ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশালে জালিয়াতির মাধ্যমে কয়েক কোটি টাকার ভুয়া ঋণ

প্রকাশিত: ০৫:১৪, ১১ ডিসেম্বর ২০১৬

বরিশালে জালিয়াতির মাধ্যমে কয়েক কোটি টাকার ভুয়া ঋণ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ঋণ (লোন) উত্তোলন না করেও মিথ্যা লোনের দায়ে অভিযুক্ত হয়েছেন এক প্রবাসী। এমনকি ঋণ পরিশোধ করার পরও গ্রাহকরা অযথা হয়রানির শিকার হচ্ছেন। স্থানীয় কতিপয় দালালের যোগসাজশ ছাড়া ব্যাংকের কতিপয় কর্মকর্তা ঋণ গ্রহীতাদের লোনও দিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি কৃষি ব্যাংকের জেলার গৌরনদী উপজেলা শাখার। অনিয়মের বিষয়টি স্বীকার করে কৃষি ব্যাংকের গৌরনদী শাখার ব্যবস্থাপক আকিঞ্চন বিশ্বাস জানান, অতীতে অনিয়মতান্ত্রিকভাবে এই শাখা থেকে বিভিন্ন সময়ে ১ হাজার ৩৩৩ জনের নামে কয়েক কোটি টাকার লোন বরাদ্দ দেয়া হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়ার জন্য সংশ্লিষ্ট উধর্তন কর্মকর্তাদের কাছে সুপারিশ পাঠানো হয়েছে। উপজেলার চরদিয়াশুর গ্রামের মৃত আইয়ুব আলী সরদারের পুত্র ওমান প্রবাসী এস্কেন্দার আলী সরদার অভিযোগ করেন, কর্মের সুবাধে গত ১৫ বছর পর ওমান থেকে তিনি অতিসম্প্রতি ছুটিতে দেশের বাড়িতে এসেছেন। এ খবর পেয়ে গত কয়েকদিন পূর্বে কৃষি ব্যাংকের গৌরনদী শাখার দুইজন কর্মচারী একটি নোটিস নিয়ে তার বাড়িতে হাজির হন। তারা তাকে এক মাসের মধ্যে ঋণের টাকা পরিশোধ করা না হলে মামলা দায়েরের হুমকি প্রদর্শন করেন। এতে তিনি ভীতসন্ত্রস্ত হয়ে কৃষি ব্যাংক গৌরনদী শাখায় এসে জানতে পারেন, গত দুই বছর আগে অন্যের ছবি, ইউপি চেয়ারম্যানের জাল সনদসহ জাল কাগজপত্র ব্যবহার করে তৎকালীন সময়ের সংশ্লিষ্ট লোন কর্মকর্তার যোগসাজশে কে বা কারা তার নাম ব্যবহার করে ৪০ হাজার টাকা ঋণ উত্তোলন করেছেন। এ ঘটনার প্রতিকার চেয়ে ওইদিনই প্রবাসী এস্কেন্দার আলী ব্যাংক ম্যানেজারের কাছে একটি আবেদন করেন। উদ্যোক্তারা বলবেন তাদের সফল উদ্যোগের কথা অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের উদ্যোক্তারা তাদের সফল উদ্যোগ নিয়ে কথা বলবেন, জানাবেন কিভাবে তারা সমস্যা সমাধানের উদ্যোগ তথা স্টার্টআপ শুরু করে সফল হয়েছেন। সেই সফলতার কাহিনী পৌঁছে দেবেন বিশ্ব দরবারে। আকৃষ্ট করবেন বিনিয়োগকারীদের। আজ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হবে ‘ডিজিটাল স্টার্টআপ সম্মেলন’। দেশীয় উদ্যোক্তারা সেই সম্মেলনে বলবেন তাদের কথা। বেলা ৩টা থেকে শুরু হওয়া এই সম্মেলন চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। আগ্রহী যে কেউ এতে অংশ নিতে পারবেন। ডিজিটাল স্টার্টআপ সম্মেলনে প্রযুক্তি ক্ষেত্রের বেশ কয়েকজন পরিচিত মুখ উপস্থিত থাকবেন। সম্মেলনে বক্তা হিসেবে অংশগ্রহণ করবেন বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার, বিকাশ-এর প্রধান নির্বাহী কামাল কাদির, বিডিজবস ডট কমের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর, ফেনক্স ক্যাপিটালের জেনারেল পার্টনার শামীম আহসান, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী ফারজানা চৌধুরী, বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি. আহমেদ, ই-ক্যাবের সভাপতি রাজিব আহমেদ, এমসিসিআই এর পরিচালক হাবিবুল্লাহ এন. করিম, বাগডুম ডট কমের প্রধান নির্বাহী সৈয়দা কামরুন আহমেদ, ডিইউআইটিএস-এর প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল ইমরান। সম্মেলন সম্পর্কে ফাহিম মাশরুর বলেন, সম্মেলনে ৩০ জন স্পীকার রয়েছেন। এছাড়া ২০টি উদ্যোগের গল্প বলা হবে। মূলত দেশীয় প্রতিষ্ঠানগুলোকে গুরুত্ব দিয়ে এই সম্মেলন আয়োজন করা হয়েছে। তারা কিভাবে সফল হলো, চ্যালেঞ্জগুলো কি ছিল, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর এখনকার অবস্থা ইত্যাদি নিয়ে উদ্যোক্তারা বলবেন। এতে করে তরুণরা অনুপ্রাণিত হবে। এসব উদ্যোগের মাঝে যেসব বিদেশী প্রতিষ্ঠান আসতে চাইছে, তাতে সুষ্ঠু পরিবেশের বিঘœ ঘটারও আশঙ্কা তৈরি হয়েছে। ফলে একটা প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা যায় কিনা সেসব নিয়েও সম্মেলনে আলোচনা হবে।
×