে পারে চতুর্থ টেস্টের শেষ পরিণতি। ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি তুলে নেয়ার পথে কাল একাধিক কীর্তি স্থাপন করেছেন ‘রান মেশিন’ কোহলি। তার মধ্যে অন্যতম গ্রেট সুনীল গাভাস্কারের পর মাত্র দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে এক সিরিজে ৫ শ’র ওপরে রান। এছাড়া বিশ্বের মাত্র চতুর্থ ক্রিকেটার হিসেবে চলতি ২০১৬ সালে ১ হাজার রান পূর্ণ করেছেন কোহলি। ক্যারিয়ারের ৪ হাজার রানের ল্যান্ডমার্কও পেরিয়ে গেছেন টিম ইন্ডিয়ার নিউক্লিয়াস। ১ উইকেটে ১৪৬ রান নিয়ে তৃতীয়দিনে প্রথম ইনিংসের খেলা শুরু করে ভারত। ৬ উইকেট হারিয়ে আরও ৩০৫ রান যোগ করে স্বাগতিকরা। ব্যক্তিগত ৩৫ রানের সময় প্রথম কীর্তির দেখা পান সুপার কোহলি, চলতি বছরে টেস্টে পূর্ণ করেন ১ হাজার রান। ৬ রান পর ভারত অধিনায়ক ছুঁয়েছেন আরেকটি ব্যক্তিগত মাইলফলক, টেস্ট ক্যারিয়ারে ৪ হাজার রান। তারও ১৫ রান পর, অর্থাৎ ব্যক্তিগত ৫৫ রানের সময় কোহলির ‘কীর্তি’টা অন্যরকম। ২০১৬ সালে ওয়ানডে, টেস্ট ও টি২০ তিন ভার্সন মিলিয়ে সবচেয়ে বেশি রান। ব্যাট হাতে নামার সময় এই বছরে সবধরনের ক্রিকেটে তার রান ছিল ২ হাজার ৩৪৫। সামনে ছিলেন ম্যাচেরই প্রতিপক্ষ তারকা জো রুট। প্রথম ইনিংসে ২১ রান নিয়ে ইংল্যান্ড এই মিডলঅর্ডার ব্যাটসম্যানের রান এই বছরে ২ হাজার ৩৯৯। হাফ সেঞ্চুরির খানিক পরই (৫৫ রান করে) যা পেরিয়ে যান কোহলি। ২০১৬ সালে কোহলির রান এখন ২ হাজার ৪৯২। অবশ্য এখনও এই টেস্টে দু’জনেরই একটি করে ইনিংস বাকি আছে, বাকি আছে সিরিজের পঞ্চম টেস্টও। তারপর কে এগিয়ে থাকেন, সেটিই দেখার অপেক্ষা। এই বছর কোহলি খেলেছেন ১১টি টেস্ট, রান করেছেন ১ হাজার ১১২ রান। তুলনায় রুট কিছুটা এগিয়ে, ১ হাজার ৩০৬ রান তার। যদিও রুট টেস্ট খেলেছেন ১৬টি। ক্যারিয়ারে ৫১ টেস্টের ৮৯ ইনিংসেই ১৫তম সেঞ্চুরি তুলে নিয়েছেন কোহলি। মাত্র ৭৭ ইনিংসে ১৫ সেঞ্চুরি হাঁকিয়ে তার ওপরে সুনীল গাভাস্কার। আরেক গ্রেট শচীন টেন্ডুলকরেরও লেগেছিল কোহলির সমান ৮৯ ইনিংস। চলতি সিরিজে কোহলির মোট রান ৫৫২। ভারতীয় অধিনায়ক হিসেবে সিরিজে ৫ শ’র ওপরে রান আছে আর কেবল গাভাস্কারেরই। দু’বার তিনি এমন কীর্তি গড়েছিলেন। ১৯৭৮-এ উইন্ডিজের বিপক্ষ ৭৩২ ও ১৯৮১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৫০০। সিরিজে অধিনায়ক কোহলির সামনে এখনও তিনটি ইনিংস বাকি। কোহলিকীর্তিতে ঢাকা পড়ে গেছে বিজয়ের ১৩৬ রানের ইনিংস। ৪৬তম টেস্টে এটি তার অষ্টম সেঞ্চুরি। স্কোর ॥ ইংল্যান্ড প্রথম ইনিংস ৪০০/১০ (১৩০.১ ওভার; জেনিংস ১১২, বাটলার ৭৬, মঈন ৫০, কুক ৪৬, স্টোকস ৩১, বল ৩১, রুট ২১, বেয়ারস্টো ১৪, ওকস ১১, রশিদ ৪; অশ্বিন ৬/১১২, জাদেজা ৪/১০৯, ভুবনেশ্বর ০/৪৯, উমেশ যাদব ০/৩৮)। ভারত প্রথম ইনিংস ৪৫১/৭ (১৪২ ওভার; কোহলি ১৪৭*, বিজয় ১৩৬, পুজারা ৪৭, রাহুল ২৪, করুণ নায়ার ১৩, পার্থিব প্যাটেল ১৫, জয়ন্ত যাদব ৩০*, জাদেজা ২৫; রুট ২/১৮, মঈন ২/১৩৯, রশিদ ২/১৫২, এ্যান্ডারসন ০/৪৩)। ** তৃতীয়দিন শেষে
×