ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ব্যাটিংয়ে তামিম, বোলিংয়ে ব্রাভো সেরা

একমাত্র সেঞ্চুরিয়ান সাব্বির

প্রকাশিত: ০৫:৫৭, ১১ ডিসেম্বর ২০১৬

একমাত্র সেঞ্চুরিয়ান সাব্বির

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) চতুর্থ আসরেও সেঞ্চুরিখরা গেছে। এবার একটিমাত্র শতক হয়েছে। সেটি রাজশাহী কিংসের সাব্বির রহমান রুম্মনের ব্যাট থেকে এসেছে। এবার বিপিএলের একমাত্র সেঞ্চুরিয়ান তিনিই। এক শতকের পর অবশ্য আর কোন অর্ধশতকও করতে পারেননি তিনি। আর তাই বিপিএলের সেরা ব্যাটসম্যানের তালিকায় সর্বোচ্চ আসনটি অর্জন করতে পারেননি। যে আসনে আসীন হয়েছেন ৪৭৬ রান করে চিটাগাং ভাইকিংসের তামিম ইকবাল। আর বল হাতে সবচেয়ে বেশি ২১ উইকেট নিয়েছেন ঢাকা ডায়নামাইটসের ডোয়াইন ব্রাভো। এবার ব্যাটিংয়ে তামিম ও বোলিংয়ে ব্রাভো সেরা হয়েছেন। তবে ব্যাটিং ও বোলিংয়ে নৈপুণ্যের ভারসাম্য বজায় রেখে মাহমুদুল্লাহ রিয়াদ টুর্নামেন্ট সেরা হয়েছেন। লীগ পর্বে বরিশাল বুলসের বিপক্ষে ১২২ রানের ইনিংস খেলেছেন সাব্বির। যেটি এক ম্যাচে বিপিএলেরই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। ৬১ বলে ৯ চার ও ৯ ছক্কায় এ ইনিংসটি খেলেছেন সাব্বির। বিপিএলে এ পর্যন্ত ৯টি শতক হয়েছে। এরমধ্যে ক্রিস গেইল তিনটি, ডোয়াইন স্মিথ, আহমেদ শেহজাদ, শাহরিয়ার নাফীস, মোহাম্মদ আশরাফুল ও এভিন লুইস একটি করে শতক করেছেন। ২০১২ সালে প্রথম আসরে চারটি ও ২০১৩ সালে দ্বিতীয় আসরে তিনটি শতক হয়। তৃতীয় আসর থেকেই শতকখরা দেখা দিয়েছে। তৃতীয় আসরে বরিশাল বুলসের হয়ে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে এভিন লুইস একমাত্র শতকটি করেছিলেন। এবার সাব্বির একমাত্র শতকটি করলেন। এ শতকটি না করলে রানের দিক দিয়ে সেরা পাঁচ ব্যাটসম্যানের একজন হতে পারতেন না সাব্বির। ১৫ ম্যাচে ২৬.৯২ গড়ে ৩৭৭ রান করে ব্যাটসম্যানদের মধ্যে তৃতীয় সেরা হয়েছেন তিনি। প্রথম স্থানটিতে আছেন দুর্দান্ত ব্যাটিং করে ৬টি অর্ধশতকসহ ১৩ ম্যাচে ৪৩.২৭ গড়ে ৪৭৬ রান করা তামিম। পরের অবস্থানেই আছেন টুর্নামেন্ট সেরা হওয়া খুলনা টাইটান্সের মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি ১৪ ম্যাচে ৩৩.০০ গড়ে ৩৯৬ রান করেছেন। বল হাতে ১০ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছেন। ব্যাটিংয়ে তৃতীয় স্থানে থাকা সাব্বিরের পরের দুটি স্থানে আছেন ঢাকা ডায়নামাইটসের শ্রীলঙ্কান কুমার সাঙ্গাকারা (৩৭০ রান) ও রংপুর রাইডার্সের মোহাম্মদ শাহজাদ (৩৫০ রান)। বল হাতে ঢাকার ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ব্রাভো দেখিয়েছেন ঝলক। ২১ উইকেট নিয়ে সবার ওপরে আছেন। তারচেয়ে ১ উইকেট কম নিয়ে খুলনা টাইটান্সের পাকিস্তানী পেসার জুনাইদ খান দ্বিতীয় স্থানে রয়েছেন। তৃতীয় স্থানটিও বিদেশী বোলারের দখলেই আছে। চিটাগাং ভাইকিংসের মোহাম্মদ নবী ১৯ উইকেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। চতুর্থ স্থানে ইনজুরির জন্য নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে পড়া পেসার শফিউল ইসলাম (১৮) আছেন। শফিউলের চেয়ে ১ উইকেট কম শিকার করে পঞ্চম স্থানে রয়েছেন শহীদ আফ্রিদি। ব্যাটিংয়ে বাংলাদেশ ব্যাটসম্যানদের দাপট থাকলেও বোলিংয়ে বিদেশী বোলাররাই দাপট দেখিয়েছেন। তবে টুর্নামেন্ট সেরা কিন্তু হয়েছেন দেশী অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদই। প্রথম ও দ্বিতীয় আসরে সাকিব হয়েছিলেন টুর্নামেন্ট সেরা। তৃতীয় আসরে সেটি বিদেশী ক্রিকেটার আসহার জাইদি দখল করেন। আবার দেশী ক্রিকেটারের দখলেই চলে আসে টুর্নামেন্ট সেরার পুরস্কার। সেই সঙ্গে টুর্নামেন্টের একমাত্র সেঞ্চুরিটিও দেশী ব্যাটসম্যান সাব্বিরের ব্যাট থেকেই এসেছে।
×