ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ওসাসুনা ০-৩ বার্সিলোনা

মেসির জোড়া গোলে বার্সিলোনার জয়

প্রকাশিত: ০৬:০১, ১১ ডিসেম্বর ২০১৬

মেসির জোড়া গোলে বার্সিলোনার জয়

স্পোর্টস রিপোর্টার ॥ লা লিগায় সহজ জয় পেয়েছে বার্সিলোনা। শুক্রবার মেসি-সুয়ারেজের নৈপূণ্যে তারা ৩-০ গোলে রীতিমতো উড়িয়ে দিয়েছে ওসাসুনাকে। সেইসঙ্গে অল্প সময়ের জন্য হলেও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে তিনে নিয়ে এসেছে লুইস এনরিকের দল। মৌসুমের প্রথম ১৫ ম্যাচ থেকে তাদের সংগ্রহে ৩১ পয়েন্ট। অবস্থান দুইয়ে। এক ম্যাচ কম খেলেও শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের দখলে ৩৪ পয়েন্ট। শনিবার নিজেদের মাঠে বার্সাকে বেশ ভালভাবেই রুখে দিয়েছিল ওসাসুনা। প্রথম গোলের দেখা পেতে কাতালানদের অপেক্ষা করতে হয়েছে ৫৯ মিনিট। লুইস সুয়ারেজের গোলে প্রথম এগিয়ে যায় বার্সিলোনা। ৭২ মিনিটে গোল করে কাতালান সমর্থকদের উৎসবকে দ্বিগুণ করেন লিওনেল মেসি। এরপর আর কোন গোল না হলে ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ার স্বপ্ন দেখতে শুরু করেছিল সফরকারী দলটি। কিন্তু ম্যাচের অতিরিক্ত সময়ে (৯০+২) লিওনেল মেসি দুর্দান্ত এক গোল করলে ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে লুইস এনরিকের দল। দীর্ঘদিন ধরেই লিওনেল মেসিকে নিয়ে জল্পনা-কল্পনা চলছিল। কিন্তু এ নিয়ে কোন মতামত দিতে রাজি হননি লিওনেল মেসি। অথচ ওসাসুনার বিপক্ষে মাঠে নামার আগেই রাজি হয়েছেন এলএম টেন। এরপর থেকেই কাতালান ক্লাবটির সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে কথাবার্তা শুরু হয়ে যায়। বিভিন্ন প্রতিবেদনে বিভিন্ন ধরনের আলোচনা উঠে এসেছে। তবে কেউ কেউ উল্লেখ করেছেন বার্সার সঙ্গে মেসির নতুন চুক্তির মেয়াদ আরও ছয় বছর বৃদ্ধি হতে পারে। এতে করে একটি বিষয় নিশ্চিত, শৈশবের ক্লাবটিতেই ক্যারিয়ার শেষ করতে যাচ্ছেন বার্সার প্রাণভোমরা হয়ে ওঠা লিওনেল মেসি। আর মাত্র ১৮ মাস বাকি। তারপরই বার্সিলোনার সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে মেসির। তথাপি নতুন চুক্তির বিষয়ে কথা বলার সুযোগ দিচ্ছিলেন না আর্জেন্টাইন অধিনায়ক। এতেই কাতালান ক্লাবটি ছেড়ে নতুন করে ঠিকানা গড়তে যাচ্ছেন ফুটবলের এই ক্ষুদে জাদুকর, এমন গুজব ডালপালা মেলতে শুরু করে। কিন্তু সব গুঞ্জন উড়িয়ে দিয়ে বার্সার সঙ্গেই নতুন চুক্তির বিষয়ে কথা বলতে মত দিয়েছেন লুইস এনরিকের প্রধান অস্ত্র। এমনকি হঠাৎ করেই মেসির বাবাকে তলব করেছেন বার্সা সভাপতি জোসেফ মারিও বার্তোমেউ। ডাক পাওয়ার সঙ্গে সঙ্গেই স্পেনে উড়ে গেছেন সিনিয়র মেসি। ফলে দুই দুইয়ে চার মেলাতেই পারেন বার্সার ভক্ত-সমর্থকরা। শোনা যাচ্ছে, বার্সার পক্ষ থেকে দলের সেরা তারকার জন্য বিশাল অঙ্কের প্রস্তাব দেয়া হচ্ছে। এই অঙ্কটা সপ্তাহে প্রায় আট লাখ ২৫ হাজার পাউন্ড হতে পারে বলেও শোনা যাচ্ছে। গত মাসেই ব্রাজিলিয়ান তারকা নেইমারকে নতুন করে পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ করে স্প্যানিশ জায়ান্টরা। কিন্তু নিষেধাজ্ঞার কারণে ওসাসুনার বিপক্ষে খেলতে পারেননি তিনি। ক্লাবটির সঙ্গে আরও ছয় বছরের জন্য চূড়ান্ত করা হয়েছে সুয়ারেজের উপস্থিতিও। এবার মেসির সঙ্গে চুক্তির মেয়াদটা আরও বাড়িয়ে নিতে পারলেই যেন বার্সার স্বস্তি। তার ইঙ্গিতও পাওয়া গেছে শুক্রবারই। ওসাসুনার বিপক্ষে মাঠে নামার আগেই অনুশীলনে ফুরফুরে মেজাজে দেখা গেছে দলের সকলকেই। কারণ একটাই, দলের সেরা তারকার সম্মতি।
×