ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

অনিকের ‘রেশমি’

প্রকাশিত: ০৬:৩১, ১০ ডিসেম্বর ২০১৬

অনিকের ‘রেশমি’

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ের উদীয়মান শিল্পী অনিক সাহান। শিল্পী এ পর্যন্ত ৬টি মিক্সড এবং ২টি একক এ্যালবাম দর্শকদের উপহার দিয়েছেন। ব্যতিক্রমী সব গান ও কম্পোজের কারনে অল্প সময়ে তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। ২০১৩ সালে অনিক সাহান তার ‘জনম জনম’ গানের মাধ্যমে আলোচনায় আসেন। এরপর ‘দু জনম’, ‘হৃদয়ে তুমি’, ‘আমার খেয়ায়’, ‘আড়াল’, ‘রোমিও জুলিয়েট’, ‘বান্ধিয়া রাখিলি’সহ অনেক গান শ্রোতাদের উপহার দেন। এরই ধারাবাহিকতায় আসন্ন ভালবাসা দিবসে আসছে তার নতুন এ্যালবাম। এই এ্যালবামের একটি গান ‘সোহাগা রেশমি’। তার নিজের সুর আর কম্পোজে এই গানটিতে এক নতুন মাত্রা পাওয়া যাবে বলে আশাবাদী তিনি। ইতোমধ্যে গানটির মিউজিক ভিডিও তৈরি হয়েছে। ঢাকার অদূরের বিভিন্ন লোকেশনে গানটির চিত্রায়ন হয়েছে। গানটি বের হচ্ছে সঙ্গীতার ব্যানারে। গানের মিউজিক ভিডিও তৈরি করেছেন সৌমিত্র ঘোষ ইমন। বাবার হাতে সঙ্গীতের হাতে খড়ি অনিকের। সঙ্গীত অঙ্গনে আরও সুন্দর সুন্দর গান উপহার দিতে বদ্ধপরিকর এই তরুণ নিরন্তর সাধনা করে যাচ্ছেন। অচিরেই তিনি পৌঁছে যাবেন তার কাক্সিক্ষত লক্ষ্যে। তার জন্য শুভ কামনা।
×